দাদার চ্যালেঞ্জ তেল, পানি ছাড়া মুরগির মাংসের রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আমিও চলে আসলাম দাদার চ্যালেঞ্জ একসেপ্ট করার জন্য। দাদার তেল এবং পানি ছাড়া মাংস রান্নার রেসিপি নিয়ে। যদিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার কিছুটা দেরি হয়ে গেছে শারীরিক অসুস্থতার কারণে তারপরও ভাবলাম যে অংশগ্রহণ করেই ফেলি। শুরুতেই দাদাকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। মুরগির মাংস তো কম বেশি আমরা সবাই খাই কিন্তু এভাবে তেল এবং পানি ছাড়া স্বাস্থ্যকর উপায়ে কজনই বা খাই। মুরগির মাংসে যত বেশি তেল দেয়া হয় আমাদের মনে হয় যে তত বেশি সুস্বাদু হয় মুরগির মাংস। তেল ছাড়াও যে এত মজাদার করে মুরগির মাংস রান্না করা যায় তার দাদার চ্যালেঞ্জ এক্সেপ্ট না করলে বুঝতেই পারতাম না। কিছুটা ভয় ভয় নিয়ে রেসিপিটি তৈরি করেছিলাম। ভাবছিলাম যে খেতে না জানি কেমন হবে। তেল ছাড়া তো কখনো কোনো তরকারি খাওয়া হয়নি। তারপরও দাদা যখন দিয়েছে নিশ্চয়ই ভেবেচিন্তে দিয়েছে। রান্নার পর আসলে আমি অবাক হয়ে গিয়েছি। তেল পানি ছাড়াও যে মাংস এত সুস্বাদু হয় তা এই রেসিপি না খেলে কেউ বুঝতেই পারবে না।


IMG_2655.jpeg


এখন আসি এই মাংস রান্না করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছি সে বিষয়ে। এই যুগে এসে দাদা একেবারে সনাতন পদ্ধতিতে মুরগির মাংসটি রান্না করতে বলেছেন। সবচেয়ে বেশি বিপদে পরেছিলাম আলু পিঁয়াজগুলো পোড়ানো নিয়ে। নেটের জালি বাসায় ছিল না। কি দিয়ে পোড়াবো তাই ভাবছিলাম। একবার ভেবেছিলাম যে সরাসরি চুলার উপর বসিয়ে দেই। পরে রান্না ঘরে খুঁজতে থাকলাম কিছু পাওয়া যায় কিনা যেটি দিয়ে পোড়ানো যাবে। ভাজাপোড়া ওঠানোর এই চালনিটি পেয়ে গেলাম। এটি দিয়ে বেশ ভালোভাবেই পোড়ানো গিয়েছে। যদিও আমি ভাজাভাজি করতে খুবই ভয় পাই তারপরও গরমের মধ্যে এগুলো পোড়াতে বেশ কষ্ট হয়েছে। সব থেকে বেশি কষ্ট হয়েছে পাটায় সবকিছু বাটতে গিয়ে। কারণ কখনো পাটায় হাত দিয়েছি কিনা মনে পড়ে না। খুব বেশি দরকার হলে কাজের খালাই বেটে দেয়। চ্যালেঞ্জ আমি নিয়েছি তাই আর কাজের খালাকে বাটতে দেইনি। আমি নিজেই বাটতে বসেছি। মরিচ বাটার পর হাত ধুয়ে কখন যেন মনের ভুলে মুখে হাত দিয়েছি। তারপরেই বুঝতে পারলাম যে চ্যালেঞ্জ একসেপ্ট করার কি যন্ত্রনা। তাছাড়া বাজারে অনেক খুঁজে লেমন গ্রাস এবং কারিপাতা পেলাম না তাই এ দুটি ছাড়াই রান্না করতে হয়েছে। যাইহোক শত কষ্ট করেও শেষমেষ রান্নাটি সুস্বাদু হয়েছে তাই অনেক। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


মুরগির মাংস-- এক কেজি
টক দই --৫০ গ্রাম
টমেটো--৪ টি
পিঁয়াজ--৪ টি
আলু--৪টি
রসুন-- ২ টি (সাইজ বড় জন্য একটা কমিয়ে দিয়েছি)
আদা-- ১ খন্ড
কাঁচা মরিচ-- ৪ টি
শুকনা মরিচ-- ৪ টি
তেজপাতা-- ৪ টি
জিরা --১ চামচ
জিরার গুঁড়া-- হাফ চা চামচ
হলুদ-- ২ চা চামচ
লবন--পরিমাণমতো
ধনেপাতা --৮/১০টি
দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ--৫/৬ টা করে


