(এসো নিজে করি) রঙিন কাগজ দিয়ে মগ তৈরি(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আমি বিভিন্ন সময়ে রঙিন কাগজ এবং গ্লিটার আর্ট পেপার দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করি। আমার কাছে অবশ্য রঙিন কাগজের থেকে গ্লিটার আর্ট পেপারের তৈরি জিনিসগুলো দেখতে বেশি ভালো লাগে। তারপরও মাঝেমধ্যে একটু ভিন্নতা আনার জন্য রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানানোর চেষ্টা করি। আজকে রঙিন কাগজ দিয়ে আমি একটি মগ তৈরি করেছি। সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে আপনাদের ছোট্ট একটি মজার গল্প বলি। আমি এই মগটি বানিয়ে ছবি তুলেছি। তোলার পর মনে হল যে এর উপরে একটু ইমোজি আঁকলে দেখতে আরো ভালো লাগবে। তাই ভাবলাম যে ছোট্ট একটি কাজ আছে কাজটি করে এসে ইমোজিটা আঁকবো। কাজ করে এসে দেখি আমার মগ নেই। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আমার ছোট ছেলে মগ নিয়ে মগের মধ্যে পানি ঢেলে খাওয়ার চেষ্টা করছে। ততক্ষনে আমার মগের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ইমোজি আঁকার মত আর অবস্থা নেই । তাই কি আর করার। ইমোজি ছাড়াই মগটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।



Polish_20220421_105700242.jpg

0101010.png
প্রথমে চারকোনা একটি কাগজ নিয়েছি। তারপর দুই পাশ থেকে অর্ধেক করে ভাঁজ করে নিয়েছি।
0101010.png

IMG20220315112043.jpgIMG20220315112128.jpg

0101010.png
তারপর নিচের দিক থেকে অল্প করে প্রথমে ভাঁজ করেছি। তারপর আবারো ভাঁজ করেছি।
0101010.png

IMG20220315112240.jpgIMG20220315112310.jpg

0101010.png
এখন সম্পূর্ণ ভাঁজ খুলে এক সাইডের একটি ভাঁজ কেটে ফেলেছি। তারপর ডান সাইডে ছোট ছোট ভাঁজগুলো কাঁচি দিয়ে কেটেছি এবং উপর থেকে এক ভাগ কেটে ফেলে দিয়েছি।
0101010.png

IMG20220315112518.jpgIMG20220315112630.jpg

0101010.png
এখন এক সাইডে আঠা লাগিয়ে এভাবে দুই পাশ আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।
0101010.png

IMG20220315112716.jpgIMG20220315112732.jpg

0101010.png
বাকি অংশগুলোও এভাবে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।
0101010.png

IMG20220315112817.jpgIMG20220315112901.jpg

0101010.png
আঠা দিয়ে লাগানোর পরে এরকম মগের মত হয়েছে।
0101010.png

IMG20220315112929.jpg
0101010.png
এখন চারকোনা আরেকটি ছোট কাগজ নিয়েছি।
0101010.png

IMG20220315113000.jpg

0101010.png
প্রথমে দুই কোনা থেকে ভাঁজ করছি। তারপর মাঝে বরাবর আবারো ভাঁজ করেছি। আবার উপর নিচ থেকে অল্প করে ভাঁজ করে নিয়েছি।
0101010.png

IMG20220315113040.jpgIMG20220315113103.jpg

0101010.png
এখন আগের ভাঁজ করা অংশটুকু আঠা দিয়ে মগের উপর এভাবে লাগিয়ে দিয়েছি।
0101010.png

IMG20220315113311.jpg
0101010.png
এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের মগ। আশাকরি আমার আজকের মগ তৈরীটি আপনাদের ভাল লেগেছে । সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।
0101010.png

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5

0101010.png

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

0101010.png

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Sort:  
 2 years ago 

কাগজ দিয়ে খুব সহজেই মগ তৈরি করা যায়।আর আমি পূর্বে কয়েকজনের পোস্টে এরকম মগ তৈরি করার কাজটি দেখেছিলাম। আপনি খুব সুন্দর করে এটি তৈরি করেছেন যা আপনার পুরো কাজটি দেখে বুঝতে পারলাম ।খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু।

