(এসো নিজে করি )গ্লিটার আর্ট পেপার দিয়ে সুইট কিউট একটি স্যান্ডেল তৈরি(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে । আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।

আজকে আমি এমন একটি জিনিস বানানো আপনাদের সঙ্গে শেয়ার করবো যা দেখলে আপনাদের সকলের ভাল লাগবে। আসলে জিনিসটি বানানোর পর আমার কাছে এত বেশি কিউট লেগেছে যে বলে বোঝানো যাবে না। আজ আমি গ্লিটার আর্ট পেপার দিয়ে একটি স্যান্ডেল তৈরি করে দেখাবো। সবথেকে বেশি মজা লেগেছে যে বিষয়টি সেটি হলো স্যান্ডেলটি বানানোর পর আমার ছোট ছেলে এটি পায়ে পরার জন্য অনেকক্ষণ কান্নাকাটি করেছে । এবং সে হাতে নিয়ে অনেকক্ষণ ঘুরেছে আর তার পা দেখিয়েছে তাকে যেন পায়ে এটি পরিয়ে দেই। এই বিষয়টি আমার কাছে খুবই মজা লেগেছে। পায়ে পরতে না পেরে রাগ করে ছিড়ে ফেলেছে। ভাগ্গিস আমি আগেই ছবি তুলে রেখেছিলাম। তাহলে আমি শুরু করি কিভাবে আমি গ্লিটার আর্ট পেপার দিয়ে স্যান্ডেলটি তৈরি করেছি ।


Polish_20211114_112701086.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • গ্লিটার আর্ট পেপার
    • কাঁচি
      • স্কেল
        • গ্লু গান
          • কম্পাস

IMG20211112221526.jpg

১ম ধাপ

IMG20211112221617.jpgIMG20211112221722.jpg

প্রথমে একটি কম্পাস দিয়ে আর্ট পেপারে দুটি গোল গোল বৃত্ত এঁকে নিয়েছি। তারপর কলম দিয়ে লম্বা করে দাগ দিয়ে দিয়েছি।

২য় ধাপ

IMG20211112221849.jpgIMG20211112222020.jpg\

তারপর কাঁচি দিয়ে এভাবে কেটে নিয়েছি।

৩য় ধাপ

IMG20211112222118.jpgIMG20211112222406.jpg

তারপর একটাকে আরেকটা সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। দুই নাম্বার ছবিতে এভাবে লম্বা করে আবার কেটে নিয়েছি।

৪র্থ ধাপ

IMG20211112222554.jpgIMG20211112224153.jpg

লম্বা করে কাটা পেপারের দুই সাইডে একটু গোল করে কেটে দিয়েছি এবং জোড়া লাগিয়ে দিয়েছি আঠা দিয়ে।

৫ম ধাপ

IMG20211112222816.jpgIMG20211112222901.jpg

এখন আবার আর্ট পেপার লম্বা করে দুইটি কেটে নিয়েছি এবং অপর একটি আর্ট পেপারে ফুল একে নিয়েছে।

৬ম ধাপ

IMG20211112223141.jpgIMG20211112223536.jpg

ফুলটি কাঁচি দিয়ে কেটে নিয়েছি এবং ছোট ছোট দুটি বৃত্ত গোল করে কেটে নিয়েছে।

৭ম ধাপ

IMG20211112223609.jpgIMG20211112224348.jpg

এবার ছোট একটি বৃত্ত ফুলের উপর আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে।
লম্বা একটি পেপার আড়াআড়ি করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে।

৮ম ধাপ

IMG20211112224431.jpgIMG20211112224451.jpg

এখন আর একটি লম্বা আর্ট পেপার আড়াআড়ি করে উপর দিয়ে লাগিয়ে দিয়েছি। এবং সবার উপরে ফুলটি লাগিয়ে দিয়েছে।

৯ম ধাপ

IMG_20211114_123056.jpgIMG_20211114_122914.jpgIMG_20211114_122925.jpg

এখন আরেকটি পেপার লম্বা করে কেটে নিয়েছি এবং ওপর দিয়ে লাগিয়ে দিয়েছি। দুই সাইডে গোলগুলো লাগিয়ে দিয়েছে।

