নাটক রিভিউঃ ধনী গরিবের লড়াই [পর্ব- ১২ তম] ❤️

in আমার বাংলা ব্লগ4 days ago (edited)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।


আজ ২৭ অক্টোবর ২০২৪ ইংঃ রোজ রবিবার। ।

বাংলায় ১১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ ।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........

আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার নতুন ব্লগে সকল ভাই ও বোনদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি।আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজ আমি ধনী গরিবের লড়াই নাটকের ১২ তম পর্ব নিয়ে কথা বলবো।এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকটি প্রতিনিয়ত রিভিউ করার জন্য সিদ্ধান্ত নেয়েছি। আসলে ঈগল টিম বেশ চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে। সবাই যেদিকে হাতে ঈগল টিম পুর ব্যতিক্রম ভাবে কাজ করছে।ঈগল টিমের নাটক গুলা খুবই সামাজিক ও শিক্ষানীয়। আশা করি আমার নাটক রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ব্যাক্তিগত ভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারনে আপনাদের মাঝে রিভিউ টা নিয়ে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক।

নাটকের পোস্টার

IMG_20241026_231529.jpg


IMG_20241026_232114.jpg

IMG_20241026_232142.jpg

নাটকের প্রথমে দেখা যায় মোড়ল বাড়ির ছোট ছেলে রতন একটি মাইক্রো দিয়ে রিমা শশুরের রিক্সায় ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার পর রতন সেখানে দৌড়ায় যায় এবং তার বোনকে প্রশ্ন করে বোন তুই ঠিক আছিস তো। এরপর রিমা তার ভাই কে প্রশ্ন করে ভাই তুই এমন কাজ করতে পারলি। তখন রতন বলে আমি তো তোকে মারতে চাইনি এই গরিব রিক্সাওয়ালাকে মারতে চেয়েছি। এরপর রতন সেখান থেকে পালিয়ে যায়। এদিকে এ নায়কের বন্ধু এসে নায়ক কে খবর দেই তোর বাবা এক্সিডেন্ট করেছে। এরপর নায়ক দৌড়ে সেখানে যাই।

IMG_20241026_232225.jpg
এরপর দেখা যায় মোড়ল সাহেব মোড়ল বাড়ির মাস্টারের সাথে কথা বলছে।ঠিক সেই মুহূর্তে সেখানে রতন গিয়ে হাজির হয়। মোড়ল সাহেব রতনকে জিজ্ঞাসা করে ওদিকের কি অবস্থা তখন রতন বলে কাজ হয়ে গেছে। তখন মোড়ল সাহেব বলে লাশ কোথায়। তখন রতন বলে মরেনি হাত-পা ভেঙে গেছে। ওই গরিব রিক্সাওয়ালার সাথে রিমা ও ছিল। এরপর মোড়ল সাহেব এ কথা শুনে রতনের উপর রেগে যায় এবং সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়।

IMG_20241026_232248.jpg

IMG_20241026_232312.jpg
এরপর নায়ক দেখে তার বাবাকে গ্রামের কয়েকজন লোক ধরে ডাক্তারের কাছে নিয়ে গেছে এবং তার বাবার পায়ে অনেক আঘাত লেগেছে। ডাক্তার নায়ক কে বলে দিল কিছুদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আবার এদিকে দেখা যায় নায়িকা তার বাবার বাসায় অতএব মোড়ল বাড়িতে গেছে। রিমা মোড়ল বাড়িতে গিয়ে অনেক চিল্লাপাল্লা করে এবং তার মা ও ভাবিদেরকে বলে আসে আমি তোমাদের সবার নামে মামলা করব।এই কথা বলে রিমা সেখান থেকে চলে আসে।

IMG_20241026_232349.jpg

IMG_20241026_232411.jpg
এদিকে এ নায়ক তার বাবাকে বাড়িতে নিয়ে আসে এবং তার মাকে ডাকে। তার মা যখন দেখে নায়কের বাবা অনেক অসুস্থ তখন তার মা অনেক কান্নাকাটি করে। এরপর নায়ক যখন তার মাকে জিজ্ঞাসা করে মা রিমা কোথায়। তখন তার মা বলে বৌমা তো বাড়ি আসেনি। এরপর নায়কের বাবা বলে বৌমা হয়তো মোড়ল বাড়িতে গেছে। এরপর নায়ক তার বাবাকে রেখে রিমার খোঁজে মোড়ল বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।এরপর নায়ক যখন মোড়ল বাড়িতে গিয়ে রিমা বলে চিল্লায় তখন মোড়ল বাড়ির সবাই ঘর থেকে বাহিরে বের হয়ে আসে। সুরুজ নায়কের গায়ে হাত তুলতে যায় ঠিক সেই মুহূর্তে সুরুজ এর মা বলে জামাই এর গায়ে হাত দিবি না। তখন সুরুজ বলে তুমি আমার মা হতেই পারো না। তখন মোড়লের বউ বলে ছোট বউ তুই এই বাড়িতে ঠিক তখন সুলতানা বলে ওঠে আমি যে তোমাকে ফিরিয়ে এনেছি। এরপর নায়ক সেখান থেকে বাড়ি ফিরে আসে।

