রেনডম ফটোগ্রাফিঃ আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি 📸
🌿🥰👰🥀আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমার পরিবার পরিজনকে নিয়ে আপনারাও নিশ্চয়ই অনেক ভালো আছেন পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার ধারণ করা কিছু রেনডম ফটোগ্রাফি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
এদের মধ্যে আমাদের পছন্দ সে ফুলটি হল গোলাপ ফুল গোলাপ ফুল। কম বেশি সবাই এই ফুলটা পছন্দ করে থাকে। আমাদের দেশেনানা ধরনের গোলাপ ফুল দেখতে পাওয়া যায় কালো, গোলাপি, লাল, সাদা ও হলুদ ফুল দেখতে পাওয়া যায়। তবে আমাদের দেশে হলুদ ও কালো গোলাপ টা একটু কম পাওয়া যায়। কালো গোলাপ দেখতে বেশ চমৎকার লাগে আমার কাছে কালো গোলাপ অনেক ভালো লাগে। তবে এই কালারের ফুলটিও বেশ ভালো লাগে।
গোলাপের ভিতর লাল রঙের গোলাপটিও বেশ সুন্দর। গোলাপ ফুল দেখতে এত সুন্দর বলেই হয়তো গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয়েছে। লাল টকটকে গোলাপটি দেখতে খুবই চমৎকার। সকালে গোলাপকে আমি ফোটা অবস্থায় দেখতে পেয়েছিলাম। ফুলটি দেখতে বেশ ভালো লাগছিল যার কারনে আমি গোলাপের একটি সুন্দর ছবি তোলার চেষ্টা করি।
এখন যে ফুলটি দেখতে পারছেন এই ফুলটি হয়তোবা সবার কাছে অতি পরিচিত কারণ আমাদের বাড়ি আশেপাশে এ ধরনের ফুল দেখতে পাওয়া যায় হলো। সন্ধ্যা তারা সাধারণত সন্ধ্যার দিকে ফোটে বলেই হয়তো এই ফুলকে সন্ধ্যা তারা ফুল বলা হয়েছে। এই ফুলটি নানা রঙের দেখতে পাওয়া যায় গোলাপি, লাল, হলুদ ও সাদা সহ নানা রকম ফুল দেখা যায়। গাছে দেখতে মাঝারি সাইজের কান্ড নরম এবং পাতাগুলো সবুজ।
আনার এই ফটোগ্রাফিতে যে ফুলটি দেখতে পারছেন এই ফুলটা হয়তোবা অনেকের কাছে অচেনা হয়ে থাকতে পারে। আবার অনেকে হয়তো বা চিনে থাকতে পারেন। অঞ্চল ভেদে এই ফুলটির নাম হয়তোবা ভিন্নতা হতে পারে কিন্তু আমরা এই ফুলটিকে বোতল ব্রাশ ফুল হিসেবে চিনি। ফুলটি দেখতে অনেকটা প্লাস্টিকের ঝাড়ুর মত। লম্বা ডালের সাথে লম্বা লম্বা চিকন চিকন নরম অংশ দিয়ে গঠিত হওয়া ফুলটি দেখতে খুবই সুন্দর।
আমার এ ফটোগ্রাফি তে আপনারা যে গাছটি দেখতে পারছেন এই গাছটি সবার কাছে পরিচিত কারণ ছোট থেকে বড় সবাই এই গাছের ফল খেতে আমরা অনেক পছন্দ করি এটি হলো একটি আম গাছ। এই আম গাছটির আম একটু ভিন্ন কারণ আমার জানামতে আমি এমন আম কখনো দেখিনি। এ আম গাছ থেকে আমগুলো দেখতে অভিকল সফেদার মত। আম ছোট থাকা অবস্থায় আমগুলো দেখতে সবুজ বর্নের হয়ে থাকে। কিন্তু একটু বয়স হতে না হতে আমগুলো দেখতে সবেদার মত রং ধারণ করে। এমনকি পাকা অবস্থায় আমগুলো দেখতে সফেদার মতই লাগে।আমাদেই গাছের এই আম গুলো পাকলেও খেতে অনেক সুস্বাদু লাগে।
টগর ফুল আমার কাছে অনেক ভালো লাগে কারণ ছোট ছোট ফুল গুলো দেখতে পেয়ে চমৎকার। শুভ্র সাদা ফুল গুলো দেখতে সবুজ পাতার ফাঁকে অসাধারণ লাগে যদিও এই ফুলের কোন তেমন কোন গন্ধ নেই। এটা হল জংলি টগর। ঘন পাতা পাতার ফাকে ফাকে যখন সাদা ফুল ফোটে তখন গাছ ভরা ফুলগুলা দেখতে খুবই অসাধারণ লাগগে।
এইটা আমাদের পোষা বিড়াল ছিলো নাম ছিলো ব্লাক ডাইমন্ড। এই বিড়ালটা আইয়ানের বাবা অফিস থেকে নিয়ে আসেছিলো। দীর্ঘদিন ধরে আমাদের সাথে এই বিড়ালটি ছিলো। আমাদের বাসায় আসার পর থেকেই বিড়ালটি এখানে বসে থাকে। যদিও তার এখানে বসে থাকার কারনও ছিলো। আমাদের বাড়িতে দুইটি বাজিগরভপাখি ছিলো। যেদিন থেকে সে এই দুইটি পাখি দেখেছে সেদিন থেকেই বিড়ালটি এখানে বসে থাকে।
