(এসো নিজে করি)একটি তালা চাবির থ্রিডি আর্ট (১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।

থ্রিডি আর্ট গুলো দেখতে ভালই লাগে। কিন্তু থ্রিডি আর্টগুলোর ঠিক জায়গা থেকে ছবি তোলা একটু কঠিন বেশি। কারণ সঠিক সাইড থেকে ছবিটি তুলতে না পারলে থ্রিডি আর্ট এর কোন সার্থকতা নেই। আজকে আমি আপনাদের সঙ্গে একটি তালাচাবির থ্রিডি আর্ট শেয়ার করব। এই আর্টটি করতে আমার যত সময় লেগেছে তার থেকে বেশি সময় লেগেছে ঠিক সাইড থেকে ছবি তুলতে। অবশেষে আমি সেই সাইডটি পেয়ে গিয়েছি যেখান থেকে থ্রিডি আর্টটি পারফেক্ট বোঝা যাচ্ছে। আশা করি আপনাদের সকলের ভাল লাগবে আমার আজকে থ্রিডি আর্টটি। তাহলে আমি কিভাবে আর্টটি করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি।

IMG_20220117_115958.jpg



প্রয়োজনীয় উপকরণ

রঙিন পেন্সিল

পেন্সিল

রাবার

স্কেল



প্রথমে আমি এরকম করে একটি চারকোনা ঘর এঁকে নিয়েছি। তারপর উপরে দুটি গোল করে এবং নীচে দুইটি গোল করে এঁকে নিয়েছি।
IMG_20220117_120101.jpgIMG_20220117_120111.jpg

তারপর ভিতরে দুটি ছোট বৃত্ত এঁকেছি। চাবি ভেতরে ঢোকানোর জায়গা এঁকেছি এবং লম্বা করে চাবির মাথা এঁকে নিয়েছি।
IMG_20220117_120119.jpgIMG_20220117_120136.jpg

এরপর চাবির নিচের মুখ টাকে এঁকেছি এবং গোড়ার দিকের গোল অংশ এঁকে নিয়েছি।
IMG_20220117_120145.jpgIMG_20220117_120151.jpg

এখন তালাটির বাইরের দিক দিয়ে আরও একটি করে দাগ দিয়ে দিয়েছি এবং ভিতরের অংশটুক কালো রং করে নিয়েছি।
IMG_20220117_120158.jpgIMG_20220117_120205.jpg

তারপর বাইরের অংশটুকু কালো রং করে দিয়েছি এবং ভেতরে খয়েরি কালারের রং করে দিয়েছি।
IMG_20220117_120211.jpgIMG_20220117_120220.jpg

তারপর চাবিটির নিচের অংশ কালো করেছি এবং চাবিটির বর্ডার কালো করে নিয়েছে।
IMG_20220117_120227.jpgIMG_20220117_120235.jpg

এখন চাবিটিকে কালো রং করে দিয়েছি এবং চাবির নিচে দুই সাইডে একটি গোল করে এঁকে নিয়েছি।
IMG_20220117_120241.jpgIMG_20220117_120309.jpg

এখন চাবিটির উপরে হালকা একটু খয়েরি রং করে নিয়েছি।চাবিটির নিচে আরো ছোট্ট একটি চাবি এঁকে নিয়েছে শ্যাডো তৈরি করার জন্য।
IMG_20220117_120315.jpgIMG_20220117_120329.jpg

নিচের ছোট চাবিটিকে পেন্সিল দিয়ে রং করে দিয়েছি এবং হাত দিয়ে ঘষে দিয়েছি।
IMG_20220117_120340.jpgIMG_20220117_120401.jpg

এখন আমার নামের সিগনেচার করে দিয়েছি এবং মাঝ বরাবর একটি স্কেল বসিয়েছি।
IMG_20220117_120407.jpgIMG_20220117_120418.jpg

তারপর স্কেল বরাবর ভাঁজ করে নিয়েছি।

IMG_20220117_120428.jpg

এভাবেই তৈরি হয়ে গেল আমার থ্রিডি আর্টটি। এখন আমি এই এঙ্গেল থেকে ছবি তোলার পর আমার মনে হল যে থ্রিডি টি সুন্দর বোঝা যাচ্ছে।

