চলুন ঘুরে আসি ইউনাইটেড সিটির শেফ'স টেবিলে শেষ পর্ব (১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজ আবার চলে আসলাম শেপ'স টেবিল এর শেষ পর্ব নিয়ে। আমার গত পর্বগুলো নিশ্চয়ই আপনাদের ভাল লেগেছে। আশা করি আজকের পর্বটি ভালো লাগবে। আজকের পর্বটি বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয়। কারণ আজকে আমি শেফ'স টেবিলের পার্কের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের ছোট বাচ্চা থাকলে অবশ্যই আপনারা এই শেফ'স টেবিলে একবার গিয়ে ঘুরে আসবেন। কারণ এখানে খাওয়া-দাওয়ার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের জন্য খুবই চমৎকার জায়গা আছে। আপনারা চাইলে সারাদিন ঘুরে ফিরে কাটিয়ে দিতে পারবেন। একটুও খারাপ লাগবে না আমি কথা দিচ্ছি। কারণ আমার বাচ্চারা খুবই মজা করেছে। জায়গাটি এত চমৎকার ঢাকার কোলাহলের মধ্যে এত নিরিবিলি একটি পরিবেশ আপনি কোথায় পাবেন? তাই সবাই সময় পেলে অবশ্যই একবার শেপ'স টেবিল থেকে ঘুরে আসবেন।



IMG_20220222_110537.jpg

qara-xett.png

এটি হলো পার্কে ঢোকার টিকিট কাউন্টার।এখান থেকে আপনাকে টিকিট নিতে হবে। প্রতি বাচ্চার জন্য টিকিটের দাম ৩০০ টাকা। সাথে বাবা-মা ফ্রী। বাচ্চাদের টিকিট কাটতে হয় বাবা-মা এর টিকিট আলাদা করে কাটতে হয় না। ভিতরের তিনটি রাইড এর টিকিট আলাদাভাবে আবার কাটতে হয়। প্রতি টিকিট ৫০ টাকা করে। আর বাকি সবগুলো রাইড ফ্রি।আপনারা চাইলে আরও একটি কাজ করতে পারেন ৪০০ টাকার টিকিট কাটলে ভিতরে তিনটি রাইড ও ফ্রি পাবেন।
IMG20220219143550.jpg

qara-xett.png

এটি হলো পার্কে ঢোকার পর এর পরিবেশ। নিশ্চিয় ছবি দেখে বুঝতে পারছেন যে জায়গাটি কত সুন্দর।
IMG20220219143726.jpg

qara-xett.png

IMG20220219143738.jpg

qara-xett.png

IMG20220219143810.jpg

qara-xett.png

নিচে আমি বিভিন্ন রাইড এর ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি।

qara-xett.png

এটি বাচ্চাদের স্লিপার খেলার জন্য। ছোট-বড় অনেকগুলো স্লিপার রয়েছে এখানে।
IMG20220219143819.jpg

qara-xett.png

IMG20220219143901.jpg

qara-xett.png

IMG20220219144358.jpg

qara-xett.png

বাচ্চারা চাইলে এখানে মিউজিক বাজাতে পারে।

IMG20220219143833.jpg

qara-xett.png

IMG20220219143841.jpg

qara-xett.png

এটি অনেকটা পিঁপড়ার শেপ এ তৈরি করা। এক পাশ দিয়ে ঢুকলে আরেকপাশ দিয়ে বের হওয়া যায়।

IMG20220219143912.jpg

qara-xett.png

IMG20220219143921.jpg

qara-xett.png

এগুলো ছোট বাচ্চাদের খেলার জন্য। আমার ছোট বাচ্চাটা এখানে বসে খুবই মজা পেয়েছে। একটা রেখে আর একটায় বার বার উঠছিল।

IMG20220219144218.jpg

qara-xett.png

IMG20220219144257.jpg

qara-xett.png

IMG20220219143928.jpg

qara-xett.png

IMG20220219143936.jpg

qara-xett.png

এখানে কয়েকটি দোলনা আছে।

IMG20220219143955.jpg

qara-xett.png

IMG20220219144003.jpg

qara-xett.png

IMG20220219144023.jpg

qara-xett.png

এই জায়গাটি বাচ্চাদের লাফালাফি করার জন্য খুবই ভালো। বাচ্চারা সারাদিন বাসায় লাফালাফি করে। তাই আমি আমার বাচ্চাদেরকে ওখানে নামিয়ে দিয়েছিলাম যে যত পারুক ওখানে লাফালাফি করুক ।

