রঙিন কাগজের ড্রেস তৈরি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো রঙিন কাগজের একটি ড্রেস। রঙিন কাগজ দিয়ে যে কত কিছু বানানো যায় তার কোনো ঠিক নেই। আর যেগুলোই বানানো হোক না কেন দেখতে খুবই সুন্দর লাগে। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। যখনই সময় পাই তখনই রঙিন কাগজ নিয়ে বসে পরি বিভিন্ন রকমের জিনিস বানাতে। রঙিন কাগজ দিয়ে আগে তেমন একটা কিছুই বানাতে পারতাম না। কিন্তু যেদিন থেকে এই ব্লগে জয়েন করেছি সেদিন থেকে রঙিন কাগজ দিয়ে অসংখ্য জিনিস বানিয়েছি। আজকের ড্রেসটি বানানোর পর খুবই ভালো লেগেছে আমার কাছে। বিশেষ করে পরের কালার করার কারণে আরও বেশি ফুটে উঠেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
রঙিন কাগজ
কলম
প্রথমে চারকোনা একটি কাগজ নিয়েছি। তারপর কাগজের নিচের থেকে এবং উপরের থেকে হাফ সেন্টিমিটার করে ভাঁজ করে দিয়েছি। তারপর কাগজটি মাঝখান থেকে ভাঁজ করেছি।
এখন কাগজটির ভাঁজ খুলে দুইপাশ থেকে প্রথমে ভাঁজ করেছি। তারপর আবারও দুই পাশ থেকে ভাঁজ করে মাঝখান থেকে একবার ভাঁজ করেছি।
এখন মাঝের ভাঁজ খুলে দুইপাশ থেকে কোনা করে ভাঁজ করে দিয়েছি এবং উপরের পাশ থেকেও কোনা করে ভাঁজ করেছি।
উপরের পাশের ভিতর থেকে আরো একটু কোনা করে ভাঁজ করেছি। তারপর কাগজটিকে উপর থেকে ভাঁজ করেছি।
কাগজটি উল্টিয়ে নিচের দিকে ভাঁজ করে দিয়েছি।
নিজের ভাঁজ করা কাগজটি উপরের ভাঁজের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর কাগজটি উল্টিয়ে নিয়েছি।
এখন একটি লাল কলম দিয়ে ড্রেসটির বিভিন্ন জায়গায় রং করেছি।
এভাবে আমার রঙিন কাগজের ড্রেসটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
Photographer | @tania |
---|---|
Phone | oppo reno5 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখলে আমার কাছে খুব ভালো লাগে। আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর করে খুব সুন্দর করে ড্রেস তৈরি করে আমাদের মাঝে উপস্থাপনার মাধ্যমে সাজিয়ে গুছিয়ে শেয়ার করলেন। খুব সহজেই আপনার কাছ থেকে শিখে নিতে পারলাম রঙিন কাগজের ড্রেস তৈরি। ভাঁজে ভাঁজে এগুলো করতে অনেক কষ্ট হয়, তবে তৈরি করতে আমার কাছেও ভালো লাগে।
আমার রঙিন কাগজের ড্রেস তৈরি দেখে আপনিও শিখে নিলেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই বানানো যায়। তবে এত সুন্দর কিছু বানালে সত্যিই ভালো লাগে। জামাটি দেখেই তো নিয়ে আসতে ইচ্ছে করছে। আপু আপনি কিন্তু খুব সুন্দর ভাবে জামাটি ডিজাইন করেছেন। লাল রংয়ের কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। রঙিন কাগজের ড্রেস তৈরি করে আমাদের সবার মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আপু আপনি এরকম একটি জামা বানিয়ে নিয়েন। ভালই লাগবে দেখতে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর এবং কালারফুল একটি ড্রেস প্রস্তুত করেছেন।
খুবই সুন্দর দেখাচ্ছে।
আসলে বরাবরই আপনার ডাইপোস্টগুলা অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়।
আমার ডাই পোস্ট গুলো আপনি দেখেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য।
হুম জানি তো আপনি রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর সুন্দর জিনিসি বানাতে পারেন। আজ তো দেখছি একটি ড্রেসও বানিয়ে নিলেন। কিন্তু এত ছোট ড্রেস কি আমার হবে আপু? বেশ সুন্দর করে ড্রেসটি বানিয়েছেন। আবার প্রতিটি ধাপ বেশ সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন ও করেছেন। ধন্যবাদ আপনাকে। এতো সুন্দর করে উপস্থাপনা করার জন্য।
