রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ঘোরাঘুরি ও ফটোগ্রাফি।(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আপনারা জানেন যে আমি কক্সবাজার ঘুরতে এসেছি। আজকে গিয়েছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এ। এখানে বিভিন্ন প্রজাতির ছোট বড় অনেক মাছ আছে। এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড যত সুন্দর ভেবেছিলাম আসলে আমার কাছে এত ভালো লাগে নি। কারণ ভিতরে অনেক গরম ছিলো। তারপরও একটা জিনিস ভালো লেগেছে তা হল জানা অজানা অনেক মাছ একসঙ্গে দেখা যায়। সেইসব কিছু মাছের ছবি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।



এটি রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডের ঢোকার প্রবেশ পথ। এখানে টিকিট প্রতি ৩০০ টাকা। তিন ফিট এর নিচে বাচ্চা হলে তাদের টিকিট লাগেনা।

IMG20220323154056.jpg

IMG20220323154104.jpg

IMG20220323154111.jpg

IMG20220323154132.jpg

IMG20220323154143.jpg

IMG20220323154201.jpg

IMG20220323154224.jpg

আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিলো এই মাছগুলো। এখানে একটি মজার বিষয় ছিল যে মাছগুলোকে ফিডারে করে খাবার খাওয়াতে পারবেন।ফিডারের খাবার কিনতে ২০ টাকা করে লাগে এবং মাছগুলো ছোট বাচ্চাদের মত ফিডার খায়। এত ভালো লেগেছে আমার কাছে কি আর বলবো।

IMG20220323154244.jpg

এই মাছটির নাম মেকং জায়ান্ট ক্যাটফিশ। এটি পরিবারের বিশেষ সদস্য ।সাধারণত স্বাদু পানির মাছ। যেটি নদীতে বেশি পাওয়া যায়।

IMG20220323154459.jpg

IMG20220323154518.jpg

IMG20220323154604.jpg

IMG20220323154648.jpg

IMG20220323154716.jpg

IMG20220323154727.jpg

IMG20220323154756.jpg

IMG20220323154835.jpg

এগুলো স্টারফিশ একদম নিচের দিকে শুয়ে আছে।

IMG20220323154854.jpg

IMG20220323154937.jpg

IMG20220323155001.jpg

IMG20220323155024.jpg

IMG20220323155053.jpg

এখানে আসলে অনেক প্রজাতির মাছ ছিল এবং সবগুলো মাছের নাম মনে রাখা সম্ভব হয়নি। তাছাড়া মাছের নামগুলো সাইডে দেয়া ছিল আমি খেয়াল করিনি । এজন্য প্রথমের দিকের মাছগুলোর নাম দেখতে পারিনি। আর এত মাছের ছবি একদিনে শেষ করা সম্ভব নয়। তাই আপনাদেরকে পরবর্তীতে আরও কিছু মাছের ছবি নামসহ শেয়ার করব।এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে।সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5
LocationLink

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Sort:  
 2 years ago 

রেডিমেড ফিস ওয়ার্ডের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। তবে যদিও ৩০০ টাকা টিকিট কিনেছেন এত সুন্দর দৃশ্য এবং মস্য প্রিয় মানুষের জন্য এটা কোন ব্যাপারই না। আমার কাছে খুবই ভালো লেগেছে আর এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এতগুলো মাছ একসঙ্গে দেখতে পারার জন্য ৩০০ টাকা কোন টাকাই না। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আমি এখনো ফিশ ওয়ার্ল্ড যাওয়া হয়নি।তবে শুনেছি ভালো জায়গা।অনেক ধরনের মাছ দেখতে ভালো লাগপ।আজকে আপু আপনার ছবিগুলো দেখে ভালোই লাগছে। বেশ সুন্দর। বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য পারফেক্ট জায়গা। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু যত ভালো শোনা যায় ভিতরের পরিবেশ আমার কাছে অতটা ভালো লাগেনি। কিন্তু অনেকগুলো মাছ একসঙ্গে দেখতে পাওয়া যায় এটিই অনেক। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ঘোরাঘুরির অনুভূতি জানতে পেরে অনেক ভালো লাগলো ভাই। খুব সুন্দর করে সব কিছুর বর্ননা করেছেন। তাই বেশি ভালো লেগেছে। সাথে কিছু সুন্দর সুন্দর ছবি দিয়েছেন এতে পড়তে অনেক মজা লেগেছে। শুভেচ্ছা রইলো আপনার জন্য ভাই। এভাবেই এগিয়ে যান।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ওয়াও আপু আপনার ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। প্রতিটা মাছ দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু বাইরে ঘুরতে যাওয়ার কিছু সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

মাছগুলো আসলেই অনেক সুন্দর ছিল দেখতে। কিছু কিছু মাছতো মুগ্ধ হয়ে দেখার মত সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ঘোরাঘুরি করতে আমারও খুব ভালো লাগে তাই তো সপ্তাহের ছুটির দিন পেলেই ঘুরতে চলে যাই দূর অজানায় আপনার ফটোগ্রাফি গুলা দেখেই বোঝা যাচ্ছে আপনি খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ভাবে ক্লিক করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে মন্তব্যের জন্য।

রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ঘোরাঘুরি ও ফটোগ্রাফি একসাথে দুটো অনেক সুন্দর হয়েছে আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আপনার ঘোরাঘুরি দৃশ্য ও ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো আমার। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু, কক্সবাজারে বেড়াতে গিয়েও আমাদের জন্য এত সুন্দর একটি পোস্ট তৈরী করেছেন তার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডে গিয়ে আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মাছের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে মাছগুলোকে ফিডারে করে খাবার খাওয়ানো। খুবই চমৎকার একটি দৃশ্য আমাদের মাঝে উপস্থাপন করেছেন এর জন্য আবারো আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আমার কাছে খুবই ভালো লেগেছে ফিডারে মাছগুলোকে খাওয়াতে পেরে। মাছ গুলো এত সুন্দর করে বাচ্চাদের মত ফিডার খায় যে দেখতেই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে প্রতিটি ফটোগ্রাফির বিবরণ দিয়েছেন। অনেক ভালো লাগলো আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

অনেক ছবি, অনেক মাছ। একসঙ্গে এত অচেনা মাছ দেখা আসলেই ভাগ্যের ব্যাপার। সামুদ্রিক মাছ গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। কক্সবাজারে বহুবার যাওয়া হলেও এই ফিশ ওয়ার্ল্ডে কখনো যাইনি। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এখানকার বেশিরভাগ মাছই আগে কখনো দেখিনি। নতুন মাছ সব। এর পরে কক্সবাজার গেলে অবশ্যই ওইখান থেকে একবার ঘুরে আসবেন। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.025
BTC 52760.21
ETH 2328.59
USDT 1.00
SBD 2.12