বাচ্চাদের জন্য শপিং এবং খাওয়া দাওয়া
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোষ্ট নিয়ে। বাচ্চাদের জামা কাপড় কিনে শেষ করা যায় না। এদের জামাকাপড় একদিন পরলেই নষ্ট করে ফেলে। বিশেষ করে গেঞ্জিগুলো। দেখা যায় কোথাও ঘুরতে গিয়েছে এমন কোন দাগ লাগিয়ে নিয়েছে যে সে গেঞ্জি আর পরা যায় না। এজন্য মাঝেমধ্যেই কেনাকাটা করতে হয়। সেজন্য গিয়েছিলাম বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করার জন্য। আমার বাসার পাশে যেহেতু যমুনা ফিউচার পার্ক শপিংমল সে জন্য বেশিরভাগ কেনাকাটা এখান থেকেই করা হয়। যদিও এখানে জিনিসপত্রের দাম একটু বেশি। কিন্তু দূরে যেতে গেলে যাওয়া আসা যে কষ্ট এবং খরচ তাই সেই হিসেবে অ্যাডজাস্ট হয়ে যায়। এবার বাচ্চাদের জামা কাপড় কেনার জন্য astorion এর শোরুমে গিয়েছিলাম। এই দোকান থেকে মাঝেমধ্যেই বাচ্চাদের গেঞ্জি প্যান্ট কেনা হয়। এদের কালেকশন ভালো থাকে। তাছাড়া বিভিন্ন সময় ডিসকাউন্টে পাওয়া যায়।
দুই ছেলের জন্য কিছু প্যান্ট এবং গেঞ্জি কিনলাম। এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার হাসবেন্ড শপিং করতে খুব পছন্দ করে। শপিংমলে গিয়েছি আর সে কিছু কিনবে না তা কি হয়। তার দুটি প্যান্ট পছন্দ হয়ে গেল। সে একটি নিতে চেয়েছিল আমি বললাম যে যেহেতু দুটি পছন্দ হয়েছে দুটিই নিয়ে নাও। কারণ সবসময় তো আর পছন্দ হয় না।
শপিং মলে গেলেই বাচ্চাদের প্রচণ্ড রকম ক্ষুধা পেয়ে যায়। এজন্য কিছু না কিছু তাদের খেতেই হবে। বেশিরভাগ সময়েই চিকেন আইটেম খাওয়া হয়। তাই এবার ভাবলাম যে একটু অন্যরকম কিছু খাওয়া যাক। বড় ছেলে আবার পিজ্জার কথা বলল। তাই আমরা ডোমিনোজ এ চলে গেলাম পিজ্জা খাওয়ার জন্য। এদের পিজা গুলো অসম্ভব মজাদার হয়।
ওদের একটি প্যাকেজ ছিল তিনটি ছোট সাইজের পিজ্জার। আমরা সেটিই অর্ডার দিলাম । তিন রকমের টেস্টের পিজ্জা ছিল এখানে। খুব মজা ছিল পিজ্জাগুলো। সবাই বেশ মজা করে খেয়েছিলাম।
এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
Photographer | @tania |
---|---|
Phone | i phone11 |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
ঈদে তো বাচ্চাদের জন্য শপিং করবেন। এটাই স্বাভাবিক। কিন্তু ভাবছি আপনার যে দাঁতের সমস্যা তাতে করে এত এত ফাস্ট ফুড খেলে তো মুখের সব দাতঁ পড়েই যাবে। এমন সুন্দর পিজ্জা তো আমাকে একটু খাওয়ার জন্য ডাকতে পারতেন। দোয়া করি আপনার দাঁত যাতে অক্ষত থাকে।
আপনাদের দোয়ায় দাঁত নিয়ে এখন ভালোই আছি। সেজন্যই তো এরকম খাওয়া-দাওয়া। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
বাচ্চাদের কথা কি বলবো আপু, এত বড় হয়ে গেছি তাও বাইরে থেকে গেঞ্জিতে মাঝেমধ্যে ময়লা লাগিয়ে নিয়ে চলে আসি। পরে বাড়ি এসে বুঝতে পারি না যে আসলে ময়লাটা কোথা থেকে লাগলো। হা হা হা.. তবে একটা জিনিস চিন্তা করে বেশ ভালই লাগছে আপু, যে এক দিক থেকে হলেও অন্তত আপনার ভাগ্যটা অনেক বেশি ভালো। কারণ পুরুষ মানুষ তো এমনিতেই শপিং করতে খুব বেশি একটা পছন্দ করে না। কিন্তু আপনার হাজবেন্ড শপিং করতে খুব পছন্দ করে। এই ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই লাভ হয়েছে। 🤭