 2 years ago 

সময় নিয়ে আমার পোস্ট টি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে মগ তৈরি করেছেন দারুন হয়েছে। ইউনিক আইডিয়া ছিলো। এসমস্ত রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে অসাধারণ লাগে। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এরকম রঙিন কাগজের জিনিস গুলো দেখতে আসলেই খুব চমৎকার লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে অনেক ভালো লাগে। আজকে আপনি খুবই সুন্দর একটি মগ তৈরি করেছেন দেখতে অসাধারণ লাগছে। শুভকামনা আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সময় নিয়ে আমার পোস্ট টি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু রঙ্গিন কাগজ দিয়ে মগ তৈরি করে আইডিয়াটি খুব ভালো হয়েছে আপনি খুব সুন্দর ভাবে কাগজ দিয়ে ধাপে ধাপে মগ তৈরি করেছেন ।এটি অত্যন্ত সৃজনশীলতা সম্পন্ন একটি কাজ। সৃজনশীলতা আমাদের মুখ্য বিষয় হওয়া উচিত। আপনার সৃজনশীলতা দেখে আমি মুগ্ধ। খুব সুন্দর ভাবে ইউনিক একটি কাজ আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা আমার বেশ ভাল লেগেছে। আপনার প্রতিটি পোস্টে আমার ভালো লাগে। এত সুন্দর একটি মগ আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন সেই সাথে সুন্দর বর্ণনা করেছেন । এত সুন্দর পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল।

 2 years ago 

আমার পোস্টগুলো আপনি দেখেন এবং আপনার ভালো লাগে জেনে খুবই খুশি হলাম আপু। ধন্যবাদ এত সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

অসাধারণ হয়েছে DIY প্রজেক্টটি। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি মগ তৈরি করেছেন আপু। আর তাছাড়া আপনি তৈরীর প্রক্রিয়া অনেক সুন্দরভাবে দিয়েছেন । ধন্যবাদ আপনাকে ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু । ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

অসম্ভব গুণী একটি মেয়ে আপনি।কত কিছু যে পারেন। অসাধারণ হয়েছে আপু আপনার তৈরি সুন্দর এই দুটি মগ। সত্যি বলতে আমি কাগজের জিনিস গুলো এত ভালো বানাতে পারি না।তাই এমন সুন্দর কাজগুলো দেখতে খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু আপনাকে এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য দেখলে আসলেই মনটা ভালো হয়ে যায়। ধন্যবাদ আপু সব সময় উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

জাস্ট অসাধারণ আপনি খুবই চমৎকার ভাবে রঙিন কাগজ ব্যবহার করে মগ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের মত দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে বিশেষ করে হলুদ রঙের কাগজ ব্যবহার করার কারণে এটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

অবশ্য রঙিন কাগজের থেকে গ্লিটার আর্ট পেপারের তৈরি জিনিসগুলো দেখতে বেশি ভালো লাগে

আপনার এই কথার সঙ্গে আমি একমত পোষণ করছি গ্লিটার পেপার দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি করলেই অনেক সুন্দর দেখায়। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে রঙিন কাগজের মত শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া মগটির কালার হলুদ হওয়ার কারণে মগটি দেখতে আরো বেশি চমৎকার লাগছে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার ছেলে আশার উপর জল ঢেলে দিলো আপু মনি, যাই হোক আপনার তৈরিকৃত রঙিন কাগজের মগটি কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম সত্যি মগ গুলোর মতো তাই আপনার ছেলে এই কাজটি করেছে, আর তাছাড়াও এমনিতেই অনেক সুন্দর লাগতেছে মগটি, বেশ ভালো একটি ডাই ছিলো।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আশার উপরে আসলেই জল ঢেলে দিয়েছে। যাই হোক ফাইনাল ছবিতো তুলতে পেয়েছিলাম। তা না হলে তো আমার সকল কষ্ট বৃথা যেত।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে মগ তৈরি দারুন হয়েছে আপু। বিশেষ করে রঙিন কাগজের ব্যবহারটা অনেক সুন্দর ছিল। সেজন্যই ফুটে উঠেছে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরলেন যার মাধ্যমে আমরা তৈরি করতে পারব।

 2 years ago 

রঙিন কাগজের জিনিস গুলো তৈরি করার সময় ঠিকমত রঙিন কাগজ সিলেক্ট করাটা খুবই জরুরী। তা না হলে জিনিস বানালে দেখতে ভালো লাগে না। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32