(এসো নিজে করি) রঙিন কাগজ দিয়ে ময়ুর তৈরি।(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।

আমি আজকে একটি ময়ূরের ডাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ডাই তৈরি করার সময় আমি যে কি বিপদে পড়েছিলাম তা বলে বোঝানো যাবেনা। এই ডাইটি দেখে আমার এত ভাল লেগেছিলো তাই ভাবলাম যে আমি একটি তৈরি করি। কিন্তু এটি যখন আমি তৈরি করতে শুরু করলাম কিছুদূর তৈরির করার পর এত কঠিন লেগেছে আমার কাছে। তখন না পারছিলাম বন্ধ করতে না পারছিলাম সম্পূর্ণ করতে। তারপরে অনেক ধৈর্য সহকারে চেষ্টা করে সম্পূর্ণ করতে পেরেছি। আমার আজকের ডাইটি কেমন হয়েছে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার কষ্টটা সার্থক হবে। তাহলে শুরু করি কিভাবে আমি কাগজ দিয়ে ময়ূর তৈরি করেছি।



Polish_20211126_104258665.jpg


প্রয়োজনীয় উপকরণ

রঙিন কাগজ

আঠা


এরকম একটি লম্বা কাগজ নিয়েছি তারপর মাঝ বরাবর ভাঁজ করেছি।


IMG_20211126_101134.jpgIMG_20211126_101143.jpg

তারপর আবার খুলে সাইট থেকে এভাবে ভাঁজ করেছি।


IMG_20211126_101159.jpgIMG_20211126_101207.jpg

তারপর পুরো ভাঁজ খুলে আবার লম্বালম্বি করে এভাবে ভাঁজ করেছি এবং আবার ভাঁজ খুলে এভাবে আবার ভাঁজ করেছি। তারপরে কিভাবে করেছি পর্যায়ক্রমিকভাবে আমি নিচে দেখিয়ে দিচ্ছি। প্রতিটি ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে এটি তৈরি করেছি।

IMG_20211126_101216.jpgIMG_20211126_101222.jpg

IMG_20211126_101230.jpgIMG_20211126_101238.jpg

IMG_20211126_101246.jpgIMG_20211126_101254.jpg

IMG_20211126_101302.jpgIMG_20211126_101311.jpg

IMG_20211126_101321.jpgIMG_20211126_101331.jpg

IMG_20211126_101342.jpgIMG_20211126_101349.jpg

IMG_20211126_101357.jpgIMG_20211126_101404.jpg

IMG_20211126_101410.jpgIMG_20211126_101418.jpg

IMG_20211126_101426.jpgIMG_20211126_101436.jpg

IMG_20211126_101444.jpgIMG_20211126_101455.jpg

এ পর্যায়ে আমি কাগজটিকে উল্টিয়ে নিয়েছি এবং এভাবে আস্তে আস্তে করে ছোট ছোট করে ভাঁজ করে নিয়েছি।


IMG_20211126_101502.jpgIMG_20211126_101508.jpg

IMG_20211126_101521.jpgIMG_20211126_101529.jpg

IMG_20211126_101541.jpgIMG_20211126_101548.jpg

IMG_20211126_101555.jpgIMG_20211126_101600.jpg

IMG_20211126_101610.jpgIMG_20211126_101619.jpg

IMG_20211126_101629.jpgIMG_20211126_101108.jpg

IMG_20211126_101054.jpgIMG_20211126_101037.jpg

IMG_20211126_101028.jpgIMG_20211126_100958.jpgIMG_20211126_101011.jpg

সম্পূর্ণ ভাঁজ করা হলে শেষে আমি দুই সাইডে এভাবে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

IMG_20211126_100942.jpg


IMG_20211126_100912.jpg

এভাবেই তৈরি হয়ে গেল আমার কাগজের ময়ূর। দেখেছেন কত কষ্ট করে একটি বানিয়েছি। যাইহোক বানানোর পরে কিন্তু দেখতে সুন্দর লাগছে। আপনাদের কেমন লেগেছে জানিনা। আশা করি ভালই লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5

আমি তানিয়া।। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত । আমার দুটি ছেলে আছে। আমার শখ শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

Sort:  

রঙিন কাগজ দিয়ে অনেক দারুণ ভাবে ময়ূর ছবিটি তৈরি করছেন।দেখতে বেশ ভালো লাগছে।কিন্তু আপু পাখা গুলোকে আলাদা রংরের কাগজ দিয়ে তৈরি করতেন, তাহলে ময়ূরটি আরও ভালো দেখাতে যেতে।আঁকার সাথে সাথে উপস্থাপনা বেশ ভালো।অনেক ধন্যবাদ।

