এসো নিজে করি গ্লিটার আর্ট পেপার দিয়ে ঘর তৈরি(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
অনেকদিন পর আবার হাজির হয়ে গেলাম গ্লিটার পেপার নিয়ে। গ্লিটার আর্ট পেপারের জিনিসগুলো বানালে খুবই চমৎকার লাগে দেখতে। তাই তো বারবার গ্লিটার আর্ট পেপার দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারাও কাগজের তৈরি জিনিসের থেকে গ্লিটার আর্ট পেপার এর জিনিস গুলো বেশি পছন্দ করেন এবং বেশি উৎসাহ দেন। সেজন্য গ্লিটার আর্ট পেপারের জিনিস বানানোর আগ্রহ আমার আরো বেশি বেড়ে যায়। আজকে আমি আপনাদের সঙ্গে একটি ঘর তৈরি করে দেখাবো গ্লিটার আর্ট পেপার দিয়ে। আশা করি আপনাদের আজকের ঘরটি দেখে ভালো লাগবে।



Polish_20220426_121601458.jpg

arabesko.ru_13-1.png

  • গ্লিটার আর্ট পেপার
  • কাঁচি
  • পেন্সিল
  • স্কেল
  • গ্লু গান

arabesko.ru_13-1.png


arabesko.ru_13-1.png
প্রথমে স্কেল দিয়ে লম্বা করে এরকম একটি গ্লিটার আর্ট পেপারে দাগ দিয়ে নিয়েছি। তারপর কাঁচি দিয়ে লম্বা পেপারটি কেটে নিয়েছি।
arabesko.ru_13-1.png

IMG20220414122433.jpgIMG20220414122456.jpg

arabesko.ru_13-1.png
এখন লম্বা পেপারটিকে মাঝখান থেকে কেটে দুই খণ্ড করে নিয়েছি।
arabesko.ru_13-1.png

IMG20220414122509.jpg

arabesko.ru_13-1.png
তারপর পেপার টিকে আবারও এভাবে ঘরের মতো এঁকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
arabesko.ru_13-1.png

IMG20220414122541.jpgIMG20220414122600.jpg

arabesko.ru_13-1.png
এখন আবারো আরেকটি গ্লিটার আর্ট পেপার এভাবে এঁকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
arabesko.ru_13-1.png

IMG20220414122633.jpgIMG20220414122702.jpg

arabesko.ru_13-1.png
এখন আঠা দিয়ে গ্লিটার আর্ট পেপারগুলো একটি সঙ্গে আরেকটি লাগিয়ে ঘরের মতো বানিয়ে নিয়েছি।
arabesko.ru_13-1.png

IMG20220414122958.jpg

arabesko.ru_13-1.png
এখন আরো একটি গ্লিটার আর্ট পেপার এভাবে কেটে নিয়ে ঘরের উপরে ছাউনি লাগিয়ে দিয়েছি।
arabesko.ru_13-1.png

IMG20220414123102.jpgIMG20220414123149.jpg

arabesko.ru_13-1.png
এখন খয়েরি কালারের আরেকটি গ্লিটার আর্ট পেপার চারকোনা করে কেটে নিয়ে ঘরের নিচে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
arabesko.ru_13-1.png

IMG20220414123323.jpgIMG20220414123423.jpg

arabesko.ru_13-1.png
এখন সাদা একটি গ্লিটার আর্ট পেপার নিয়ে এভাবে এঁকে তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
arabesko.ru_13-1.png

IMG20220414123603.jpgIMG20220414123715.jpg

arabesko.ru_13-1.png
সাদা অংশটুকু ঘরের সাইডে এভাবে জানালার মত বসিয়ে দিয়েছি।
arabesko.ru_13-1.png

IMG20220414123747.jpg

arabesko.ru_13-1.png
আবার আরও একটি গ্লিটার আর্ট পেপার এভাবে কেটে নিয়েছি। তারপর আঠা দিয়ে কোনা করে লাগিয়ে দিয়েছি।
arabesko.ru_13-1.png

IMG20220414123905.jpgIMG20220414124024.jpg

arabesko.ru_13-1.png
তারপর কোনা অংশটি ঘরের সাইডে এভাবে লাগিয়ে দিয়েছি।
arabesko.ru_13-1.png

IMG20220414124813.jpg

arabesko.ru_13-1.png
এভাবেই তৈরি হয়ে গেল আমার গ্লিটার আর্ট পেপারের ঘর। আশা করি আমার আজকের ঘর তৈরি আপনাদের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী তে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
arabesko.ru_13-1.png