IMG20220219144031.jpg

qara-xett.png

IMG20220219150457.jpg

qara-xett.png

তাছাড়া এখানে ছোট্ট একটি ট্রেন আছে। এই ট্রেনে বাচ্চারা খুব মজা করেছে।

IMG20220219143435.jpg

qara-xett.png

IMG20220219150258.jpg

qara-xett.png

একদম শেষে রয়েছে ফুটবল ব্যাডমিন্টন খেলার জায়গা।

IMG20220219152312.jpg

qara-xett.png

IMG20220219152352.jpg

qara-xett.png

এই ছিল আমার শেপ'স টেবিল এর শেষ পর্ব। ও আরেকটি কথা তো বলতে ভুলে গিয়েছি এই পার্কের ভিতরে পূর্বে যে খাবার দোকানগুলো দেখিয়েছি সেই দোকানের খাবারগুলো নিয়ে ঢোকা যাবে না। এই পার্কের ভিতর আলাদা দুটি দোকান আছে সেখান থেকে আপনাকে খাবার কিনতে হবে। আশা করি আমার প্রতিটি পর্ব আপনাদের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পর্ব গুলো দেখার জন্য সকলকে ধন্যবাদ।

qara-xett.png

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5
LocationLink
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Sort:  
 3 years ago 

আসলেই বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় একটি জায়গা। পার্কের ছবিগুলো আপনি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন এবং অনেক মজা করেছেন। আসলে বাচ্চাদের জন্য মিউজিক বাজানোর জন্য একটি জিনিস দেখলাম বেশ ভালো লাগলো। বাচ্চাদের জন্য পারফেক্ট একটা জায়গা। খেলাধুলার কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম। ভীষণ ভালো লাগলো। ওখানকার পরিবেশ টা অনেক সুন্দর লাগলো। আপনি ঠিক করেছেন বাসায় লাফালাফি এখন যত বড় লাফালাফি করো।যাক সময় নিয়ে পর্বটি দেখে ভালই লাগলো ♥️

 3 years ago 

সময় নিয়ে আমার পোস্টটি পড়ার পর আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ঘুরাঘুরির পোস্ট দেখলে ঘুরাঘুরি করতে খুব ইচ্ছে করে। আজ অনেকদিন হয়ে গেল ঘুরাঘুরি করার সময় পায়না। দেখতেছি কোথাও গিয়ে ঘুরে আসতে হবে। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের ঘুরাঘুরির দেখে। প্রতিটা পর্বে খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছিলেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনি আমার প্রতিটি পর্ব দেখেছেন জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ইউনাইটেড সিটির শেপ'স পার্কের জায়গাটা অনেক সুন্দর। আমার কাছে একটি জানতে পেরে হাসি পেয়েছে শিশুদের টিকিট কাটতে হয় কিন্তু মা-বাবার টিকিট কাটতে হয় না। আপনার বাচ্চাকে নিয়ে খুব সুন্দর মুহূর্ত পার করলেন শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক জায়গায় আছে ভাইয়া বাবা-মাদেরকেউ টিকিট কাটতে হয়। কিন্তু এই জায়গায় দেখলাম যে শুধু বাচ্চাদের টিকিট কাটলে হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনার আগের পর্বগুলো আমি দেখছি আমার খুবই ভাল লেগেছিল। আজকের পর্বটি একটি স্পেশাল শেষ পর্ব আমি মনে করি। বাচ্চাদের জন্য একটি পারফেক্ট জায়গায় বাহ সুন্দর একটি পরিবেশ। অনেক সুন্দর লিখছেন আপু পড়ে খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই জায়গাটি আমার কাছে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট মনে হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ছোট বাচ্চাদের জন্য এই জায়গাটি একদম পারফেক্ট মনে হচ্ছে। ছোট ছেলে মেয়েদের খেলাধুলা করার জন্য অনেক স্থাপনা রাখা হয়েছে। দেখে বেশ ভালো লাগলো।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ছোট বাচ্চাদের জন্য আসলেই জায়গাটি পারফেক্ট। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনাকে স্বাগতম আপু মনি 🥰

ইউনাইটেড সিটির শেফ'স টেবিলে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন তো। জায়গাটি অনেক ভালো লেগেছে আমার কাছে। অনেক গুলো ফটোগ্রাফি করেছেন দেখতে সুন্দর লাগছে। সুন্দর উপস্থাপনা করার জন‍্য আপনাকে ধন্যবাদ। শুভেচ্ছা রইল আপনার জন‍্য

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে সব সময় মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য। এভাবেই পাশে থাকবেন আশা করি। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93333.46
ETH 3336.69
USDT 1.00
SBD 3.26