এসো নিজে করি একটি থ্রিডি আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।



অনেকদিন পর আজকে আবার হাজির হয়ে গেলাম আর একটি থ্রিডি আর্ট নিয়ে। থ্রিডি আর্ট গুলো করতে আমার কাছে বেশ ভালই লাগে ইদানিং। কারণ আমি এখন মোটামুটি ভালো থ্রিডি আর্টগুলো করতে পারি। এই আর্টগুলোর মেইন টেকনিকটি আমি ধরতে পেরেছি। একটু হিসাব-নিকাশ করে আর্ট গুলো করতে পারলে আর অসুবিধা হয় না। তারপরও মাঝেমধ্যে হিসাব নিকাশে গড়মিল হয়ে যায়। তখন আবার নতুন করে আর্ট শুরু করতে হয়। বিশেষ করে এই ধরনের আর্টগুলোতে একটু বেশি হিসাব নিকাশ করতে হয়। কারণ আর্ট শেষে এগুলোর চার কোনা এক সমান না হলে ভালো দেখা যায় না। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের থ্রিডি আর্ট।



PhotoCollageMaker_202271112119771.jpg
D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
কালো কলম
স্কেল
কাঁচি

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রথমে একটি সাদা কাগজের একদম উপরের বাম সাইডে একটি চতুর্ভুজ এঁকেছি। তারপর নিচের দিকে বাঁকা করে তিনটি দাগ দিয়েছি এবং দাগ দুটোকে স্কেল দিয়ে মিলিয়ে দিয়েছি।

IMG20220622181719.jpgIMG20220622182029.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

এখন চতুর্ভুজটির ভিতরে আরেকটি চতুর্ভুজ এঁকেছি এবং নিচের বক্সগুলোর মধ্যে আরও দুটি করে বক্স এঁকেছি।

IMG20220622182148.jpgIMG20220622182640.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

এরপর ভিতরে স্কেল দিয়ে এরকম কিছু দাগ দিয়েছি চতুর্ভুজ তৈরি করার জন্য। এই পর্যায়ে এসে যখন দাগগুলো দিতে গিয়েছি তখন দেখলাম যে একটি সঙ্গে আরেকটি মিলছে না। পরে সম্পূর্ণ আঁকাটি বাদ দিয়ে আবারো নতুন করে এঁকে তারপর দাগগুলো মিলিয়েছি।

IMG20220622183238_BURST000_COVER.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

IMG20220622185220.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রথমে কলম দিয়ে কিছু অংশ কালো রং করেছি। তারপর আরো কিছু অংশ পেন্সিল দিয়ে রং করেছি।

IMG20220622185948.jpgIMG20220622190254.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

এখন নিচের দিকে পেন্সিল দিয়ে কোনা দুটি দাগ দিয়েছি এবং হাত দিয়ে একটু ঘষে মিশিয়ে দিয়েছি সেডো তৈরি করার জন্য। তারপর পেন্সিল দিয়ে উপরে এবং সাইডে এরকম দুটি দাগ দিয়েছি।

IMG20220622190815.jpgIMG20220622191004.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

আমার আর্টটি শেষ হলে আমি আমার নামের সাইন করে দিয়েছি।

IMG20220622191010.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

এখন পেন্সিলের দাগের উপর থেকে কাচি দিয়ে কেটে ফেলেছি।

IMG20220622191916.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

এখন ছবি তোলার পালা। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলার পর এই অ্যাঙ্গেলের ছবিটি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে।

IMG20220622191923.jpg

এভাবে আমার আজকের আর্টটি শেষ হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে। ধন্যবাদ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Sort:  
 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে চমৎকার একটি থ্রিডি আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আমি কখনও থ্রিডি আর্ট তৈরি করে শেয়ার করিনি। আপনার তৈরি থ্রিডি আর্ট দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমিও চেষ্টা করব তৈরি করে শেয়ার করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া এক সময় চেষ্টা করে দেখবেন । আশা করি পেরে যাবেন। থ্রিডি আর্ট খুব একটা কঠিন না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

চমৎকার একটি থ্রিডি আর্ট করেছেন আপু। আপনার অঙ্কিত থ্রিডি আর্টি দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর ভাবে থ্রিডি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আমার থ্রিডি আর্টটির অংকন আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার থ্রিডি ডিজিটাল আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অসাধারণ ডিজিটাল অঙ্কন করেছেন। আমার অনেক ভালো লেগেছে। সুন্দরভাবে উপস্থাপন অসাধারণ ছিল।

 2 years ago 

আমার থ্রিডি আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার থ্রিডি অংকনটি সত্যি অনেক সুন্দর দেখাচ্ছে। আপনার থ্রিডি অঙ্কনের বিবরণ গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। অত্যন্ত দক্ষতার সাথে একটি থ্রিডি অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার থ্রিডি আর্ট এর বিবরণ আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও খুবই অসাধারণ আপনি খুব সুন্দর করে একটি থ্রিডি আর্ট করলেন। দেখতে অসম্ভব ভালো লাগলো আমার। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার থ্রিডি আর্টটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসাধারণ হয়েছে এই থ্রিডি আর্ট টি। প্রথম দেখাতে বুঝায় যাচ্ছিল না এটি যেকোন আর্ট। দেখে মনে হচ্ছে বাস্তব কোনো বস্তু । খুব খুব বেশি সুন্দর হয়েছে আপনার আজকের এই থ্রিডি আর্টটি।

 2 years ago 

সত্যি ভাইয়া আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো। এভাবেই উৎসাহ দিয়ে পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ আপনাকে।

অসাধারন এঁকেছেন ছবিটা। প্রথম দেখায় কেউ বিশ্বাসই করবে না যে এটা কোন আর্ট ছিল এতোটাই পারফেক্ট সব কিছু। থ্রিডি আর্ট গুলোতে বেশ দক্ষ হয়ে উঠেছেন সত্যি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সব সময় উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

আপু থ্রিডি আর্ট করা অনেক কঠিন একটি কাজ। সেটি একে আবার বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তোলা আরো বেশি কঠিন। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপে ধাপে থ্রিডি ঊ বর্ণনা করেছেন। আমার কাছে আপনার আর্ট অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমার কাছে থ্রিডি আর্ট করতে যত কঠিন লাগে তার থেকে বেশি কঠিন লাগে ঠিক অ্যাঙ্গেল থেকে ছবি তো তুলতে। ছবি তোলা পারফেক্ট হলে তখন খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

চমৎকার একটি থ্রিডি অংকন আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন সত্যিই আমি আপনার এই অংকন দেখে প্রথমে ভেবেছিলাম এটা হয়তো একটা ফটোগ্রাফি। খুবই দক্ষতার সঙ্গে আপনি অঙ্কন করেছেন শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার থ্রিডি আর্টটি দেখে আপনি ফটোগ্রাফি মনে করেছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59508.12
ETH 2603.38
USDT 1.00
SBD 2.39