১০ম ধাপ

IMG20211112224738.jpgIMG20211112224952.jpg

এখন চিকন করে লম্বা আরেকটি পেপার কেটে নিয়েছে এবং স্যান্ডেলের সাইট দিয়ে লাগিয়ে দিয়েছি।

১১তম ধাপ

IMG_20211112_225800.jpg

এভাবেই তৈরি হয়ে গেল আমার আর্ট পেপার দিয়ে সুইট কিউট স্যান্ডেল। আশা করি আমার আজকের ডাই প্রজেক্টটি আপনাদের ভাল লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5

আমি তানিয়া।। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত । আমার দুটি ছেলে আছে। আমার শখ শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

Sort:  
 3 years ago 

প্রতিটি কাজ আপনি খুব সুন্দরভাবে সম্পন্ন করেন। রেসিপি, চিত্রাংকন কিংবা ডাই পোস্ট সবদিক দিয়ে আপনি খুব পারদর্শী। বরাবরের মত আজকের কাজটি খুব প্রশংসনীয় ছিল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ওয়াও আপু বোঝাই যাচ্ছে না যে যতটি হাতে বানানো এত সুন্দর হয়েছে। আপনি না বললে তো বুঝাই যেত না যে জুততই আপনি বানিয়েছেন। মনে হচ্ছে মার্কেট থেকে কিনে এনেছেন ।এত সুন্দর নিখুঁত করে আপনি বানিয়েছেন জুতাটি। কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপে ধাপে খুব সুন্দরভাবে আপনি জুতাটি সম্বন্ধে বর্ণনা দিয়েছেন খুব সুন্দর হয়েছে। শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনার তৈরি করার জুতো গুলো খুব সুন্দর লাগছে। সর্বশেষ ধাপের ছবিগুলো দেখে মনে হচ্ছে মার্কেট থেকে নতুন জুতা কিনে নিয়ে এসেছেন। অনেক সময় নিয়ে কাজটি করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনার কাজটও জাস্ট অসাধারণ হয়েছে। দেখে বুজাই যাচ্ছে না যে এটি আপনি তৈরি করছেন, আর কালার চয়েস টা দারুন হয়েছে। আশাকরি পরবর্তীতে এমন সুন্দর সুনাম কাজ আমাদেরকে আরো উপহার দিবেন

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

বাহ চমৎকার প্রথমে ভেবেছিলাম এটি একটি কেনা জুতা তারপরে যখন আপনার পোস্টটি ভাল করে পড়ে দেখলাম তখন বুঝতে পারলাম যে এইটা গ্লিটার পেপার দিয়ে নতুন একটি ক্রিয়েশন। আর এত সুন্দর একটা জিনিস এত অল্প উপাদান বা অল্প সময়ে নিখুঁত ভাবে তৈরি করা যায় তা আপনি ধাপে ধাপে দেখিয়ে না দিলে হয়তো বুঝতে পারতাম না।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

অসাধারণ সৃজনশীলতা সাথে জুতা তৈরি করেছেন আপু।এক কথায় অসাধারণ বোঝাই যাচ্ছে না বাসাই তৈরি করা হয়েছে। একে বারে দোকানে পাওয়া জুতার মতো। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করছেন আপু। আপনার জন্য অনেক শুভ কামনা রইলো ♥️

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

গিল্টার আর্ট পেপার দিয়ে দারুন একটি জুতা বানিয়েছেন।দেখতে খুবই সুন্দর লাগছে।

প্রতিটা ধাপ আপনি খুব নিখুত ভাবে করেছেন ফলে আরো সুন্দর ভাবে ফুটে উঠেছে শুভ কামনা রইলো আপনার জন্য এগিয়ে যান।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে সুইট কিউট একটি স্যান্ডেল অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন। সত্যি কি বলবো আপু ভাষা হারিয়ে ফেললাম। আমি ভাবলাম আপনি দোকান থেকে কিনে এনে। আমাদের মাঝে তুলে ধরেছেন।অনেক ভাল ছিল

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। আসলে বানানোর পরে আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে।

সুন্দর ধারনার সুন্দর উপস্থাপনা ছিল। ভালোই লাগল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57408.28
ETH 3079.77
USDT 1.00
SBD 2.31