স্বরচিত কবিতা- "জীবন যেনো বহমান এক নদী"

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি কবিতা শেয়ার করবো। কবিতা আগে তেমন একটা বুঝতাম না। কিন্তু এই ব্লগে জয়েন হওয়ার পর থেকে সবার সুন্দর সুন্দর কবিতা লেখা দেখে কবিতা পড়ার প্রতি আগ্রহ বেড়েছে এবং মাঝেমধ্যে লেখার ইচ্ছাও জাগে। এর আগে বেশ কিছু কবিতা লিখেছিলাম। কিন্তু মাঝে একদমই ভুলে গিয়েছিলাম কবিতা লেখা। আসলে কবিতা চাইলেই লেখা যায় না। কবিতার লাইন গুলো যখন মাথায় আসে ঠিক তখনই লিখে রাখতে হয়। কিন্তু কবিতা লেখার জন্য আয়োজন করে বসলেই কবিতার লাইনগুলো খুঁজে পাওয়া যায় না। অনেকদিন পর আবারো কিছু এলোমেলো লাইন মাথার মধ্যে ঘুরছিল। তাই সঙ্গে সঙ্গে লিখে রেখেছিলাম। তা না হলে পরে ভুলে যাই। আজকের কবিতাটি লেখার পর বেশ ভালোই লেগেছে আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



caucasus-5302236_1280.jpg
Link


আমাদের এই ছোট্ট জীবনে চলার পথে বহু মানুষের সঙ্গে পরিচয় হয়। বহু মানুষের সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটানো হয়। একটা সময় দেখা যায় সেই মানুষগুলোকে পেছনে ফেলে আবার নতুন কিছু মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়। কিন্তু মানুষের জীবনের এই চলার পথে সব মানুষকে মনে রাখা সম্ভব না হলেও কিছু মানুষ মনের কোনায় জায়গা করে নেয়। সেই মানুষগুলোকে কখনো ভোলা যায় না। স্মৃতির পাতায় উকি দিলে সেই মানুষগুলোকে বারবার ফিরে পেতে মন চায়। সে বিষয়টিকে নিয়েই আজকের কবিতাটি লিখেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।



জীবন যেনো বহমান এক নদী

জীবনের চলমান চাকা
থেমে থাকে না কারো জন্য ।
চলার পথে কেউ আসলো
কেউ বা চলে গেল
তাতে কি খুব বেশি ক্ষতি হয়?
সময় তো চলতেই থাকে
সময়ের নিয়মে।
তারপরও মাঝে মাঝে
পুরনো কিছু মানুষ,
পুরোনো কিছু স্মৃতি,
দাগ কেটে যায় জীবনে।
বারবার ফিরে পেতে চায়
সেই মানুষগুলোকে
সেই সময়গুলোকে।
তারা কি আদৌ ফিরে আসতে চায়
নাকি ফিরে পাওয়া যায় সেই সময়কে।
তবুও মন মানে না
ফিরে পেতে চায় বারবার বারবার।



এই ছিল আমার আজকের কবিতা। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 5 months ago 

সত্যি আপু আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। জীবন হলো বহমান এক নদী। জীবন কখনো থেমে থাকে না। হয়তো হাসি আনন্দ আর না হয় দুঃখে কষ্টে জীবন অতিবাহিত হয়ে যায় প্রকৃতির নিয়মে। জীবনে কিছু প্রিয় মানুষ থাকে খুবই আপন। কিছু স্মৃতি থাকে খুবই মধুর যা বারবার ফিরে পেতে চায়। ধন্যবাদ আপনাকে আপু।

 5 months ago 

আসলেই ভাইয়া জীবন কারো জন্য থেমে থাকে না। এজন্যই কবিতাটি লেখা। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 5 months ago 

আসলেই জীবনটা একটা বহমান নদী। আমরা কখনো একজন মানুষের সাথে সারাজীবন কাটিয়ে দিতে পারি না, জীবন চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয়, বন্ধুত্ব হয়। কিন্তু সেগুলো চিরস্থায়ী হয় না। সেগুলো হয় শুধুমাত্র সাময়িক সময়ের জন্য। আজকে আপনি জীবন নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা টি পড়ে অনেক বেশি ভালো লাগলো।

 5 months ago 

জীবনে চলার পথে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে পরিচয় হয়। কিছু কিছু মানুষ স্মৃতিতে রয়ে যায়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 5 months ago 

অনেক সুন্দর কবিতা লিখেছেন আপু। একদম বাস্তবতা তুলে ধরেছেন এই ছোট্ট কবিতার মাঝে। জীবন মানুষের দহতা নদীর মতো। সব সময় সে চলতেই থাকে কিন্তু জীবনে এমন কিছু স্মৃতি থেকে যায় যেগুলো স্মরণ হলে কিছুটা আফসোস কিছুটা হতাশ হতে হয়। চলমান এই জীবনে অনেক স্মৃতি থেকে থাকে। খুবই ভালো লাগলো আপনার এই কবিতা লেখা দেখে।

 5 months ago 

কবিতার মাধ্যমে বাস্তব বিষয়কে তুলে ধরতে পারলে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 5 months ago 