PhotoCollageMaker_20230726_114457314.jpg



প্রথমে টক দই গুলোকে ভালোমতো ফেটিয়ে নিয়েছি। মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর হলুদ এবং লবণ দিয়ে মাংসগুলোকে মেরিনেট করে রেখে দিয়েছি ৪০ মিনিটের জন্য।


IMG20230726100346.jpgIMG20230726100413.jpg
IMG20230726100456.jpgIMG20230726100529.jpg

মাংসগুলোকে মেরিনেট করে রেখে এই ফাঁকে আমি সবকিছু ভালোমতো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি।


IMG20230726095918.jpg


চুলায় চালনি বসিয়ে তার মধ্যে আলু দিয়ে পুড়িয়ে নিয়েছি। তারপর একে একে পিয়াঁজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, আদা পুড়িয়ে নিয়েছি। তারপর একটি প্লেটে উঠে রেখেছি।


IMG20230726100741.jpgIMG20230726101012.jpg
IMG20230726101043.jpgIMG20230726101439.jpg

IMG20230726101605.jpg


এখন পাটায় প্রথমে এলাচ, দারচিনি, গোলমরিচ, লং, জিরা বেটে নিয়েছি। তারপর যে মশলাগুলো পুড়িয়েছিলাম সেখান থেকে অর্ধেক পিঁয়াজ উঠিয়ে রেখে বাকি সবগুলো বেটে নিয়েছি।


IMG20230726103038.jpgIMG20230726103252.jpg

IMG20230726104550.jpg


চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তার মধ্যে মেরিনেট করা মাংসগুলো দিয়েছি। তারপর লবন, হলুদ এবং আস্ত জিরা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করেছি।


IMG_20230726_112255.jpgIMG_20230726_112326.jpg

পাঁচ মিনিট পর মাংস থেকে পানি ছেড়েছে। এখন পিঁয়াজ, টমেটো, আলু দিয়ে আবারো ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করবো।


IMG_20230726_112338.jpgIMG_20230726_112349.jpg

কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি যাতে নিচ থেকে পুড়ে না যায়।


IMG20230726105652.jpgIMG20230726111930.jpg

রান্না প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি বাটা মসলা এবং জিরা গুড়া দিয়ে নেড়েচেড়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তারপর ধনিয়া পাতা দিয়ে চুলা বন্ধ করে দিয়েছি।


IMG20230726112122.jpgIMG20230726113506.jpg

IMG_2646.jpeg


IMG_2651.jpeg


IMG_2653.jpeg


IMG_2654.jpeg


এখন পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি। এভাবে আমার তৈরি হয়ে গেল তেল, পানি ছাড়া মুরগির মাংস আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

আপু সবাই খুব সুন্দর ভাবে তেল ও জল ছাড়া রান্না করেছে।আপনিও চমৎকার ভাবে রেসিপিটি শেয়ার করলেন। খুব সুন্দর রেসিপি হয়েছে।খেতেও নিশ্চয়ই খুব মজার হয়েছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন আপু সবাই অনেক সুন্দর করে তেল ছাড়া রান্না করেছে তাই আমিও চেষ্টা করলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

এরকম অসুস্থতার মধ্যে দিয়েও আপনি দাদার চ্যালেঞ্জ টি এক্সেপ্ট করে শেষ পর্যন্ত রেসিপি তৈরি করেছেন তাহলে। আসলে আপনার মত আমারও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এই রেসিপিটা তৈরি করতে। আর তেমনি বেশ কষ্ট হয়েছিল। কিন্তু আসলেই অনেক বেশি সুস্বাদু হয়েছিল, যা দেখে আমি নিজেও বেশ অবাক হয়ে গিয়েছিলাম। তবে খুব মজা করেই খাওয়া গিয়েছিল, আপনারাও খুব মজা করে খেয়েছিলেন তাহলে।

 last year 

আপু সবার করা দেখে আমারও মনে হচ্ছিল যে একটু চেষ্টা করে। তাই চেষ্টা করলাম। কিন্তু খুব কষ্ট হয়েছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

রেসিপিটা দেখেই আমার জিভে জল চলে এসেছে। এবং আপনি দাদার চ্যালেঞ্জ সহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আন্তরিকভাবে অভিনন্দন জানাই আপনাকে,তেল, পানি ছাড়া মুরগির মাংসের রেসিপি, রেসিপির প্রতিটি ধাপ অসাধারণ ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন নিখুঁতভাবে শুভকামনা রইল এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

 last year 

দাদা যেভাবে বলেছে সেভাবে রান্না করার চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 last year 

