এসো নিজে করি কাগজ দিয়ে একটি ইঁদুর তৈরি (১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে । আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।

আজ আমি আপনাদের সামনে একটি কাগজের ইঁদুর নিয়ে এসেছি। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাগজ দিয়ে ইঁদুর তৈরি করা যায়। যেদিন থেকে আমার বাংলা ব্লগে যুক্ত হয়েছি, তারপর থেকে যখনই আমি কোন জিনিস তৈরি করি তখন সবথেকে বেশি খুশি হয় আমার ছেলে। নতুন নতুন জিনিস পেয়ে। আজকের ইঁদুরটি পেয়েও খুবই খুশি হয়েছে। কিভাবে ইঁদুর তৈরি করেছি তা দেখাই ।

IMG_20211104_172849.jpg

প্রয়োজনীয় উপকরণ

রঙিন কাগজ

কাঁচি

কম্পাস

পেন্সিল

আঠা



IMG20211104170837.jpg

IMG20211104163225.jpg

প্রথমে সবুজ কাগজটিকে এভাবে গোল করে কেটে নিয়েছি। তারপর পেন্সিল দিয়ে একটি লম্বা দাগ দিয়েছি।

IMG20211104163255.jpg

IMG20211104163322.jpg

এখন ওই দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে নিয়েছি এবং এভাবে আঠা লাগিয়ে দিয়েছি।

IMG20211104163341.jpg

এইভাবে জোড়া লাগিয়ে দিয়েছি।

IMG20211104163415.jpg

IMG20211104163440.jpg

এখন আরেকটি কাগজ নিয়ে মাঝ বরাবর ভাজ করে দিয়েছি এবং পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। তারপর কাঁচি দিয়ে এভাবে কেটে নিয়েছি।

IMG20211104163601.jpg

IMG20211104163643.jpg

এখন আর একটি কাগজ নিয়ে এভাবে কেটে নিয়েছি।

IMG20211104163752.jpg

এখন হলুদ কাটা কাগজটিকে সবুজ কাগজের উপর আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

IMG20211104163931.jpg

IMG20211104164137.jpg

এখন কাল একটি কাগজ নিয়েছি তারপর গোল করে চোখ কেটে নিয়েছি এবং লম্বা লম্বা করে এভাবে কেটেছি।

IMG20211104164329.jpg

তারপর আগের কাগজের উপর চোখ লাগিয়ে দিয়েছি।

IMG20211104164553.jpg

তারপর লম্বা কালো কাগজগুলো লাগিয়ে দিয়েছে এবং একটি নাক বসিয়ে দিয়েছি।

IMG20211104165119.jpg

এখন আগে থেকে বানিয়ে রাখা গোল কাগজের উপরে ইঁদুরের মাথাটা আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে।

IMG20211104170352.jpg

এখন আর একটি সবুজ কাগজ নিয়ে লম্বা করে লেজ কেটে নিয়েছে।

IMG20211104170545.jpg

তারপর লেজটিকে ইঁদুরের পিছনে লাগিয়ে দিয়েছি। এভাবেই তৈরি হয়ে গেল আমার কাগজের তৈরি ইঁদুর। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5

আমি তানিয়া।। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত । আমার দুটি ছেলে আছে। আমার শখ শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

Sort:  
 3 years ago 

কাগজের তৈরি ইঁদুর যে এত কিউট হতে পারে সেটা আপনার কাজটা না দেখলে বুঝতে পারতাম না। ধন্যবাদ আপু, এরম সুন্দর একটা উপহার আমদের সকলকে দেওয়ার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার কাগজ দিয়ে ইদুঁর তৈরিটি আমার কাছে সুন্দর লেগেছে। আসলে সকলের এক একটি সৃজনশীলতা দেখতে কার না ভালো লাগে। ওটাই শক্তি। টিয়া রঙ এর কাগজ ব্যবহার করাতে আরো বেশি ফুটে উঠেছে। আর কালো কাগজ দিয়ে মুচ তৈরি করাটাও কিউট লাগছে দেখতে।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

কাগজের তৈরি ইঁদুরটাকে দেখতে ভীষণ মিষ্টি লাগছে। তার সাথে কাগজের রংটা ও খুব সুন্দর।আর আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 3 years ago 

কাগজের তৈরি ইদুর হলেও তাকানোটা দেখে বাস্তবতার রুপ পেয়েছে আমার কাছে। অনেক সুন্দর হয়েছে আপনার কাগজ দিয়ে তৈরি ইদুর। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

কাগজের তৈরি ইঁদুর দেখতে অনেক ভালো লাগছে আমার কাছে। আপনি প্রতিটি ধাপ এবং উপস্থাপন অনেক সুন্দর ভাবে দিয়েছেন। আপনার এই ড্রাই পোস্টটি দেখে সত্যি মনমুগ্ধকর। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার ইদুর বানানো দেখে আমি মুগ্ধ। প্রতিটি ধাপ যেভাবে শেয়ার করেছেন তাতে যে কেউই চেষ্টা করলে বানাতে পারবে। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

তোমার কাগজের তৈরি ইঁদুরটা দেখতে ভারী কিউট হয়েছে, তোমার গুণের তো শেষ নেই দেখে মনে হচ্ছে, যেমন আর্ট, তেমন রান্না, এখন আবার diy প্রজেক্ট।যাইহোক আজকের পোস্টটি আমার ভালো লেগেছে, শুভকামনা রইল তোমার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

ওয়াও আপু অসাধারন লাগছে ইদুর টি কতো কিউট।আপনি নিখুত ভাবে বানিয়েছেন।আর প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাহ কি অসাধারণ চিন্তাধারা কাগজ দিয়ে আপনি ইঁদুর তৈরি করলেন। খুবই ভালো লাগছে। প্রতিটি ধাপ সুন্দরভাবে তুলে ধরেছেন। দেখার মত ছিল আপু। অনেক ভালো ছিল ওইটা

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার ইঁদুর তৈরি টি অসম্ভব সুন্দর হয়েছে ।দেখে মনে হচ্ছে একদম সত্যি কারের ইঁদুর ঘরের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছে ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, যা দেখে খুব সহজেই যে কেউ আপনার মত একটি ইঁদুর তৈরি করে ফেলতে পারবে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 61978.49
ETH 3408.83
USDT 1.00
SBD 2.48