ছুটির দিনে ঘোরাঘুরি।(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।

আজ আমি কোনো রেসিপি,ডাই বা আর্ট নিয়ে আসিনি।আজ আমি আপনাদের সঙ্গে আমার ছুটির দিনের আনন্দ শেয়ার করব। হাজবেন্ডের অফিস থাকার কারণে এবং ছেলের স্কুল অনলাইন ক্লাস হওয়ার জন্য বাসা থেকে একদম বের হওয়া হয়না। শুক্র-শনিবার আসলে একটু বাইরে বের হওয়া হয়। ওই দুই দিনই ছুটি থাকে হাসবেন্ড এবং ছেলের। তাই শুক্রবার আসার সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য। কিন্তু যখনই বাইরে বের হব তখনই বাইরের আকাশটা এত অন্ধকার হয়ে আসল এবং বৃষ্টি শুরু হল যে আর আমাদের বাইরে যাওয়া হলো না। সেজন্য মনটা খুবই খারাপ হয়ে গেল। এদিকে বাসায় রান্নাবান্নাও হয়নি। তো কি আর করার?ফুডপান্ডায় সুলতানস এর কাচ্চি অর্ডার দিয়ে সেদিনকার মত ঝামেলা শেষ করলাম। তারপর যথারীতি শনিবার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম বসুন্ধরা সিটিতে। আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে আমার কাছে বসুন্ধরা সিটি খুবই ভালো লাগে। টুকটাক কেনাকাটা ছিল তাই ভাবলাম যে অনেকদিন যাওয়া হয়না। বসুন্ধরা সিটিতেই কেনাকাটা গুলো শেষ করি।



IMG_20220206_103349.jpg
Link
এখানে সবগুলো ছবি বসুন্ধরা সিটির। খাবারের ছবি গুলো শুধু আমার বোনের বাসার।বোনের বাসার লিংক নিচে দিয়ে দিয়েছি। এখানে শুধু বসুন্ধরা সিটির লিংকটি শেয়ার করলাম।
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

বসুন্ধরা সিটিতে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। শুরুতেই আমরা মুস্তাফা মার্টে চলে গেলাম। এই দোকানটা এতো বড় যে ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যায়। আর একই দোকানে সবকিছু পাওয়া যায়। খুবই ভালো লাগে। কিন্তু সবই ব্রান্ডের হওয়ার কারণে দাম একটু বেশি এখানে। মুস্তাফা মার্ট এর কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে এখান থেকে তেমন কিছু কিনতে পারিনি। কারণ যে জন্য মুস্তাফা মার্ট এ ঢুকেছিলাম সেই জিনিসটির সাইজ পাওয়া যায়নি। তাছাড়া আমার হাজব্যান্ড একটি জুতা পছন্দ করেছিল সেটিরও সাইজ পেলাম না। শেষমেশ বাচ্চাদের জন্য টুকটাক কিনে চলে আসলাম।
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

IMG20220205121906.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

IMG20220205122030.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

IMG20220205122201.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

IMG20220205122513.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

IMG20220205122803.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

IMG20220205122807.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

IMG20220205123340.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

এখান থেকে বের হয়ে চলে গেলাম ব্যাগ এর দোকানে। বেশকিছু দোকানে ব্যাগ কেনার জন্য ঘুরাঘুরি করলাম। কিন্তু ব্যাগও তেমন একটা পছন্দ হলো না। সেজন্য আর কেনা হলো না। তারপর আমরা উপরে উঠে আমার মোবাইলের একটি ব্যাক কভার কিনলাম এবং ফুডকোর্টে চলে গেলাম। এখানে গিয়ে আমরা হায়দ্রাবাদি বিরিয়ানি খেলাম, আর বাচ্চারা বি এফ সির চিকেন খেলো। ঘুরতে ঘুরতে খুবই ক্ষুধা লেগে গিয়েছিল তাই খাবারের ছবি তুলতে ভুলে গিয়েছিলাম😭😭। সেজন্য খাবারের ছবি শেয়ার করতে পারলাম না। কিন্তু খাবারগুলো খুবই মজাদার ছিল।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

IMG20220205125621.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

IMG20220205130210.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

IMG20220205130632.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

IMG20220205132351.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

তারপর মার্কেট ঘুরা শেষ হলে আমরা চলে গেলাম আমার বোনের বাসায়। সেখানে গিয়ে আড্ডা দিয়ে রাতের খাওয়া-দাওয়া করে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে বাচ্চারাই গাড়ির মধ্যেই ঘুমিয়ে গিয়েছিল।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png
আমার বোনের বাসার খাবারের ছবি। আরো অনেক কিছু ছিল কিন্তু সব কিছুর ছবি তুলতে পারিনি। অনেক রাত হয়ে গিয়েছিলো।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