IMG_20220117_120029.jpg

এভাবে আমি আমার থ্রিডি আর্টটি সম্পন্ন করেছি। আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। করোনাকালীন সময় সাবধানে থাকবেন।

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Sort:  

আপনার আর্টটি খুবই সুন্দর হয়েছে আপু। অসাধারণ একটা তালা চাবির চিত্র অংকন করেছেন। খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সময় নিয়ে আমার পোস্ট টি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

থ্রিডি আর্ট আমার এমনিতেই অনেক ভালো লাগে। আপনার আর্ট টি দেখতে খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে সত্যি তালা চাবি।
ধন্যবাদ আপনাকে আপু আমাদের মাঝে এতো সুন্দর করে আর্ট শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

বাহ আপু প্রথম অবস্থায় দেখে আসল তালা-চাবি মনে হইছিলো। পরে পোস্টে পড়ে বুঝলাম আপনি আর্ট করেছেন। আপনার আর্ট অনেক সুন্দর হয়েছে আপু। দেখে একবারেই আসল মনে হইতেছে। তবে উপস্থাপনগুলো অনেক সুন্দর ভাবে দিয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইলো আপু,,,

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্যও।

 3 years ago 

সত্যিই আপু থ্রিডি আর্টটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দেখিতো তো পুরাই তালা চাবির মতো মনে হচ্ছে। সত্যিই আপনি অনেক নিখুঁতভাবে অংকন করেছন এই তালা চাবি। আসলেই দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। প্রথমদিকে আমি তো মনে করেছিলাম সত্যিকারে তালা চাবি রাখা আছে। সত্যিই আপনার অংকন এর কোন তুলনা হয় না। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। এভাবে উৎসাহ দিয়ে সব সময় পাশে থাকবেন আশা করি। আপনার জন্যও শুভকামনা রইল।

 3 years ago 

ও মাই গড😳। অসাধারণ হয়েছে তালা চাবির থ্রীডি আর্ট টা। তবে এটা ঠিকই বলেছেন থ্রিডি আর্ট এর ছবি তোলাটা বেশ কঠিন কাজ। এটা দেখে মনে হচ্ছে বাস্তবিক তালা চাবি। দারুণ ছিল আর্টটা। আমার থেকে ১০/১০ পেয়েছেন।

 3 years ago 

আপনার কমেন্টটি পড়ে এত খুশি লাগছে যে বলে বোঝানো যাবে না। এরকম কমেন্ট পড়লে মনে হয় যে আমার আঁকা সার্থক।ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

একটি তালা চাবি থ্রিডি আর্ট আপনি অনেক সুন্দর ভাবে করেছেন। আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আমি মুগ্ধ হয়ে গেলাম


IMG_20220106_113311.png

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

আপু, অসাধারণ থ্রিডি আর্ট করেছেন। আমি প্রথমে ভাবলাম এটা বাস্তবে কোনো কিছু। কিন্তু পরে দেখলাম আপনার হাতের অংকন। জাস্ট অসাধারণ বলতেই হবে। খুব সুন্দর উপস্থাপনা ছিল আপু,খুব ভালো লাগলো।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু । ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 
  • তালা চাবির থ্রিডি অংকন দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আমি দেখে অবাক। মানুষ কত দক্ষতা নিয়ে এত সুন্দর একটি চিত্র অঙ্কন করে। সত্যিই আপনার প্রতি রইল অনেক ভালোবাসা। সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক ভালোবাসা রইলো।
 3 years ago 

এত সুন্দর মন্তব্য দেখলে তো মনটা খুশিতে নেচে ওঠে। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ওয়াও অনেক অনেক দারুন আকছেন, আমার কাছে অনেক অনেক ভালো লাগছে এবং কাজ খুবই নিখুত হয়েছে,এতো সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় নেই আমার পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56787.81
ETH 2507.96
USDT 1.00
SBD 2.24