আপু আপনি অসুস্থতার মধ্যে দিয়ে দাদার এই চ্যালেঞ্জটা একসেপ্ট করে নিয়েছেন এবং খুবই মজাদার এবং লোভনীয় ভাবে বিনা তেলে জলে চিকেনের রেসিপি তৈরি করেছেন। আশা করছি আপনারা অনেক মজা করে খেয়েছিলেন। আপনার বাসায় নেটের জালি না থাকায় ভাজাপোড়া উঠানোর চালনিটি দিয়ে পেঁয়াজ রসুনগুলো পুড়িয়েছিলেন। অনেক বিশেষ সুবিধা হয় ছিল নিশ্চয়ই এটা দিয়ে পুড়ানোর জন্য। ডেকোরেশনটাও অনেক বেশি সুন্দর ছিল।

 last year 

শরীর কিছুটা ভালো হয়েছিল তাই ভাবলাম যে চ্যালেঞ্জটা গ্রহণ করে ফেলি। চালনি দিয়ে পুড়িয়ে সুবিধা হয়েছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।।

 last year 

দাদার দেওয়া রেসিপি দেখে তেল আর পানি ছাড়া খুবই সুন্দরভাবে আপনি চিকেন রেসিপি তৈরি করে ফেলেছেন দেখছি। আর রেসিপিটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। খেতে ও আশা করি অনেক বেশি সুস্বাদু হয়েছে। রেসিপি তৈরি পর আপনার ডেকোরেশন টাও খুবই সুন্দর ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

দাদা খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপের বর্ণনা করেছেন। এজন্য রান্না করতে খুবই সুবিধা হয়েছিল। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 last year 

আসলে দাদা রেসিপির যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেটি আসলে অনেক সুস্বাদু একটি রেসিপি ছিল।সেই রেসিপিটি একমাত্র দাদার কারণে খেতে পারলাম।কারণ এই চ্যালেঞ্জ না দিলে হয়তো বাসায় বানানো হতো না । অনেক চমৎকার ছিল আপনার রেসিপিটি ধন্যবাদ আপনাকে।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া দাদা এই চ্যালেঞ্জ না দিলে এত কষ্ট করে রান্না কে করত। যাই হোক নতুন একটা রেসিপি খাওয়া গিয়েছে। ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনি তো তেল এবং পানি ছাড়া খুব চমৎকার মুরগির মাংস রেসিপি করেছেন। তবে এবার প্রতিযোগিতার রেসিপিটি একদম ভিন্ন রকম হয়েছে। আমরা কখনো চিন্তাই করি নাই পানি এবং তেল ছাড়া রেসিপি করা যায়। যাইহোক আপনি মুরগির মাংসের সাথে আলু দিয়েছেন। তবে আপু আমাদের এদিকেও লেমন গ্রাস এবং কারিপাতা পাওয়া গেল না। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে রেসিপিটি শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন আপু এবারের প্রতিযোগিতা একেবারে ভিন্ন ছিল আমিও লেমন গ্রাস এবং কারি পাতা অনেক খুঁজে কোথাও না পেয়ে ওগুলো ছাড়াই রান্না করেছি। ধন্যবাদ আপনাকে।

 last year 

প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আজকে আপনি তেল এবং পানি ছাড়া খুব সুন্দর করে চিকেন রেসিপি করেছেন। তবে এই প্রথম দেখলাম তেল এবং পানি ছাড়া কোন রেসিপি তৈরি। তবে মনে হয় রেসিপিটি খেতে অনেক মজা হয়েছে। এবং আপনার রেসিপি ডেকোরেটর খুব দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমিও এই প্রথম তেল এবং পানি ছাড়া চিকেন রান্না করেছি। খেতে আসলে অনেক মজাদার হয়েছিল। ধন্যবাদ আপনাকে।

 last year 

সব মশলাগুলো পোড়ানো এবং পাটায় মসলা বাটা সত্যি অনেক কঠিন ছিল বুঝতেই পারছি। যদিও মাঝে মাঝেই পাটায় মসলা বাটা হয়। তাইতো খুব সহজেই সেটা করতে পেরেছি। কিন্তু মসলাগুলো পোড়াতে গিয়ে আমারও বেশ সমস্যা হয়েছিল। আপু আপনি সত্যিই অনেক সুন্দর ভাবে রেসিপি তৈরি করেছেন এবং উপস্থাপন করেছেন। দারুন হয়েছে এই রেসিপি।

 last year 

আপু আমারতো পাটা ভুলেও ধরা হয় না। খুব দরকার হলে কাজের খালাই করে দেয়। সেদিন নিজে করতে গিয়ে বুঝতে পেরেছি কতটা কঠিন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96418.85
ETH 3444.11
SBD 1.55