নাটক রিভিউঃ ধনী গরিবের লড়াই [পর্ব - ৩]

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

👰🥰🥀আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ১৭ আগস্ট ২০২৪ ইংঃ রোজ শনিবার।

বাংলায় ০২ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি পরিবার পরিজন নিয়ে। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন আপনাদের পরিবার পরিজন নিয়ে। আমার আজকের নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে আমি ধনী গরিবের লড়াই নাটকের তৃতীয় পর্ব নিয়ে কথা বলবো। এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকটি প্রতিনিয়ত রিভিউ করার জন্য সিদ্ধান্ত নিয়। আর সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ এই নাটকের তৃতীয় পর্ব আপনাদের সাথে শেয়ার করবো।এর আগেও আমি প্রথম ও দ্বিতীয় দুইটি পর্ব আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে ঈগল টিম বেশ চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে। ঈগল টিমের নাটক গুলা খুবই সামাজিক ও অর্থ বাহক। ঈগল টিমের প্রতিটি নাটকই আমার কাছে অনেক ভালো লাগে। আশা করি আমার নাটক রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ব্যাক্তিগত ভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারনে আপনাদের মাঝে নাটক রিভিউ টা নিয়ে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক।

নাটকের পোস্টার

IMG_20240817_113250.jpg

IMG_20240817_113328.jpg

IMG_20240817_113402.jpg

IMG_20240817_113437.jpg

নাটকের প্রথমে দেখা যায় নায়ক কে নায়িকার বড় বোন ধরে ঘর থেকে বাইরে আনে। তারপর নায়িকার ভাই নায়কের গায়ে হাত তুলতে যায়। ঠিক তখন নায়িকা বলে ওর গায়ে হাত দিবা না দিলে কিন্তু খুব খারাপ হবে। এরপর নায়ক কে নায়িকার ভাই ধরে নিয়ে চলে যায়।নায়িকা কান্না করতে থাকে নায়িকার বাড়ির লোক নায়িকা কে থামাতে পারছে না। নায়িকা কান্না করে আর বলতে থাকে ওকে মেরো না ও আমাকে ভালবাসে। নায়িকা ওর মাকে বলে মা ওকে মারতে বারণ করো।

IMG_20240817_113506.jpg
এরপর দেখা যায় নায়কের মা ও বোন কান্না করতে করতে নায়ক কে খুজতে ছিল। এই মুহূর্তে পথে নায়কের বাবার সাথে নায়কের মা ও বোনের দেখা হয়ে যায়। তখন নায়কের মা নায়কের বাবাকে প্রশ্ন করে তুমি সোহাগ কে পেয়েছ খুঁজে। তখন নায়কের বাবা উত্তর দেই ও মনে হয় মোড়ল বাড়িতে ধরা পড়েছে। তখন নায়কের বাবা নায়কের মা ও বোন কে বলে তোমরা বাড়ি ফিরে যাও আমি দেখছি কি করা যায়।

IMG_20240817_113540.jpg
IMG_20240817_113606.jpg

এরপর নায়ক কে তারা একটি বাগানে ধরে আনে এবং নায়কের এসে দেখে তার দুই বন্ধুকে গাছের সাথে বেঁধে রেখেছে তারা। এরপর দেখা যায় মোড়ল বাড়ির চামচা নায়কের মাথায় একবারি মেরে দেয়। তখন মোড়ল বালে তুই মারলি কেন তখন চামচা বলে ছুচো মেরে হাত গন্ধ করবেন কেন মোড়ল সাহেব। তারপর মোড়ল নায়ক কে দেখে বলে এ তো মারা গেছে। কোন নায়িকার ভাই বলে তাহলে কি করব বাবা। তখন মোড়ল বলে বস্তায় করে নদীতে ফেলে দেয়ায়।