 3 years ago 

আবার আলাদা রঙ? এটি তৈরি করতে গিয়ে যে কষ্ট হয়েছে আবার আলাদা রং করতে গেলে তো পাগল হয়ে যেতাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর সাজেশনের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ময়ুর এটা প্রথন দেখলাম। আরবক্টু কালারফুল কাগজ দিয়ে করলে বেশি ফুটে উঠতো।এটাও অসাধারন হয়েছে।আর ধাপ গুলো উপস্থাপন আমার খুবই ভাল লেগেছে শুভ কামনা।

 3 years ago 

আপনার জন্যও শুভকামনা ভাইয়া এবং ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

বাহ আপু অনেক সুন্দর রঙিন কাগজ ব্যবহার করে একটি ময়ূর পাখি তৈরি করেছেন আপনি। সত্যি অনেক ভালো লাগলো। আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন আমাদের সাথে। যা ভালো করলে যে কেউ তৈরি করতে পারবে ময়ূর পাখি। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

আপনার জন্যও শুভেচ্ছা রইল ভাইয়া। ধন্যবাদ এত উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ময়ূর তৈরি অসাধারণ হয়েছে এবং খুব দারুণ ভাবে আপনি উপস্থাপনা করেছেন। যে কেউ চাইলে খুব সহজেই এটা বানাতে পারে।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

সত্যিই মানুষের ভেতরে অনেক প্রতিভা থাকে তা আমরা প্রকাশ করি না। আপনি আসলেই কাগজ দিয়ে এত সুন্দর একটি ময়ূর তৈরি করেছেন। প্রয়োজনীয় উপকরণ এবং প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আসলে কাগজ দিয়ে এগুলো দেখে মনে হয় সহজ কিন্তু এগুলো করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। অনেক সময় লাগে একদম নিখুঁত ভাবে আপনি অঙ্কন তৈরি করেছেন। আমার অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আসলেই ভাইয়া দেখে যত সহজ মনে হয় করতে গেলে বোঝা যায় যে জিনিসটি আসলে কত কঠিন। এটি তৈরি করতে যেয়ে বুঝতে পেরেছি যে এটি তৈরি করতে কত কষ্ট। তারপরও আপনাদের ভাল লেগেছে সে জন্য আমারো ভাল লাগলো।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে আপনি ময়ুর তৈরি করেছেন।খুবই সুন্দর হয়েছে। এই ময়ুরটি আমিও তৈরি করেছিলাম। আপনার উপস্থাপন খুবই ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার কাছেও কি তৈরি করতে অনেক কষ্ট লেগেছিল? আমার কাছে তো খুবই কষ্ট লেগেছিলো তৈরি করতে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

আপু আপনার কাগজের ময়ূরটা অসাধারণ হয়েছে। কোন কিছু করতে গেলে ধৈর্যের প্রয়োজন। সত্যি বলতে গেলে আপনি ধৈর্যের সাথে অত্যন্ত নিখুঁতভাবে এটি সম্পন্ন করেছেন।তাই শুভকামনা রইল আপু।

 3 years ago 

আসলেই ভাইয়া অনেক ধৈর্য্য এবং পরিশ্রম নিয়ে তৈরি করেছি আমি। আপনি সেটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি মৈয়ূর তৈরি করেছেন আপু ।এত সুন্দর করে উপস্থাপন করেছেন যা খুব সহজেই বোঝা গেছে ।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার জন্যও শুভকামনা রইল ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

সত্যি আপু দেখেই বোঝা যাচ্ছে অনেক কঠিন একটি কাজ ছিল। কিন্তু আপনি অনেক ধৈর্যের সাথে কাজটি শেষ করেছেন এটা সত্যি খুবই প্রশংসনীয়। ধন্যবাদ এত সুন্দর একটি কাগজের ময়ূর আমাদের সাথে শেয়ার করার জন্য।

ময়ূরের প্রস্তুতি টা ভালো করে দেখালেও বর্ণনা টা দিলে আরও ভালো হতো।

 3 years ago 

অনেক বেশি ভাঁজ করতে হয় কাগজগুলো। এত বর্ণনা ভালোভাবে বুঝিয়ে লেখা সম্ভব নয়। এজন্য আমি বেশি করে ছবি দিয়ে প্রতিটি ধাপ বোঝানোর চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু,খুবই সুন্দর ও আকর্ষণীয় হয়েছে ময়ূরটি।এটি খুবই ধৈর্য্য ও কঠিন কাজ কাগজ দিয়ে কিছু তৈরি করা।তাছাড়া এটি সময়সাপেক্ষ ও বটে।খুব সুন্দর হয়েছে আপু।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু এই ময়ূরটি তৈরি করতে খুবই ধৈর্যের এবং সময়ের প্রয়োজন। ধন্যবাদ আপনাকে আপনি সেটি বুঝতে পেরেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56516.28
ETH 2315.44
USDT 1.00
SBD 2.34