আপনিও দেখছি আমার বাচ্চাদের মত গেঞ্জি গুলো একবারেই নষ্ট করে ফেলেন। তা অবশ্য ঠিক বলেছেন ভাগ্য ভালোর জন্যই এমন শপিং পাগল হাজবেন্ড পেয়েছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বাচ্চাদের জন্য শপিং এবং খাওয়া দাওয়া এর মুহূর্ত। আপনার বাসার পাশেই যমুনা ফিউচার পার্ক জেনে বেশ ভালো লাগলো আপু। সেখান থেকে আপনি বাচ্চাদের জন্য গেঞ্জি এবং প্যান্ট কেনেন জেনেও বেশ ভালো লাগলো। খোদার মুহূর্ত বেশ দারুন ছিল। ধন্যবাদ এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
আমার পোস্টটি পড়ার জন্য এবং সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আসলে বাচ্চাদের জন্য একটু বেশি কেনাকাটা করা লাগে। বাচ্চারা জামা কাপড় পরলে সেগুলোর ভেতরে অল্প কয়েক দিনের ভেতর ময়লা লাগিয়ে ফেলে। যার জন্য গেঞ্জিগুলো আর পড়া যায় না। দাগ যদি একটু বেশি লেগে যায় তাহলে সেই গেঞ্জিগুলো পড়ানো যায় না। আপনি তো দেখছি আপনার বাচ্চাদের কে নিয়ে যমুনা ফিউচার পার্কে গিয়েছিলেন কেনাকাটা করতে। শপিংমলে গেলে আপনার বাচ্চাদের অনেক খিদে পেয়ে যায় তাহলে। তিনটি ভিন্ন রকমের পিজ্জা কিনেছিলেন আপনারা। সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগলো আপনাদের ঘুরাঘুরি এবং খাওয়া দাওয়া করার মুহূর্তটা।
আমার ছেলেদের জামা কাপড় তো একবার পারলে দ্বিতীয়বার আর বাইরে পরার অবস্থা থাকে না এমন অবস্থা করে ফেলে। এজন্যই অনেক বেশি কাপড় চোপড় কিনতে হয়। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
দেখেই বোঝা যাচ্ছে বাচ্চাদের সঙ্গে শপিং মলে গিয়ে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলেই বাচ্চাদের জামা কেনার কোন নির্দিষ্ট সময় থাকে না নতুন কোন জামা কাপড় পড়ে বাহিরে গেলে সেটাতেন দাগ লাগিয়ে নিয়ে আসে। অবশেষে বাচ্চাদের সঙ্গে শপিং করতে গিয়ে সুন্দর মুহূর্ত অতিবাহিত করার পাশাপাশি মজাদার খাবার খেয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাদের মুহুর্তটা শেয়ার করার জন্য।
জ্বী ভাইয়া বাচ্চাদের কেনাকাটা করতে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছিলাম। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
আসলে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে যার জন্য জামা কাপড় নাস্তা করে পেলে। আর তাদের জন্য অনেকবার শপিং করার আগে। শপিংমলে গেলে আপনার ছেলেদের খিদে পেয়ে যায়। সব সময় যেহেতু চিকেন আইটেম খেয়ে থাকেন তাই এবার অন্য কিছু খাওয়ার চিন্তা করেছিলেন। তখন আপনার বড় ছেলে বলেছিল পিজ্জা খাওয়ার কথা। এরপর তিন রকমের পিজ্জা খেয়েছিলেন। পিজ্জা দেখে বুঝতে অনেক মজা করে খাওয়া হয়েছিল।
জি ভাইয়া বড় ছেলে পিজ্জা খেতে চেয়েছিল জন্যই পিজ্জা খাওয়া। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
বাচ্চাদের কাজই পোশাকে দাগ লাগানো। আর এক্ষেত্রে বাচ্চাদের পোশাক কেনার জন্য আপনার এডজাস্ট করার বুদ্ধিটা দরকার খুবই ভালো লেগেছে। যাহোক, astorion শোরুমের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছে। বাচ্চাদের পোশাক কেনাকাটার পর পিজ্জা খাওয়ার দারুন অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জ্বী ভাইয়া এই শোরুমের পরিবেশটা খুব চমৎকার। এজন্য আমরা বেশিরভাগ কেনাকাটা এখান থেকে করি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।