রেনডম ফটোগ্রাফিঃ আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি 📸

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামু আলাইকুম/আদাব

🌿🥰👰🥀আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ১১ অক্টোবর রোজ শুক্রবার ২০২৪ ইং:।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমার পরিবার পরিজনকে নিয়ে আপনারাও নিশ্চয়ই অনেক ভালো আছেন পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার ধারণ করা কিছু রেনডম ফটোগ্রাফি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

প্রথম ফটোগ্রাফি

IMG_20241008_231431.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

এদের মধ্যে আমাদের পছন্দ সে ফুলটি হল গোলাপ ফুল গোলাপ ফুল। কম বেশি সবাই এই ফুলটা পছন্দ করে থাকে। আমাদের দেশেনানা ধরনের গোলাপ ফুল দেখতে পাওয়া যায় কালো, গোলাপি, লাল, সাদা ও হলুদ ফুল দেখতে পাওয়া যায়। তবে আমাদের দেশে হলুদ ও কালো গোলাপ টা একটু কম পাওয়া যায়। কালো গোলাপ দেখতে বেশ চমৎকার লাগে আমার কাছে কালো গোলাপ অনেক ভালো লাগে। তবে এই কালারের ফুলটিও বেশ ভালো লাগে।

দ্বিতীয় ফটোগ্রাফি

IMG_20241008_231542.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

গোলাপের ভিতর লাল রঙের গোলাপটিও বেশ সুন্দর। গোলাপ ফুল দেখতে এত সুন্দর বলেই হয়তো গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয়েছে। লাল টকটকে গোলাপটি দেখতে খুবই চমৎকার। সকালে গোলাপকে আমি ফোটা অবস্থায় দেখতে পেয়েছিলাম। ফুলটি দেখতে বেশ ভালো লাগছিল যার কারনে আমি গোলাপের একটি সুন্দর ছবি তোলার চেষ্টা করি।

তৃতীয় ফটোগ্রাফি

IMG_20240909_072112.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

এখন যে ফুলটি দেখতে পারছেন এই ফুলটি হয়তোবা সবার কাছে অতি পরিচিত কারণ আমাদের বাড়ি আশেপাশে এ ধরনের ফুল দেখতে পাওয়া যায় হলো। সন্ধ্যা তারা সাধারণত সন্ধ্যার দিকে ফোটে বলেই হয়তো এই ফুলকে সন্ধ্যা তারা ফুল বলা হয়েছে। এই ফুলটি নানা রঙের দেখতে পাওয়া যায় গোলাপি, লাল, হলুদ ও সাদা সহ নানা রকম ফুল দেখা যায়। গাছে দেখতে মাঝারি সাইজের কান্ড নরম এবং পাতাগুলো সবুজ।

চতুর্থ ফটোগ্রাফি

IMG_20241008_231401.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

আনার এই ফটোগ্রাফিতে যে ফুলটি দেখতে পারছেন এই ফুলটা হয়তোবা অনেকের কাছে অচেনা হয়ে থাকতে পারে। আবার অনেকে হয়তো বা চিনে থাকতে পারেন। অঞ্চল ভেদে এই ফুলটির নাম হয়তোবা ভিন্নতা হতে পারে কিন্তু আমরা এই ফুলটিকে বোতল ব্রাশ ফুল হিসেবে চিনি। ফুলটি দেখতে অনেকটা প্লাস্টিকের ঝাড়ুর মত। লম্বা ডালের সাথে লম্বা লম্বা চিকন চিকন নরম অংশ দিয়ে গঠিত হওয়া ফুলটি দেখতে খুবই সুন্দর।

পঞ্চম ফটোগ্রাফি

IMG_20240511_095112.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

আমার এ ফটোগ্রাফি তে আপনারা যে গাছটি দেখতে পারছেন এই গাছটি সবার কাছে পরিচিত কারণ ছোট থেকে বড় সবাই এই গাছের ফল খেতে আমরা অনেক পছন্দ করি এটি হলো একটি আম গাছ। এই আম গাছটির আম একটু ভিন্ন কারণ আমার জানামতে আমি এমন আম কখনো দেখিনি। এ আম গাছ থেকে আমগুলো দেখতে অভিকল সফেদার মত। আম ছোট থাকা অবস্থায় আমগুলো দেখতে সবুজ বর্নের হয়ে থাকে। কিন্তু একটু বয়স হতে না হতে আমগুলো দেখতে সবেদার মত রং ধারণ করে। এমনকি পাকা অবস্থায় আমগুলো দেখতে সফেদার মতই লাগে।আমাদেই গাছের এই আম গুলো পাকলেও খেতে অনেক সুস্বাদু লাগে।

