চলুন ঘুরে আসি ইউনাইটেড সিটির শেফ'স টেবিলে পর্ব-৪(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)
আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার চলে আসলাম শেফ'স টেবিলের চতুর্থ পর্ব নিয়ে। গত তিন পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে শেফ'স টেবিলের খাবার দোকান এবং কিছু কেনাকাটা করার দোকান গুলো। আজকে আপনাদেরকে দেখাব ভিতরের দিকে একটি মিনিপার্ক বা বাচ্চাদের খেলার জায়গা। এখানে একটি পাখির খাঁচা রয়েছে। যার ভেতরে বেশ কিছু বিশাল সাইজের কবুতর ছিল।তাছাড়া এখানে ছোট একটি আর্টিফিশিয়াল লেক রয়েছে। যার ভিতরে বেশ কিছু রং বেরংয়ের মাছ রয়েছে। এই জায়গাটিতে প্রচুর গাছ পালা থাকার কারণে পরিবেশটা খুব চমৎকার ছিল।
এখানে গেট দিয়ে ঢোকার পর প্রথমেই আপনাদের এই মিনি লেকটি চোখে পড়বে। এই লোকটির পানি একদম সবুজ এবং ভিতরের রং বেরংয়ের ছোট বড় বিভিন্ন মাছ রয়েছে।
এখানে আমি মাছগুলো ছবি তোলার চেষ্টা করেছিলাম। কিন্তু পানি সবুজ কালার হওয়ায় আর মাছগুলো পানির নিচে থাকার কারণে মাছগুলোকে বোঝা যাচ্ছিল না।
এখানে আমার বাচ্চারা খেলা করছে। ওরা খুবই মজা পেয়েছে এই মিনি পার্কটিতে গিয়ে।
একটি মিনি গলফ কোর্ট রয়েছে।
এখানে একটি দোলনা রয়েছে সেটি চাকার টায়ার দিয়ে বানানো।
একটি আর্টিফিশিয়াল মাকড়সা বানানো রয়েছে। এর ভিতরে বলি দিয়ে ভর্তি।
টায়ার দিয়ে একটি গাড়ি তৈরি করা। গাড়িতে আমার বড় ছেলে বসে আছে।
এখানে আমার দুই বাচ্চা ঝুলন্ত অবস্থায় আছে। ওরা খুবই মজা পেয়েছিল এভাবে ঝুলতে পেরে।
এইযে কবুতরের খাঁচা টি। এখানের কবুতরগুলো সাইজে একটু বেশি বড়। এত বড় কবুতর আমি আগে কখনো দেখিনি। অনেকগুলো কবুতর কিছু বাইরে ছিল আর কিছু খাঁচার ভিতর ছিল।
এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আপনাদের ভাল লেগেছে। আসলে জায়গাটি এত চমৎকার আর এত বড় যে আমি শেষ করতে চেয়েও শেষ করতে পারছিনা। পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো আরো একটি পার্ক। ওই পার্কটিতে টিকিট কেটে ঢুকতে হয়। সেই পার্কটি এই পার্কের থেকে আরও বেশি বড় এবং চমৎকার। তাহলে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।
ধন্যবাদ
@tania
Photography | @tania |
---|---|
Phone | oppo reno5 |
Location | Link |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
আপনাদের ঘোরাঘুরি দেখে ঘুরাঘুরি করতে ইচ্ছে করতেছে। কয়েকদিন আগে আমরাও পরিবারসহ ঘুরতে গিয়েছিলাম। এখনো সময় এর কারণে ঘুরাঘুরির পোস্ট শেয়ার করতে পারিনি। পরিবারের সবাইকে নিয়ে ঘুরাঘুরি করতে আমি নিজেও খুব পছন্দ করি। শুভকামনা রইল আপনার জন্য।
ছুটির দিন মানেই আমার ঘুরাঘুরির দিন। ছুটির দিন কোন ভাবেই ঘরে বসে থাকা আমার পছন্দ না। কোথাও না কোথাও ঘুরতে যেতেই হবে। তাই তো ছুটির দিন হলে বেরিয়ে পরি ঘুরতে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।
ইউনাইটেড সিটির শেফ'স টেবিলে অনেক সুন্দর মুহূর্ত পার করেছেন দেখছি। এই রকম মুহুর্ত উপভোগ করতে কার না ভালো লাগে। জায়গাটা দেখতে অনেক চমৎকার। বাচ্চাদের খেলার সুন্দর দৃশ্য তৈরি করা হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য। শুভকামনা রইল আপনার জন্যও।
সুন্দর সুন্দর প্রাকৃতিক এবং কৃত্রিম সৌন্দর্য নিয়ে একটি পার্ক তৈরি করা হয়। পর্যটকরা এসে যেন আকৃষ্ট হয় তার জন্য বিভিন্ন সাজে সাজানো হয়। বাম পাশের ছোট্ট বাচ্চাটি পার্কের পরিবেশটা খুব উপভোগ করছে সেটা তার দিকে তাকালেই বোঝা যাচ্ছে।
আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু মনি।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে স্বাগতম আপু মনি 🥰
আপু,পূর্বের পর্বগুলো আমি দেখেছিলাম, খুবই ভালো লেগেছে।আর আজকের পর্বেও বেশ দারুণ কিছু শেয়ার করেছেন।বাচ্চারা তো খুব মজা করেছে দেখতেছি।আর জায়গাটাও বেশ সুন্দর,আমার ইচ্ছে করতেছে এখন গিয়ে সময় কাটিয়ে আসি।আমাদের সাথে আজকের এই পর্ব শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপু সবগুলো পর্ব তে পাশে থাকার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
বাহ! আপু আজকে আবারো কিছু চমৎকার ফটোগ্রাফি দেখে নিলাম সেফস টেবিল এর। পরবর্তী পর্বগুলো থেকে দেখে বোঝা যায় জায়গাটা আসলে কতটা মনোরম এবং সুন্দর। আজকেও আরো নতুন নতুন কিছু ফটোগ্রাফি দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে আপু নিত্যনতুন সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া সব সময় মন্তব্য করে পাশে থাকার জন্য।