IMG_20240817_113726.jpg
এরপর দেখা যায় নায়িকা বসে কান্নাকাটি করছে এবং সেখানে তার মা, চাচী ও ভাবি উপস্থিত আছে। এখন নায়িকার ভাবি বলছে ছেলেটিকে হয়তো এতক্ষণ মেরে ফেলেছে। তখন নায়িকা বলে মা ওকে মারতে নিষেধ করো।ছেলেটি আমাকে ভালবাসে তখন নায়িকার মা বলে তুই জানিস না মোড়ল বাড়ীতে প্রেম ভালোবাসা নিষিদ্ধ।তখন নায়িকা বলে ওঠে ওর কিছু হলে তোমাদের কাউকে আমি ছাড়বো না বলে রুমে চলে যাই।
IMG_20240817_113749.jpg
এরপর দেখা যায় মোরল ও তার ভাই রাস্তায় দাঁড়িয়ে ছিল সেই মুহূর্তে নায়কের বাবার সাথে দেখা হয়ে যায়। তখন নায়কের বাবা বলে মোড়ল সাহেব আমার ছেলে কোথায়। মোড়লের ভাই বলে আপনার ছেলের নাম কি। তখন নায়কের বাবা বলে সোহাগ। মড়োল সাহেব বলে অন্যায় করেছিল তাই ওকে শাস্তি দিয়েছি। তখন নায়কের বাবা বলে আমি আপনাদেরকে ছাড়বো না ঠিক তখনই মোড়লের ভাই রুকে আসে নায়কের বাবার গায়ে হাত দেওয়ার জন্য।
IMG_20240817_113851.jpg
তারপর নায়িকা রুমে বসে থাকে সেই মুহূর্তে তার বড় বোন সেখানে যায় এবং তার বড় বোন বলে এভাবে বসে বসে আছিস কেন। তখন নায়িকা বলে সেটা তোমার দেখা লাগবেনা। তার বড় বোন বলে তুই কি ওই ছেলেটাকে ভালোবাসিস।তখন নায়িকা বলে ভালবাসে কিনা জানিনা তবে তুমি কাজটা ঠিক করলে না। তার বড় বোন বলে আমি যেটা করেছি ঠিকই করেছি। নায়িকা বলে আমি তোমাকে ছাড়বো না আজ থেকে তুমি আমার কেউ না। তার বড় বোন বলে তুই ওই ছেলেটার জন্য আমার সাথে সম্পর্ক নষ্ট করলি।

IMG_20240817_113916.jpg

IMG_20240817_113947.jpg
এরপর দেখা যায় নায়কের দুই বন্ধু নায়ক কে বস্তায় থাকা অবস্থায় ধারে কুড়িয়ে পায়। এবং তারা বস্তার মুখ খুলে দেখে নায়কের শ্বাস পরছে।তখন তারা তাদের বাসায় নায়ককে নিয়ে যায় এবং তারা নায়কের বাসায় ও যাই নায়কের খবর দিতে।

IMG_20240817_114013.jpg
এরপর দেখা যায় নায়িকার মা ও বড় বোন মোড়ল কে বলছে আপনার মেয়ে দুদিন ধরে কোন খাবার দাবার খাচ্ছে না। আপনি কিছু একটা করুন।

IMG_20240817_114037.jpg
একবার দেখা যায় নায়কের পরিবার নায়কের কাছে গেছে। নায়কের মা অনেক কান্নাকাটি করছে তখন নায়ক উঠে বলে না আমি ভালো আছি। তার মা বলে তুই ওই মেয়েকে ভুলে যা। তখন নায়কের বাবা বলে না ওই মেয়েকে আমার ঘরের পুত্রবধূ করে নিয়ে আসতেই হবে। তুই পারবি না সোহাগ তখন নায়ক বলে হ্যাঁ বাবা পারবো।
IMG_20240817_114101.jpg
এরপর নায়িকা তাদের বাড়ির চামচার গলা টিপে ধরে আর বলে তুই ওকে মারিছিস কেন। তখন নায়িকার ভাই বলে রিমা ওর গলা ছেড়ে দে নয়লে খারাপ হবে।

IMG_20240817_114122.jpg
এরপর দেখা যায় নায়িকা তার রুমে এসে গলায় ফাস দিতে যাচ্ছে। তখন তার ভাই ও বোন রুমের দরজা ধাক্কা দিচ্ছে আর বলছে রিমা তুই দরজা খোল না হলে আমি দরজা ভেঙে ফেলব। তখন নায়িকা বলে আমি আর বাঁচতে চাই না।
IMG_20240817_114143.jpg
এরপর দেখা যায় নাটকটির শেষ হয়ে গেলো।পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।

পোস্টের ধরননাটক রিভিউ
নাটকের নামধনী গরিবের লড়াই পর্ব -৩
পরিচালকসুলাইমান।
অভিনয়েইফতি,জান্নাতুল মাওয়া, রাফি ইসলাম সৌরভ, মায়া মিম, জাহাঙ্গীর কবির ও আরও অনেকেই।
দৈর্ঘ২৩ মিনিট ৩৬ সেকেন্ড
মুক্তির সময়০৫ জুলাই ২০২৪ খ্রিঃ



এরপর নাটকটি শেষ হয়ে যায়............


