আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। সেটি হল মেহেদীর ডিজাইন এর আর্ট। মেহেদীর ডিজাইনগুলো নতুন নতুন শিখছি। অবশ্য হাতে মেহেদী অনেক আগে থেকেই ভালোভাবেই দিতে পারতাম। কখনো পেন্সিল দিয়ে খাতায় আঁকার চেষ্টা করিনি। অনেকের মেহেদীর ডিজাইনগুলো দেখে আঁকার উৎসাহ পেয়েছি। তারপর যখন আঁকতে শুরু করেছি তখন বেশ মজাই লাগছে। এই ডিজাইনগুলো হাতে মেহেদী দিয়ে দিলে খুবই চমৎকার লাগে দেখতে। বিশেষ করে ভিতরে ভরাট জায়গা গুলো দেখতে অনেক সুন্দর লাগে। পেন্সিল দিয়ে যে জায়গাগুলো ভরাট করে দিয়েছি সেই জায়গাগুলো মেহেদি দিয়েও এভাবেই ভরাট করে দিলে খুব ভালো লাগবে দেখতে। আপনারা চাইলে এই ডিজাইনটি হাতে দিয়ে দেখতে পারেন । খুব সুন্দর লাগবে আশা করি।
প্রয়োজনীয় উপকরণ:
প্রথমে তিনটি লম্বা দাগ দিয়েছি। মাঝের দাগটা একটু মোটা করে দিয়েছি। এখন দাগের উপরে দুটি গোল দাগ দিয়েছি। গোল দাগের উপরে প্রথমে চিকন চিকন কিছু পাতার মতো এঁকেছি। তারপর বড় বড় গোল গোল করে এঁকেছি।
বড় পাপড়ি গুলোর মধ্যে পেন্সিল দিয়ে ভরাট করেছি। তার উপরে কিছু তিনের মতো এঁকে আবারো কিছু গোল গোল পাতার মতো এঁকেছি এবং সেগুলো ভরাট করে দিয়েছি।
ডান সাইডে আরেকটি ফুল এঁকেছি এবং ভিতরে ভরাট করে দিয়েছি। তার উপরে দুটি কল্কির মতো এঁকে দুই সাইড দিয়ে দাগ দিয়ে কিছু ডিজাইন করেছি।
কল্কির উপরে একটি ফুলের মত এঁকেছি এবং ফুলের পাতাগুলোর ভিতর ভরাট করে দিয়েছি। ডান সাইডে কিছু লম্বা লম্বা দাগ দিয়ে মাথার দিকে পাতার মতো ডিজাইন করেছি। তার উপরে আবারো আরেকটি কল্কির মতো এঁকেছি।
এই কল্কিটার উপরে কিছু গোল গোল পাতার মত ডিজাইন করেছি। তার উপরে একটি ফুল এবং আরেকটি কল্কি এঁকেছি। ভিতরে ক্রস ক্রস করে ডিজাইন করে দিয়েছি।
সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।
এভাবে আমার মেহেদীর আর্ট শেষ হল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ । সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
Photographer | @tania |
Phone | oppo reno5 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
আপু মেহেদী ডিজাইন আর্ট টা দারুন ভাবে সম্পন্ন করেছেন। আমার কাছে মেহেদী ডিজাইন আর্ট করতে বেশ ভালো লাগে ।এই আর্ট গুলো করতে অল্প সময়ের মধ্যে শেষ করা যায়।এই ডিজাইনটি হাতে পড়লে বেশ দারুন লাগবে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট উপহার দেওয়ার জন্য।
আমার কাছেও এই মেহেদি ডিজাইনগুলো করতে খুব ভালো লাগে। হাতে দিলে তো আরো সুন্দর লাগে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
এই আটটি করতে আমার কিন্তু অনেক সময় লেগেছে ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ভাইয়া খাতায় নতুন অংকন করেছি। কিন্তু হাতে মেহেদি তো অনেক আগে থেকেই দেই এবং বেশ ভালোভাবেই দিতে পারি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
সুন্দর একটি মাহেদির ডিজাইন আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। ধয়াপগুলো অনেক সুন্দরভাবে আপনি দেখিয়েছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
আমার মেহেদির ডিজাইনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
সুন্দর একটি মেহেদির ডিজাইন একেছেন আপু। আপনি আকার ধাপগুলো এতো সুন্দর করে দেখিয়েছেন যে, যে কেউ দিতে পারবে। ধন্যবাদ ডিজাইনটি শেয়ার করার জন্য।
আমার কাছে তো আপু হাতে দেওয়ার চেয়ে পেন্সিল দিয়েই আঁকতে ভালো লাগে। যাই হোক আপনার এই মেহেদী ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। একে গর্জিয়াস লাগছে। এই ভাবে হাতে মেহেদী দিলে খুব সুন্দর লাগবে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছন। ধন্যবাদ
আমার কাছেই ইদানিং তাই মনে হচ্ছে পেন্সিল দিয়ে আঁকতেই বেশি মজা। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
আজকের মেহেদি ডিজাইন টা একদম ফাটাফাটি লাগছে 👌👌। আপনি প্রতিনিয়ত নতুন কিছুর চেষ্টা করেন এ ব্যাপারটা আমার সত্যিই অসাধারণ লাগে আপু। আর সত্যি বলতে এ আর্ট টা দেখে রীতিমতো মাথা ঘুরে গেছে। কারণ অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন ছিল নিশ্চয়ই। মিষ্টি একটা কাজ। কারো হাতে এভাবে মেহেদী করে দিলে আরো সুন্দর ফুটে উঠবে।
কার হাতে আর এভাবে মেহেদি দিব? আপনার বউয়ের হাতে দিতে পারি। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আপু এক কথায় বলতে গেলে মেহেদীর ডিজাইনটি অসাধারন হয়েছে। পেন্সিলে যেভাবে একেছেন,যে ভাবে ভিতরের অংশ গুলো ভরাট করেছেন সে ভাবে মেহেদী দিয়ে করা যাবে কি না বা হবে কিনা সেটার আসল কথা। তবে যারা প্রফেশোনাল ভাবে মেহেদী দেয় তারা যে কোন ডিজাইনই আকঁতে পারে। ফুলের পাতা গুলো আর মাথা গুলো অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপু।
অবশ্যই ভাইয়া এভাবেই মেহেদি দেয়া যাবে। মেহেদির মুখ গুলো অনেক চিকন থাকে পেন্সিলের মতনই। আপনি যেভাবে চান সেভাবে ডিজাইন করতে পারবেন যদি মেহেদি দেওয়াতে দক্ষ হন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
একদম ঠিক বলেছেন আপু এই ডিজাইন মেহেদি দিয়ে হাতে দিলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আপনার এই মেহেদির ডিজাইন দেখতে খুবই সুন্দর। আমার কাছে এই ডিজাইন দেখতে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে ডিজাইনের পদ্ধতি বর্ণনা করেছেন। ধন্যবাদ সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।