এসো নিজে করি একটি মান্ডালা আর্ট( ১০% বেনিফিশিয়ারি shy-fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে । আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।



আজ আমি কোন রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজ আমি আপনাদের সামনে একটি আর্ট নিয়ে এসেছি। কেমন হয়েছে জানাবেন । আমি আগে কখনো এই ধরনের আর্ট করিনি। আমার বাংলা ব্লগে জয়েন করার পর থেকে বিভিন্ন ধরনের আর্ট করার চেষ্টা করছি। এখানে অনেকেই আছেন অনেক সুন্দর সুন্দর আর্ট করেন । আমি অত ভালো আর্ট করতে পারিনা তারপরও সবার আর্ট দেখে কিছুটা চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগবে ।
আমি কিভাবে আর্টটি করেছি তা নিচে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব ।তাহলে শুরু করা যাক।

IMG_20211019_123055.jpg

প্রয়োজনীয় উপকরণ

সাদা কাগজ১টি
পেন্সিল১টি
কালো পেন্সিল১টি
রাবার১টি

১ম ধাপ

IMG20211019103336.jpg

প্রথমে উপরে একটি লম্বা দাগ দিয়ে নিয়েছি।

২য় ধাপ

IMG20211019103432.jpg

এখন লম্বা দাগ এর নিচে আরও একটি দাগ দিয়ে নিয়েছি।

৩য় ধাপ

IMG20211019103456.jpg

এখন বামপাশে এরকম একটি গোল দাগ দিয়ে নিয়েছি।

৪র্থ ধাপ

IMG20211019105039.jpg

এবার ডান পাশে একই রকম আরও একটি দাগ দিয়ে নিয়েছি।

৫ম ধাপ

IMG20211019105153.jpg

এবার গোল দাগের নিচে দুটি লম্বা দাগ দিয়ে নিয়েছি।

৬ ষষ্ঠ ধাপ

IMG20211019105322.jpg

এবার গ্লাসের নিচের অংশ একে নিয়েছি

৭ম ধাপ

IMG20211019110326.jpg

৮ম ধাপ

IMG20211019111300.jpg

তারপর একটি মেয়ে এঁকেছি।

৯ম ধাপ

IMG20211019111407.jpg

IMG20211019111741.jpg

আমি ভিতরের ডিজাইন আঁকা শুরু করেছি।

১০ম ধাপ

IMG20211019112909.jpg

IMG20211019113506.jpg

এখন আমি মেয়েটিকে এবং ভিতরের ডিজাইন টিকে কালো রং করে দিয়েছি।

১১তম ধাপ

IMG20211019114450.jpg

IMG20211019115013.jpg

বাকি ডিজাইন করে নিয়েছি।

১২তম ধাপ

IMG20211019115157.jpg

এভাবে ধীরে ধীরে আমি ভিতরে নকশাগুলো এঁকে শেষ করেছি। এভাবেই আমি আমার মান্ডালা আর্টটি সম্পন্ন করেছি। আর্টটি কেমন হল জানাবেন। আশাকরি আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
Sort:  
 3 years ago 

ব্যাপারটা বেশ ইউনিক কিন্তু।
গ্লাসের মধ্যে বসে থাকা মেয়েটির আর ভেতরের ডিজাইন দেখে মনে হচ্ছে মেয়েটি অনেক সুন্দর একটা গাউন পরে ভিতরে বসে আছে।

 3 years ago 

আপু ওরকমই আঁকার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও চমৎকার একটি মান্ডালা আর্ট করছেন। আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার মান্ডাল খুবই সুন্দর হয়েছে। অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আপনার মান্ডালা আর্টটি খুব সুন্দর হয়েছে।কিভাবে আর্ট করতে হবে তা আপনি ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন।শুভকামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

খুব সুন্দর লাগছে দেখতে আপনার মান্ডালা আর্টটি। এই ধরনের আর্টের ক্ষেত্রে পরিশ্রম অনেক করতে হয়। আপনার শুভকামনা

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

গ্লাসের মধ্যে একজন মেয়ে। তার আবার মান্ডালা আর্ট। আর্টটা খুবই সুন্দর হয়েছে। আপনার প্রতিভা আছে বলতে হবে। ধন্যবাদ এতো সুন্দর একটি আর্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

সত্যি আপু ম্যান্ডেলা অংকন আমিও করি। আসলে ম্যান্ডেলা অংকন প্রথমে ভালো লাগে না কিন্তু তৈরি করার পর এর সৌন্দর্য ফুটে। এটি করতে অনেক সময় লাগে আর অসম্ভব সুন্দর লাগছে একটি গ্লাসের ভিতরে একটি মেয়ে এমনি হাত তুলেছে। অনেক সুন্দরভাবে পরিবেশন করেছেন এবং অত্যন্ত সুন্দরভাবে আপনি বর্ণনা করেছেন। এত সুন্দর ভাবে আপনি বুঝিয়েছেন যা আমরা সহজেই ইচ্ছা করলেও করতে পারব। খুবই ভালো ছিল। শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আপনার ম্যান্ডেলা আর্ট টি খুবি সুন্দর হয়েছে। ধাপে ধাপে বর্ণনা করেছেন যেটা আরো ভালো লেগেছে । সব মিলিয়ে পোস্টটি ভাল হয়েছে। ধারাবাহিকতা রক্ষা করুন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

ওয়াও খুব সুন্দর হয়েছে তোমার আর্টটি। প্রথম এঁকেছো দেখে মনেই হচ্ছে না। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে বর্ণনা করেছ। তোমার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনার মান্ডালা আর্ট অনেক সুন্দর হয়েছে। আর স্টেপ বাই স্টেপ সাজানোই অনেকের বুঝার সহজ হয়েছে।ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66408.50
ETH 3486.20
USDT 1.00
SBD 2.70