নাটক দেখার লিংক

নাটক দেখার পর আমার অনূভুতি ও রেটিং০৯/১০ দিলাম।


নাটকটি আমার কাছে খুবই ভালো লাগছে। যেহেতু নাটকটি পর্বের নাটক সেহেতু যত পর্ব বাড়বে নাটকটি ততই আকর্ষণীয় হবে।


পোস্টের বিষয়নাটক
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ



১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

Sort:  
 3 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ধনী গরিবের লড়াই এই নাটকের তৃতীয় পর্ব। আপনার এই নাটকের পর্বটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো । সত্যিই আজ আমাদের সমাজের অনেক রীতিনীতি গুলোই মূলত নাটকের মাধ্যমে প্রকাশ করা হয়। যেটা এই নাটকের মধ্যে লক্ষ্যণীয় ।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 months ago 

ধনী গরিবের লড়াই নাটকটার যতগুলো পর্ব বের হয়েছে সবগুলো পর্ব আমার দেখা হয়েছে। আমার কাছে তো এই নাটকটা অনেক বেশি ভালো লাগে দেখতে। আপনি অনেক সুন্দর করে নাটকটার প্রত্যেকটা পর্ব রিভিউর মাধ্যমে শেয়ার করছেন দেখে অনেক ভালো লাগলো। এরই মধ্যে আপনি তিনটা পর্ব শেয়ার করে নিলেন দেখে ভালো লাগলো। যারা এই নাটকটা দেখেনি তারা সহজেই পুরো কাহিনীটা জেনে নিতে পারবে রিভিউ পোস্ট পড়ে। অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের রিভিউর জন্য।

 3 months ago 

আপু আপনি এই নাটকের সবগুলা পর্ব দেখেছেন শুনে অনেক ভালো লাগলো। নাটকটা অনেক সুন্দর আমার কাছেও অনেক ভালো লেগেছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য।

 3 months ago 

বেশ চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপু। সত্যি বলতে বাস্তবিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে এই নাটকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি নাটক সুন্দরভাবেই আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 months ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু। আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 3 months ago 

আপু আপনি সম্পূর্ণ নাটকের রিভিউ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। তবে আপনার রিভিউ একটু এলোমেলো হয়েছে। ব্যক্তিগত মতামত দেওয়ার চেষ্টা করবেন আর নাটক সম্পর্কে যে তথ্য তা প্রথমে দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া অন্যসব ইউজারদের রিভিউ গুলো দেখবেন। যাই হোক বাংলা নাটক দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু এখন সময়ের অভাবে আর দেখা হয় না।

 3 months ago 

আপনার গঠন মূলক মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

নাটক যদিও ততটা দেখার সময় পাই না। তবে নাটকের রিভিউগুলো পড়তে আমার ভালো লাগে। আপনার আজ নাটকের রিভিউটি পড়ে ভালো লাগলো। খুব সুন্দর করে নাটকের রিভিউটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আর তাই পরবর্তী পর্বের রিভিউ পড়ার অপেক্ষায় রইলাম।

 3 months ago 

নাটকটি অনেক সুন্দর এবং শিক্ষনীয়। সময় পেলে নাটকটি একবার দেখবেন অনেক ভালো লাগবে। পরবর্তী পর্ব অবশ্যই শেয়ার করবো আপনাদের মাঝে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আপু আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করছেন। আপনার শেয়ার করা নাটকটি এখনো দেখা হয়নি। তবে নাটকের রিভিউ পড়ে নাটক টি দেখার আগ্রহ বেড়ে গেলো। সময় করে নাটক টি দেখে নেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া অনেক অনুপ্রাণিত করলেন আমার পোস্ট পড়ে।ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 68431.46
ETH 2457.08
USDT 1.00
SBD 2.60