ষষ্ঠ ফটোগ্রাফি

IMG_20240921_164046.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

টগর ফুল আমার কাছে অনেক ভালো লাগে কারণ ছোট ছোট ফুল গুলো দেখতে পেয়ে চমৎকার। শুভ্র সাদা ফুল গুলো দেখতে সবুজ পাতার ফাঁকে অসাধারণ লাগে যদিও এই ফুলের কোন তেমন কোন গন্ধ নেই। এটা হল জংলি টগর। ঘন পাতা পাতার ফাকে ফাকে যখন সাদা ফুল ফোটে তখন গাছ ভরা ফুলগুলা দেখতে খুবই অসাধারণ লাগগে।

সপ্তম ফটোগ্রাফি

IMG_20241008_231306.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

এইটা আমাদের পোষা বিড়াল ছিলো নাম ছিলো ব্লাক ডাইমন্ড। এই বিড়ালটা আইয়ানের বাবা অফিস থেকে নিয়ে আসেছিলো। দীর্ঘদিন ধরে আমাদের সাথে এই বিড়ালটি ছিলো। আমাদের বাসায় আসার পর থেকেই বিড়ালটি এখানে বসে থাকে। যদিও তার এখানে বসে থাকার কারনও ছিলো। আমাদের বাড়িতে দুইটি বাজিগরভপাখি ছিলো। যেদিন থেকে সে এই দুইটি পাখি দেখেছে সেদিন থেকেই বিড়ালটি এখানে বসে থাকে।

পোস্টের ধরনরেনডম ফটোগ্রাফি
ফটোগ্রাফারতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9UniEffY71uXAzuZtr4JAgX4jZYiYXQRuSdkfuodMWjy7aJ4htVBWAyaLguDPMFRbZn4zMbUXX3NDtGhNscV41aZJYn.png

Sort:  
 2 months ago 

বাহ বিড়ালের নাম ব্লাক ডাইমন্ড। বেশ সুন্দর নাম তো। ফুলগুলো দেখতে বেশ চমৎকার লাগছে। সুন্দর করেছেন ফটোগ্রাফি গুলো। অন্য ফটোগ্রাফি গুলো বেশ ভালো ছিল। সবমিলিয়ে দারুণ করেছেন আপনি ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

 2 months ago 

আপনার প্রশংসা মুখরিত মতামত শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাই।

 2 months ago 

বাহ আপু আপনার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর সুন্দর গোলাপ ফুলের কালার সত্যি অনেক ভালো লাগলো দেখে। তাছাড়া অন্যান্য ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

গোলাপ ফুল গুলো আপনার অনেক পছন্দ হয়েছে জেনে খুশি হলাম।

 2 months ago 

আপনি আজকে দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন আপু। গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

আপনি দেখছি আজকে আমাদের মাঝে বেশ কিছু এলোমেলো ফটোগ্রাফী শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা বিড়ালের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। আসলে, বিড়াল আমার খুবই প্রিয় একটি প্রাণী।

 2 months ago 

আমার মত আপনারও যে বিড়াল অনেক পছন্দের জেনে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো আসলে অনেক চমৎকার ছিল। বোতল ফুলটি দেখতে অনেক চমৎকার লাগছে আপু। ছোট ছোট আম গুলো দেখেই খেতে ইচ্ছে করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার কাছে বোতল ব্রাশ ফুলটি ও আমের ছবিটি দেখতে খুবই ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

বিড়াল টার খুব সুন্দর একটা নাম দিয়েছেন। যাই হোক দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আম গাছটার ফটোগ্রাফি দেখে তো আমগুলো খেতে ইচ্ছে করছে। অনেক ধন্যবাদ আপু দারুন ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 months ago 

জি আপু বিড়ালটার গায়ের রং কালো ছিল এর জন্য ওর নাম রেখেছিলাম ব্ল্যাক ডায়মন্ড। আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 months ago 

খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আজকে আপনি। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো এবং বিড়ালের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো।বোতল ব্রাশ এই ফুলটি অসাধারণ হয়েছে। তবে এই ফুলের নাম মনে হয় এই প্রথম শুনলাম আমি। তবে সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 months ago 

আপনিও যে আমার মত বোতল ব্রাশ ফুলের নামটি প্রথম শুনলেন জেনে ভালো লাগলো।

 2 months ago 

ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে আপু। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি সুন্দর লাগছে। অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন আপু। দারুন সব ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো ফটোগ্রাফি দেখে।

 2 months ago 

চেষ্টা করি আপু সুন্দর করে ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 months ago 

কালো গোলাপ আমার খুব ভালো লাগে। নার্সারিতে গেলে মাঝেমধ্যে কালো গোলাপ দেখার সুযোগ পাই। যাইহোক খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। ফুলের ফটোগ্রাফি করতে আমারও খুব ভালো লাগে। তবে আমার কাছে দ্বিতীয় ফটোগ্রাফিটা খুব ভালো লেগেছে। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 95076.63
ETH 3277.51
USDT 1.00
SBD 3.26