ডাই পোস্টঃ রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব


🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ রোজ বৃহস্পতিবার ০৭ মে ২০২৪ ইংঃ।

বাংলায় ২৪ বৈশাখ ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরি।।।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার বাংলা ব্লগের অনেকেই দেখি এই ধরনের ডাই পোস্ট তৈরি করে। তাদের ডাই পোস্ট গুলা আমার কাছে অনেক ভালো লাগে। এই ধরনের পোস্ট করতে আমার নিজের কাছে অনেক ভালো লাগে। আশা করি আমার তৈরিকৃত রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের ডাই পোস্টটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

ফাইনাল লুক

IMG_20240507_170125.jpg

IMG_20240507_154123.jpg

প্রয়োজনীয় উপকরণ
রঙিন কাগজ
কাঁচি
পেনসিল


প্রথম ধাপ

IMG_20240507_154213.jpg

প্রথমে আমি একটি রঙিন A4 সাইজের কাগজ কাঁচি দিয়ে মাফ মতো কেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20240507_170525.jpg

কাগজটি মাফ মতো কেটে নেওয়ার পর দেখতে বর্গকার আকারের দেখাবে। ছবিতে আপনারা যেমনটা দেখতে পারছেন।

তৃতীয় ধাপ

IMG_20240507_170610.jpg

এবার আমি কাগজটি মাঝামাঝি করে একবার ভাঁজ করে নিয়েছি। যেমনটা আপনারা দেখতে পারছেন।

চতুর্থ ধাপ

IMG_20240507_170637.jpg

এরপর আমি আবার ভাঁজ করে নেওয়া কাগজটি মাঝামাঝি আবার ভাঁজ করে নিয়েছি।

পঞ্চম ধাপ

IMG_20240507_171454.jpg

ভাঁজ করে নেওয়ার পর কাগজটি দেখতে ছোট বর্গারের মতো দেখাবে।

ষষ্ঠ ধাপ

IMG_20240507_171523.jpg

এবার ভাঁজ করে নেওয়া কাগজটি কোনাকোনী ভাঁজ করে নিয়েছি। এবার কাগজটা দেখতে ত্রিভূজের মতো দেখাবে।

সপ্তম ধাপ

IMG_20240507_171555.jpg

এবার ভাঁজ করে নেওয়া কাগজটি পেনসিন দিয়ে মনের মতো করে ডিজাইন আর্ট করে নিয়েছি৷ যতটা পেরেছি সুন্দর করে এঁকে নেওয়ার চেষ্টা করেছি।

অষ্টম ধাপ

IMG_20240507_171628.jpg

এবার একটা কাঁচি দিয়ে খুব সুন্দর করে ফুলটি কেটে নিয়েছি। ফুলটি কাটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিৎ। কারন কাটার সময় একটু এদিক ওদিক হলে ফুলটি নষ্ট হয়ে যেতে পারে।

নবম ধাপ

IMG_20240421_172425.jpg

এবার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে ভাঁজ খোলার পর ফুলটি দেখতে ঠিক এমন হয়েছে।

পোস্টের ধরনডাই পোস্ট
তৈরিকারকতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ৮
লোকেশনকালীগঞ্জ


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, রান্না করতে গান গাইতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। বিবাহিত সূত্রে এখন আমার বাসা জুগির গোফা গ্রামে। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি ফটোগ্রাফি, গান গাইতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

আগে অবসর সময়ে মাঝে মধ্যে বসেই এমন রঙিন কাগজ দিয়ে ফুল সহ নানান কিছু তৈরী করতাম তবে এখন আর সময় কুলিয়ে উঠতে না পারায় এইগুলো আর করতে পারি না। যাই হোক , আপনার তৈরী করা ফুলটি বেশ সুন্দর হয়েছে। এবং এটা তৈরী করাও অনেক সহজ। ধন্যবাদ আপু।

 6 months ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্টে সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 6 months ago 

এইভাবে রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করতে আমার কাছে খুব ভালো লাগে। তবে এভাবে নকশা তৈরি করতে গেলে ভাঁজ গুলো খুবই সূক্ষ্মভাবে দিতে হয় এবং কাগজ কাটার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। আপনি অনেক সুন্দর এবং নিখুঁত ভাবে নকশা তৈরি করেছেন আপু ধন্যবাদ।

 6 months ago (edited)

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।

 6 months ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে আপনার মত আমারও বিভিন্ন জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে। ফুল তৈরি করার পদ্ধতিটা আপনি আমাদের মাঝে দারুণভাবে শেয়ার করতে সক্ষম হয়েছেন ।

 6 months ago 

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 6 months ago 

রঙিন কাগজ দিয়ে অসম্ভব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। দেখতেও ভীষণ ভালো লাগতেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। এই কাজগুলো করার জন্য ভাঁজ খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা ধাপ বেশ সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। অনেক ভালো লাগলো আপনার এই ফুলটি।

 6 months ago 

ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্টে সুন্দর কমেন্ট করার জন্য।

 6 months ago 

রঙিন কাগজ দিয়ে তৈরী ফুলটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে ফুলটি বানিয়েছেন ও আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 6 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 6 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুল তৈরি করেছেন। এই ফুল দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। রঙিন কাগজের ফুল দেখতে পেয়ে ধাপ গুলো দেখে আমিও শিখে নিয়েছি, পরবর্তীতে তৈরি করব।

 6 months ago 

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় পেলে অবশ্যই ট্রাই করবেন।

 6 months ago 

রঙিন কাগজের তৈরি নকশাটি খুবই সুন্দর হয়েছে। আসলে রঙিন কাগজ দিয়ে এরকম নকশা তৈরি করতে আমার কাছে খুব ভালো লাগে। আমি প্রায় সময় এরকম নকশা তৈরি করি। এই ধরনের নকশা গুলো তৈরি করার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি ফুলের নকশা তৈরি করার জন্য।

 6 months ago 

আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 6 months ago 

আপনি রঙিন কাগজ কেটে বেশ সুন্দর দেখতে একটি ফুল তৈরি করে দেখিয়েছেন। ডিজাইন টা দেখতে বেশ ভালই লাগছে। যাই হোক ধন্যবাদ আপনাকে কাগজ কেটে এই ইউনিক ডিজাইনের ফুল তৈরি করার পদ্ধতিতে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 6 months ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলের নকশা বানিয়েছেন। রঙিন কাগজ দিয়ে বানানো এই ধরনের নকশা বানাতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও খুব ভালো লাগে। আপনি আজ রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর নকশা বানিয়েছেন। রঙিন কাগজের যেকোনো জিনিস দেখতে খুব সুন্দর দেখায়। ধন্যবাদ এত সুন্দর নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার গঠন মূলক মতামত শেয়ার করার জন্য।

 6 months ago 

রঙ্গিন কাগজ দিয়ে যে কোন কিছু ই দেখতে ভীষণ চমৎকার লাগে দেখতে।আপনি আজকে চমৎকার সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে একটি সুন্দর ফুল বানিয়েছেন।ধাপে ধাপে কাগজ কেটে ফুল তৈরি পদ্ধতি আমাদের সাথে খুব সুন্দর করে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76237.03
ETH 3033.90
USDT 1.00
SBD 2.62