একটি রঙিন থ্রিডি আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি থ্রিডি আর্ট শেয়ার করব। আজকের থ্রিডি আর্টটি রং করেছি আর্ট করার পর। রং করার কারণে আর্টটি অনেক বেশি সুন্দর লাগছিল এবং থ্রিডি ভাবটা অনেক বেশি ফুটে উঠেছে। রং না করলে হয়তো থ্রিডি ভাবটা এত বেশি ফুটে উঠত না। তাছাড়া আজকের থ্রিডি আর্টটি জ্যামিতিক পদ্ধতিতে করেছি।জ্যামিতিক পদ্ধতিতে থ্রিডি আর্ট গুলো করতে অনেক বেশি সময় লাগে। কারণ অনেক বেশি মেপে মেপে করতে হয়। কিন্তু জ্যামিতিক পদ্ধতির থ্রিডি আর্টগুলো সঠিকভাবে যদি মেপে করা যায় তাহলে একদম পারফেক্ট হয় দেখতে। আমার কাছে মনে হয়েছে যে আজকের থ্রিডি আর্টটি আমি পারফেক্ট ভাবে আঁকতে পেরেছি। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকের রঙিন থ্রিডি আর্টটি।


IMG20221128202647.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
স্কেল
কম্পাস
সাইন পেন



IMG20221128193333.jpgIMG20221128193536.jpg

প্রথমে কম্পাস দিয়ে দুটি বৃত্ত এঁকেছি। তারপর মাঝে স্কেল দিয়ে লম্বা একটি দাগ দিয়েছি এবং চার সাইডে চারটি ডট দিয়েছি।


IMG20221128193645.jpgIMG20221128200754.jpg

তারপর ডটগুলো একটি সঙ্গে আরেকটি মিলিয়ে দিয়েছি এবং স্কেল দিয়ে আরো কিছু লম্বা দাগ দিয়েছি।


IMG20221128201004.jpg


ভিতরের ঘর থেকে নিচের দিকে দুটি করে লম্বা দাগ দিয়েছি।


IMG20221128201205.jpgIMG20221128201423.jpg

এখন কলম দিয়ে উপরের ছবি দুটির মতো আরো কিছু দাগ দিয়েছি।


IMG20221128201705.jpgIMG20221128201814.jpg

তারপর মেপে মেপে ভিতরের দিকে আরো কিছু দাগ দিয়েছি তারপর পেন্সিলের বাড়তি দাগগুলো রাবার দিয়ে মুছে ফেলেছি।


IMG20221128202032.jpgIMG20221128202233.jpg

এখন সাইন পেন দিয়ে প্রথমে লাল রং করেছি তারপর সবুজ রং করেছি।


IMG20221128202601.jpg


বাকি ঘরটিতে কালো রং করেছি। সবশেষে আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20221128202604.jpg

IMG20221128202634.jpg


এভাবে আমার রঙিন থ্রিডি আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

প্রথমে ভেবেছিলাম কাগজের তৈরি কোন ফুলের দৃশ্য আমাদের মাঝে তুলে ধরেছেন। এরপরের লক্ষ্য করলাম না ধারণা ভুল, দুইটা বৃত্তের মধ্য দিয়ে সুন্দর সুন্দর রং ব্যবহার করে থ্রিডি আর্ট করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন একটি পোস্ট। তবে কালার ব্যবহার করার পূর্বে সুন্দর নকশা একে নিয়েছিলেন যার জন্য এত সৌন্দর্য বৃদ্ধি হয়েছে।

 2 years ago 

বরাবরই আমার থ্রিডি আর্ট গুলো খুবই ভালো লাগে। আর আপনি আজকে খুব চমৎকার একটি রঙিন থ্রিডি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন,আর সেটি যথাযথ বর্ণনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

খুবই সুন্দর রঙিন থ্রিডি চিত্র অংকন করেছে। এই অংকনটি দেখতে খুবই ভালো লাগছে। অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে রঙিন থ্রিডি আর্ট করেছেন। থ্রিডি আঁটগুলো এমনিতে অনেক সুন্দর লাগে। জ্যামিতিক পদ্ধতিতে থ্রিডি আর্ট করেছেন। জ্যামিতিক পদ্ধতিতে থ্রিডি গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আসলে এ ধরনের থ্রিডি গুলো রং করলে বেশি চমৎকার লাগে। চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া জ্যামিতিক পদ্ধতিতে অনেক বেশি সময় লাগে। কারণ অনেক মেপে মেপে করতে হয়ম ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার রঙিন থ্রিডি আর্টটি বেশ চমৎকার হয়েছে । প্রথম ছবিটি দেখে মনে হয়েছিল আর্ট টি বেশ সহজ কিন্তু ভেতরে ঢুকে দেখি আর্ট টি করতে আপনাকে বেশ ঝামেলা পোহাতে হয়েছে । সত্যি চমৎকারভাবে এঁকেছেন আপনি । প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এমনিতে দেখে মনে হয় যে খুব সহজে আর্টটি করা গিয়েছে। কিন্তু জ্যামিতিক পদ্ধতির কারণে অনেক মেপে মেপে করতে হয়েছে । ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু আপনার রঙিন থ্রি ডি আর্ট পোস্টটি দেখতে চমৎকার লাগছে আপু।আপনি আর্ট এর ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।আপনার আর্ট এর ধাপগুলো দেখে যে কেউ আর্ট টি করে নিতে পারবেন সহজেই।আপনি খুবই দক্ষতার সাথে আর্ট শেষ করেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর আর্ট টি শেয়ার করার জন্য আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58986.04
ETH 2580.24
USDT 1.00
SBD 2.53