এসো নিজে করি গিটারের একটি ম্যান্ডেলার আর্ট(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)
আসসালামুআলাইকুম সবাইকে । আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
প্রথমে আমি আমার বাংলা ব্লগকে ধন্যবাদ দিতে চাই । বাংলা ব্লগের জন্য আমরা সবাই এত সুন্দর সুন্দর আর্ট করতে পারছি। যেখানে আমি সারা জীবন আর্ট কে ভয় পেতাম । কোনদিন আর্ট করার কথা চিন্তা করতাম না । ছোটবেলায় পরীক্ষার সময় আর্ট পরীক্ষাকে খুব ভয় পেতাম ।সেখানে আমি এখন আমার বাংলা ব্লগে এসে আর্ট করার সাহস পাচ্ছি এবং বিভিন্ন রকম আর্ট করতে পারছি। এখন আর আগের মতো আর্ট নিয়ে ভয় পাচ্ছি না। এই সবকিছুই সম্ভব হয়েছে আমার বাংলা ব্লগের জন্য।
আমি আজ একটি গিটারের ম্যান্ডেলার আর্ট করবো। আশা করি আপনাদের সকলের ভাল লাগবে। আমি নিচে পর্যায়ক্রমিকভাবে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আর্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করেছি। এবং কি কি জিনিস দিয়ে আর্ট করেছি। তাহলে শুরু করি।
প্রয়োজনীয় উপকরণ
একটি সাদা কাগজ
একটি কালো কলম
একটি পেন্সিল
একটি রাবার
একটি কম্পাস
একটি স্কেল
একটি হলুদ রং পেন্সিল
প্রথমে আমি গিটারের একপাশে এঁকে নিয়েছি।
এবার গিটারের অন্যপাশে এঁকে নিয়েছে।
তারপর গিটারের তার গুলো এঁকে নিয়েছি।
ভিতরে কম্পাস দিয়ে এভাবে গোল গোল দাগ দিয়েছে।
এবার গিটারের মাথা এঁকে নিয়েছি।
তারপর মাথার সাইডের ডিজাইন গুলো করেছি।
এবার পেন্সিলের দাগ গুলো মুছে কলম দিয়ে এভাবে ডিজাইন করে নিয়েছে।
ডিজাইন করা গুলো কালো করে দিয়েছি। নিচে পেন্সিল দিয়েএঁকে নিয়েছি।
এবার নিচে এভাবে লম্বা লম্বা দাগ দিয়ে দিয়েছি স্কেল দিয়ে।
তারপরে আবার বাঁকা করে দাগ দিয়ে দিয়েছি।
এক ঘর ফাঁকা রেখে রেখে কালো করে দিয়েছি।
এবার নিচে ছোট্ট গোল করে ডিজাইন করে নিয়েছি।
ডিজাইনের উপর পাতা এঁকে নিয়েছি।
পাতাগুলো উপরে কালো করে দিয়েছি এবং তার ভিতরে বরফির মত এঁকে নিয়েছি।
বরফির উপরে কালো করে দিয়েছি।
আবার পাতার মতো এঁকে নিয়েছি।
এখন উপরের গোল গোল করে এঁকে নিয়েছি এবং কালো রং করেছি।
তার উপরে এভাবে গোল গোল করে ভাবে এঁকেছি।
ভিতরে সাদা অংশ গুলো কালো করে দিয়েছি।
তারপর মাঝের এই লম্বা অংশটুকু এঁকে নিয়েছে এবং কালো করে দিয়েছি।
তারপরে ডান সাইডে এভাবে লম্বা লম্বা করে এঁকেছি। এবং পাতা এঁকে দিয়েছে।
এবার বাম সাইডের ডিজাইন টি করে নিয়েছে।
এবার বাম সাইডের বাকি ডিজাইন টুকরো করে নিয়েছে।
এবার ডান সাইডে পেন্সিল দিয়ে চিকন চিকন দাগগুলো এবং কলম দিয়ে কালো ডিজাইনগুলো করে দিয়েছি।
এবার বাম সাইডে ও কলম এবং পেন্সিল দিয়ে ডিজাইনগুলো করে দিয়েছি।
সবশেষে হলুদ রং দিয়ে ভিতরে রং করে দিয়েছি। এভাবেই তৈরি হয়ে গেল আমার গিটারের রঙিন ম্যান্ডেলার আর্ট। আশা করি আপনাদের সকলের আর্টটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ
@tania
Photography | @tania |
---|---|
Phone | oppo reno5 |
আমি তানিয়া।। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত । আমার দুটি ছেলে আছে। আমার শখ শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
আপনার গিটারের মান্ডালা আটটি সত্যিই অসাধারণ লাগছে দেখতে খুবই সুন্দর হয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে।প্রসংশার যোগ্য।
ধন্যবাদ ভাইয়া।
এক সময় গিটার বাজানো শিখার খুব ইচ্ছে ছিলো। তবে আজকাল আর সেই ইচ্ছে নেই। আর সুযোগ ও নেই। তবে হ্যা গিটার দেখতে আমার সবসময় ই খুব ভালো লাগে। আপনি আজকে গিটার আর মান্ডালা একসাথে দেখে খুব ভালো লাগলো।মান্ডালা আর্ট এর ডিজাইনগুলো খুব সূক্ষ্ম ভাবে করেছেন আপনি। দেখতেই ভালো লাগছে খুব আপু।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপু আপনার মেন্ডেলা গিটার আকা
জাস্ট অসাধারণ।
খুব সুন্দর সুনিপুণ ভাবে একেছেন।
শুভকামনা রইলো
আপনার জন্য ও শুভকামনা রইলো।
গিটারের অংকনটি খুব সুন্দর হয়েছে। দেখে আমার অনেক ভালো লাগলো। এটি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা দেখেছি আমি অংকনটি শিখে গেছি। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া।
অনেক সুন্দর হয়েছে গিটারের ম্যান্ডেলা আর্ট। গিটারটি আঁকা সুন্দর হয়েছে।আপনার জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদ আপু।
অসাধারণ গিটারের ম্যান্ডেলার আর্ট করেছেন। সত্যি অসাধারণ ছিলো। আপনার আর্ট দেখে আমি মুগ্ধ। আপনি উপস্থাপন করছেন অনেক সুন্দর। আপনার জন্য শুভ কামনা রইলো
আপনার জন্যও শুভকামনা রইল ভাইয়া।
ওয়াও কি সুন্দর গিটার। গিটারের উপরের আর্টগুলোর কারণে বেশি সুন্দর লাগছে। সাদা কালো আর হলুদ এর সমন্বয়ে বিভিন্ন নকশা করে সুন্দর্য ফুটিয়ে তুলেছেন। সুন্দর চিত্র শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
অনেক সুন্দর করে গিটারের একটি ম্যান্ডেলার আর্ট করেছেন।সত্যিই অসাধারণ হয়েছে।শুভকামনা আপনার জন্য♥♥
ধন্যবাদ আপু।
আপনি অনেক সুন্দর একটি গিটার তৈরি করেছেন। আর আপনার বানানো গিটারটা দেখে মনে হচ্ছে আপনি অনেক গান ভালবাসেন। আর এই রকম চিত্র দেখে আমারও খুব ভালো লাগলো। তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ আপু আপনাকে।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।