IMG_20220206_103225.jpg
Link

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png
এই ছিলো আমার ছুটির দিনের ঘোরাঘুরি। আশা করি আপনাদের সকলের আমার আজকে ব্লগটি ভালো লেগেছে। সময় নিয়ে আমার ব্লগটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল, থাকবেন সুস্থ।

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Sort:  
 2 years ago 
  • ঠিকই বলেছেন চাকরি জীবিদের ঘোরাঘুরি করার জন্য শুক্রবার দিনটাই সবচেয়ে ভালো। বসুন্ধরা সিটি শপিংমলে আমি একবার গিয়েছিলাম। বেশ দারুণ কাটিয়েছিলাম সেখানে। যাইহোক আপু দারুণ একটি সময় অতিবাহিত করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।।
 2 years ago 

আসলেই ভালো কেটেছিলো কালকের দিনটি। ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

ও আপনি তো বেশ ভালো খাওয়া-দাওয়া ঘোরাঘুরি করলেন। বিশেষ করে বোনের বাসায় খাওয়া-দাওয়া এবং রাতে আড্ডা দেওয়া এই বিষয়গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বাসার খাবারগুলো দেখতেও অনেক ভালো লেগেছে। এরকম মুহূর্ত কাটাতে বেশ ভালো লাগে। এত অসাধারন একটা মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আমরাও উপভোগ করতে পারলাম।

 2 years ago 

অনেকদিন পর বোনের বাসায় গিয়ে আসলেই অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু,মাঝেমধ্যে এমনভাবে বাইরে ঘুরে আসতে পারলে খুবই ভালো লাগে।আপনি তো পুরো সময়টা আমাদের মাঝে তুলে ধরেছেন।আর আপনার বোনের বাসায় রাতের খাবারের মেনু দেখে লোভ লেগে গেল। আজকে অন্যরকম পোস্ট পড়ে ভালোই লাগতেছে।

 2 years ago 

হ্যাঁ আপু আজকে একটু অন্যরকম পোস্ট করার চেষ্টা করলাম। এক রকম পোস্ট করলে একঘেয়েমি চলে আসে। ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটি দিন পার করেছেন আপু। খুব ভালো লাগলো যে আপনি সব কিছু খুব সুন্দর করে বর্ণনা করেছেন। সারাদিন ঘুরেছেন।সব মিলিয়ে সুন্দর একটু সময় পার করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু বেশ সুন্দর একটি সুন্দর মুহূর্ত কাটিয়েছেন আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স টি অনেক সুন্দর আমার কখনো যাওয়া হয়নি কিন্তু যাওয়ার ইচ্ছা আছে। আপু আপনার বোনের বাসার রেসিপি গুলো অনেক সুন্দর। বেশ লোভেনিয়ো লাগতেছে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।

 2 years ago 

ভাইয়া আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। আসলেই কালকের দিনটি অনেক ভালো কেটেছিল।

ছুটির দিনে আপনি তো বেশ ভালোই ঘোরাফেরা করেছেন। অনেক ইনজয় করেছেন আপনার ছুটির দিনটি। সেইসাথে আপনি প্রতিটা ফটোগ্রাফি করেছেন অসাধারণ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া খুব ভালো ইনজয় করেছি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

সত‍্যি ঘুরার প্লান করলে সেই প্লান যদি ভ‍্যাজতা যায় তাইলে মনটা অনেক খারাপই থাকে। বৃষ্টির দিন আমার তেমন একটা ভালো লাগে না। আপনি বসুন্ধরা সিটিতে অনেক সুন্দর সময় পার করেছেন দেখছি। শুভকামনা রইল আপু🥰🥰💖💖

 2 years ago 

বৃষ্টির দিনে আমার কাছে ভালোই লাগে যদি বাইরে কাজ না থাকে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

সুন্দর ছিলো আপনার উপস্থাপনা।বোনের বাসায় গিয়ে বেশ ভালই খাওয়া দাওয়া আর সময় কাটিয়েছেন যেটা দেখে ভালই লাগলো।যাইহোক ধন্যবাদ আপনাকে আপনার মূলবান সময়টা আমাদের সামনে তুলে ধরার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 69571.32
ETH 3782.89
USDT 1.00
SBD 3.88