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5

arabesko.ru_13-1.png

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

arabesko.ru_13-1.png

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Sort:  
 2 years ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে যেকোনো ডাই পোস্ট করলেই সেটা দেখতে বেশি সুন্দর লাগে কারণ চোখের দৃষ্টিতে দেখার উজ্জ্বলতা বেড়ে যায়। নীল রঙের ঘরটি অনেক সুন্দর লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু 💚

 2 years ago 

আসলেই আপু গ্লিটার আর্ট পেপারের তৈরি করা জিনিস দূর থেকে আকর্ষণীয় মনে হয়। আর আপনি যা বানিয়েছেন তা দেখে তো অবাক। এত সুন্দর একটি কুঁড়েঘর আমাকে দিয়ে দেন। এত চমৎকার ভাবে বানিয়েছেন আমি মুগ্ধ হয়ে গেলাম। দেখে মনে হচ্ছে বাজার থেকে কিনে আনা কোন শোপিচ। আপু আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে কুড়ে ঘরটি বানিয়ে দেখিয়েছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন।

 2 years ago 

নিয়ে নিন আপু আপনাদের জন্যই তো বানিয়ে রেখেছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

পূর্ব দিনের মতো আজকেও বলবো আপু গ্লিটার আর্ট পেপার দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে খুবই ভালো লাগে। আর আপনি তো দেখছি গৃহ নির্মাণ করে ফেলেছেন এই পেপার দিয়ে। আপনার এই ঘরটির দেখেতো ছোটবেলার স্মৃতিগুলো ভেসে আসলো মনে, যখন আমরা ঘর বানানো খেলতাম।

 2 years ago 

আমার তৈরি ঘর দেখে আপনার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গিয়েছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

গ্লিটার পেপার দিয়ে আপনি খুব সুন্দর ভাবে একটি ঘর তৈরি করেছেন। আমার কাছে আপনার তৈরি করা ঘর ভীষণ ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে এই ছোট্ট ঘরটি নিজের দখলে নিয়ে নে। ছোট বাচ্চারা এধরনের ঘর খুব বেশি পছন্দ করে। এত সুন্দর একটি ঘর নিখুঁতভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং বানানোর পুরো প্রক্রিয়া ব্যক্ত করেছেন। এত সুন্দর একটি গ্লিটার পেপার দিয়ে ঘর আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আমার বাচ্চারা এই ঘরটি পেয়ে খুবই খুশি হয়েছিল। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য।

 2 years ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে তৈরি করা ঘরটি দেখতে অনেক ইউনিক মনে হচ্ছে। আপনার পোস্টের মধ্যে আপনার ক্রিটিভিটি অনেক সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে আপু এছাড়াও এত সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে উপহার দিয়েছেন এজন্য আমার মনের অন্তরঙ্গ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই এবং ঈদ মোবারক সেই সাথে ঈদ মোবারক জানাই আপু।

 2 years ago 

আপনাদের উৎসাহের কারণে কাজ করার আগ্রহ আরও বেড়ে যায়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া উৎসাহমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

আট পেপার দিয়ে খুব সুন্দর ভাবে ঘর প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে আসলে আপনার ইউনিক বুদ্ধির প্রশংসা না করে আর পারছিনা সুন্দর উপস্থাপনা করেছেন প্রস্তুত প্রণালি শুভকামনা রইল আপনার জন্য 🌹

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর প্রশংসামূলক মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

গিলটার পেপার ব্যবহার করে আপনি খুব দারুন একটি ঘর বানিয়েছেন অসাধারন হয়েছে ঘরটি খুব গুছিয়ে আপনি প্রতিটা ধাপ উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু গ্লিটার আর্ট পেপারের জিনিস গুলো দেখতে অনেক ভালো লাগে আর বানাতেও অনেক ভালো লাগে। আপনার আজকের গ্লিটার আর্ট পেপার দিয়ে বানানো ঘরটি খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে ঘরের কালারটি আমার কাছে দারুন লেগেছে ।প্রতিটি ধাপে ধাপে খুব সুন্দর করে আপনি বানিয়েছেন ভালো লেগেছে দেখে।

 2 years ago 

আমার গ্লিটার আর্ট পেপারের ঘরটি আপনার ভালো লেগেছে জেনে আমারও খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ওয়াও গ্লিটার পেপার দিয়ে দারুন একটি ঘর তৈরি করলেন। আপনার তৈরি করা ঘর দেখে মনে হচ্ছে থাকার জন্য যেরকম ঘরগুলি হয় ঠিক ঐরকম হয়েছে। বিশেষ করে গ্লিটার পেপার দাওয়াতে একটু বেশি আকর্ষণীয় লাগছে। আপনার পোস্ট আজকে দারুন হয়েছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60690.86
ETH 2905.70
USDT 1.00
SBD 2.39