এই ড্রেস দেখে আপনি বড় করে একটি বানিয়ে নিবেন। বানিয়ে অবশ্যই শেয়ার করবেন কিন্তু আপু। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আপনি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটা ড্রেস তৈরি করেছেন। রঙিন কাগজের তৈরি এত সুন্দর ড্রেস দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। কাগজ দিয়ে এভাবে ভাঁজে ভাঁজে কিছু তৈরি করতে এমনিতে অনেক কষ্ট হয়, কিন্তু তৈরি করার পরে দেখতে খুব ভালো লাগে। কালার করার কারণে আরো বেশি সুন্দর লাগছে এই ড্রেসটি দেখতে। খুব ভালো লাগলো আপনার তৈরি রঙিন কাগজের ড্রেস।
ঠিক বলেছেন আপু রঙিন কাগজের ভাঁজগুলো দিতে এতে মাঝেমধ্যে ওলট-পালট হয়ে যায়। যাই হোক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
বাহ রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ড্রেস তৈরি করেছেন আপু। কাগজের তৈরি ড্রেসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনার তৈরি করা ড্রেস টি দেখে বোঝা যাচ্ছে এটি করতে খুবই সময় লেগেছে। রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ড্রেস তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।।
কাগজের তৈরি ড্রেসগুলো আমার কাছেও খুবই ভালো লাগে। এই জন্যই তো এই ড্রেসটি তৈরি করেছি। ধন্যবাদ আপু আপনাকে।
সত্যি বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই বানানো যায়। আপনার বানানো এই ড্রেসটি কালার করার পর সত্যিই অনেক সুন্দর লাগছে দেখতে। আপনি অনেক সুন্দর এবং ধৈর্য সহকারে সুন্দর একটি ডাই প্রজেক্ট করে আমাদের সাথে শেয়ার করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
প্রথমে বানানোর পর কেমন যেন লাগছিল। এজন্যই পরে কালার করেছি। ধন্যবাদ ভাইয়া আপনাকে মন্তব্য করার জন্য।
আপনি রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার ভাবে ড্রেস তৈরি করেছেন। রঙিন কাগজের ড্রেস তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই এই প্লাটফর্মে কাজ করে সবাই খুব দারুন দারুন জিনিস বানাচ্ছে। আমি নিজেও আপনার মত প্রথমে রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে পারতাম না। এই প্লাটফর্মে কাজ করে করে এখন অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে পারি। আমি তো আপনার রঙিন কাগজের ড্রেস দেখে মনে করলাম কোন বাস্তবে কাপড়ের ড্রেস ভাঁজ করে রেখেছে। এত সুন্দর করে রঙিন কাগজের ড্রেস আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমিও এই ব্লগে কাজ করার পর থেকেই রঙিন কাগজ দিয়ে এগুলো বানানো শিখেছি। ভালোই লাগে এগুলো বানাতে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
রঙিন কাগজের ড্রেস তৈরি অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনার রঙিন কাগজের ড্রেস তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি তো মনে করলাম প্রথমে কোন নতুন কাপড়ের ড্রেস হবে আপনি ফটোগ্রাফি করেছেন। পরে দেখলাম রঙিন কাগজ দিয়ে আপনি ড্রেস তৈরি করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে রঙিন কাগজের ড্রেস তৈরি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে রঙিন কাগজের ড্রেস তৈরি আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
রঙিন কাগজের ড্রেস তৈরি প্রতিটি ধাপ সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি । আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।