জীবন নির্দিষ্ট সময় অবিরাম চলতে থাকবে। তবে এই মুহূর্তে ঠিক এমন অনেকজন আসবে অনেক জন যাবে স্মৃতি তৈরি করে যাবে। এমন কিছু স্মৃতি রয়েছে যেগুলা স্মরণে থেকে যায় আবার মাঝে মাঝে মনে হয়। আপনার লেখা কবিতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। বেশ গভীর চিন্তা দিয়ে লিখেছেন আপনি। এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 5 months ago 

কিছু কিছু স্মৃতি স্মরণে রয়ে যায়। সেগুলো কখনোই ভোলা যায় না। সেগুলোই বারবার ফিরে পেতে মন চায়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 5 months ago 

সময় সময়ের মতো চলে সাথে আমরাও চলি সময়ের সাথেই। আর এই সময়ের সাথে চলতে গিয়েই কত মানুষকে আমরা পেছনে ফেলে চলে আসি তার কোন ঠিক নেই। হয়তো এটা জীবনের প্রয়োজনে। কিন্তু একটা সময় গিয়ে সেই মানুষ বা ঐ মানুষের স্মৃতিগুলো আমাদের মনে পড়ে। কবিতা টা দারুণ লিখেছেন আপু ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 5 months ago 

ঠিক বলেছেন ভাইয়া প্রতিনিয়ত ছুটে চলতে চলতে অনেক মানুষকে পিছনে নিয়ে ফেলে চলে যেতে হয়। যাই হোক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 5 months ago 

আপনার লেখা কবিতাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর একটা টপিক নিয়ে কবিতাটা লিখেছেন। আসলে এই জীবনে প্রত্যেকটা মানুষ ছুটতে ব্যস্ত থাকে। সারাক্ষণ ছোটাছুটির উপরেই থাকে। চলমান চাকা যেমন সারাক্ষণ ছুড়ে চলে, তেমনি মানুষের জীবনও ঠিক এরকমই। আর এটা কখনো কারো জন্য থেমে থাকে না। আপনি এত সুন্দরভাবে লিখে সবার মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা সুন্দর সুন্দর কবিতা আশা করছি প্রতিনিয়তই আমরা পড়তে পারবো।

 5 months ago 

কবিতার টপিকটা ভালো হলে কবিতা লেখাও সুন্দর হয়। যাইহোক আপু ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 5 months ago 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।জীবন যেনো বহমান এক নদী কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে জীবনের চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় সবারই থাকে। এবং অনেক মানুষ চিনা যায় ভালো-মন্দ। তবে আপনার কবিতার বাসা অসাধারণ। আপনি এমনিতে বেশ সুন্দর কবিতা লিখে থাকেন। কবিতার লাইনগুলো পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

আমার কবিতার ভাষা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। এভাবে উৎসাহ দিয়ে পাশে থাকবেন আশা করি।

 5 months ago 

তা ঠিকই বলেছেন এই বাংলা ব্লগে আসার পরে আমরা অনেক কিছুই শিখেছি আবার অনেক কিছুর প্রতি আগ্রহ বেড়েছে । আপনি তো দেখছি খুব সুন্দর কবিতা লেখা শিখে গিয়েছেন আগে আপনার কবিতাগুলো পড়েছি ভালই লিখেছিলেন এবারকার কবিতাটা ভালো হয়েছে । তা ঠিকই বলেছেন চলার পথে কত মানুষের সাথেই না পরিচয় হয় সবার কথা কি আর মনে থাকে । কিছু কিছু মানুষের কথা চাইলেও আর ভোলা যায় না । ভালো লাগলো আপু আপনার কবিতাটা ।

 5 months ago 

আপনি আমার কবিতাগুলো পড়েছেন জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য।

 5 months ago 

অনেকদিন পর আপনার কবিতা পড়ে সত্যিই বেশ ভালো লাগলো ।আপনি ঠিকই বলেছেন আমাদের জীবনটা যেন একটা বহমান নদীর মত। ক্রমাগত বয়েই চলেছে ।পেছনে অনেক স্মৃতি রেখে সামনে এগিয়ে যাই আমরা। পুরনো স্মৃতিগুলোকে আবার ফিরে পেতে মন চায় ।সেই সাথে পুরনো সেই মানুষগুলোকেও ফিরে পেতে ইচ্ছে করে যাদের সঙ্গে একটা সময় খুব ভালো সময় কাটিয়েছি ।যাই হোক বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

মাঝে কবিতা লেখা ভুলে গিয়েছিলাম। হঠাৎ করে আবারও সেদিন কিছু লাইন মনে পড়ল জন্য কবিতাটি লিখেছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 5 months ago 

আপনার এই কবিতা পড়ে একেবারে মুগ্ধ হয়ে গেলাম এবং খুব সুন্দর ভাবে আপনি এই কবিতাটি তৈরি করেছেন৷ কবিতা তৈরি করার জন্য অনেক দক্ষতার প্রয়োজন হয় এবং ঠান্ডা মাথায় কবিতা তৈরি করতে হয়৷ যা আপনার এই কবিতাটি পড়ে অনেকটাই বুঝতে পারলাম৷ অসংখ্য ধন্যবাদ৷

 5 months ago 

আমার কবিতাটি পড়ে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 61766.31
ETH 2428.16
USDT 1.00
SBD 2.64