পোস্টের ধরন | রেনডম ফটোগ্রাফি |
---|---|
ফটোগ্রাফার | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
বাহ বিড়ালের নাম ব্লাক ডাইমন্ড। বেশ সুন্দর নাম তো। ফুলগুলো দেখতে বেশ চমৎকার লাগছে। সুন্দর করেছেন ফটোগ্রাফি গুলো। অন্য ফটোগ্রাফি গুলো বেশ ভালো ছিল। সবমিলিয়ে দারুণ করেছেন আপনি ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।
আপনার প্রশংসা মুখরিত মতামত শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাই।
বাহ আপু আপনার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর সুন্দর গোলাপ ফুলের কালার সত্যি অনেক ভালো লাগলো দেখে। তাছাড়া অন্যান্য ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল অসংখ্য ধন্যবাদ আপনাকে।
গোলাপ ফুল গুলো আপনার অনেক পছন্দ হয়েছে জেনে খুশি হলাম।
আপনি আজকে দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন আপু। গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনি দেখছি আজকে আমাদের মাঝে বেশ কিছু এলোমেলো ফটোগ্রাফী শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা বিড়ালের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। আসলে, বিড়াল আমার খুবই প্রিয় একটি প্রাণী।
আমার মত আপনারও যে বিড়াল অনেক পছন্দের জেনে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো আসলে অনেক চমৎকার ছিল। বোতল ফুলটি দেখতে অনেক চমৎকার লাগছে আপু। ছোট ছোট আম গুলো দেখেই খেতে ইচ্ছে করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কাছে বোতল ব্রাশ ফুলটি ও আমের ছবিটি দেখতে খুবই ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
বিড়াল টার খুব সুন্দর একটা নাম দিয়েছেন। যাই হোক দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আম গাছটার ফটোগ্রাফি দেখে তো আমগুলো খেতে ইচ্ছে করছে। অনেক ধন্যবাদ আপু দারুন ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
জি আপু বিড়ালটার গায়ের রং কালো ছিল এর জন্য ওর নাম রেখেছিলাম ব্ল্যাক ডায়মন্ড। আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আজকে আপনি। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো এবং বিড়ালের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো।বোতল ব্রাশ এই ফুলটি অসাধারণ হয়েছে। তবে এই ফুলের নাম মনে হয় এই প্রথম শুনলাম আমি। তবে সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনিও যে আমার মত বোতল ব্রাশ ফুলের নামটি প্রথম শুনলেন জেনে ভালো লাগলো।
ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে আপু। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি সুন্দর লাগছে। অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন আপু। দারুন সব ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো ফটোগ্রাফি দেখে।
চেষ্টা করি আপু সুন্দর করে ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
কালো গোলাপ আমার খুব ভালো লাগে। নার্সারিতে গেলে মাঝেমধ্যে কালো গোলাপ দেখার সুযোগ পাই। যাইহোক খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। ফুলের ফটোগ্রাফি করতে আমারও খুব ভালো লাগে। তবে আমার কাছে দ্বিতীয় ফটোগ্রাফিটা খুব ভালো লেগেছে। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য।