IMG_20241026_232459.jpg

IMG_20241026_232514.jpg

এরপর দেখা যায় মোড়ল বাড়ির মেজে বউ ও ছেলে এক জায়গায় বসে কথা বলছে। তখন মেজে ও তার স্বামীকে বলে ওঠে জানো আজ রিমা এসেছিল। তখন তার স্বামী বলে রিমা কি জন্য এসেছিল রিমা তো এই বাড়িতে আসা নিষেধ। তখন তার বউ বলে রতন আজ মাইক্রো দিয়ে তার শ্বশুরকে মারার চেষ্টা করেছিল। তখন বলে এ মরেনি তার বউ বলে না।তারপর তার বউ বলে জানেন রিমা বলে গেছে সবার নামে মামলা করবে। এদিকে দেখা যায় রিমা ও সোহাগ গেছে পুলিশের কাছে মামলা করতে।এরপর রিমা ও সোহাগ পুলিশকে পুরো ঘটনাটা খুলে বলে। এরপর পুলিশ বলে তারা খুবই অন্যায় কাজ করেছে। এরপর পুলিশ তাদের মামলা লিখে নেয়।

IMG_20241026_232550.jpg

IMG_20241026_232617.jpg

এদিকে দেখা যায় নায়কের দুই বন্ধু মোড়ল বাড়িতে উঁকি ঝুঁকি দিচ্ছে সুলতানাকে দেখার জন্য। ঠিক সেই মুহূর্তেই মোড়ল বাড়ির কাজের মেয়ে ও সুলতানা ওই দিক দিয়ে যাচ্ছিল এবং ওদেরকে দেখে ফেলে। দেখে ফেলার পর পেছন থেকে কলার চেপে ধরে নায়কের দুই বন্ধুর। সুলতানা বলে কিছুদিন ধরে তোরে খুব জ্বালাচ্ছিস আজ তোদের পেয়েছি। তখন নায়কের বন্ধুরা বলে আমাদের ময়না পাখি হারিয়ে গেছে আর এদিকে এসেছে আমরা তাই খুজতেছি। তখন সুলতানা বলে ময়না পাখি হারাইছে না কি হারাইছে দেখতেছি এবার।

IMG_20241026_232636.jpg

IMG_20241026_232655.jpg
এরপর দেখা যায় সুলতানা ও কাজের মেয়ে তাদের দুইজনকে ধরে নিয়ে গেছে এবং গাছের সাথে বেঁধে রেখেছে। এরপর সেখানে মোড়ল সাহেব ও রতন এবং লাঠিয়ান সেখানে হাজির হয়। এরপর সুলতানা তার বাবাকে এ সব কথা খুলে বলে। সুলতানা যখন তাদের গায়ে লাঠি দিয়ে আঘাত করতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে এই মোড়ল সাহেব বলে তুমি মারবে কেন লাঠিয়ান থাকতে। মোড়ল সাহেব লাঠিয়ান কে বলে ওদেরকে মেরে হাত-পা ভেঙে নদীতে ফেলে দিয়ে আসো। এদিকে দেখা যায় মাস্টার মোড়লের বউ এবং বৌমাদের সাথে কথা বলছে ঠিক সেই মুহূর্তে নাটকটি আগামী পর্বে দেখিয়ে দেই। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।

পোস্টের ধরননাটক রিভিউ
নাটকের নামধনী গরিবের লড়াই-১২
পরিচালকসুলাইমান।
অভিনয়েইফতি,জান্নাতুল মাওয়া, রাফি ইসলাম সৌরভ, মায়া মিম, জাহাঙ্গীর কবির ও আরও অনেকেই।
দৈর্ঘ২০ মিনিট ০০ সেকেন্ড
মুক্তির সময়০৬ আগস্ট ২০২৪ খ্রিঃ



এরপর নাটকটি শেষ হয়ে যায়.............


নাটক দেখার লিংক



নাটকটি আমার কাছে খুবই ভালো লাগছে। যেহেতু নাটকটি পর্বের নাটক সেহেতু যত পর্ব বাড়বে নাটকটি ততই আকর্ষণীয় হবে। এ নাটকে যারা অভিনয় করেছে তারা খুব সুন্দর ভাবেই তাদের চরিত্র উপস্থাপন করেছে। নাটকটির রেটিং ০৮/১০ দিলাম।


পোস্টের বিষয়নাটক রিভিউ
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


Logo.png

Banner.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzhaNegdxYknk1uT5VhJBfVGuCpuCXpYcAodjMGpNcjvdjUztoxYcrGuRKnU5gskaKnfFe8MhU9Jtg4C94.png

Sort:  
 4 days ago 

নাটক যেমন বিনোদন তেমনি শিক্ষনীয় বিষয়। তাই আমি নাটক দেখতে অনেক পছন্দ করে। আজকে আমাদের মাঝে ধনী গরিবের লড়াই নাটকটা ১২ তম পর্ব আপনি রিভিউ করে শেয়ার করেছেন। এ থেকে বেশ অনেক কিছু দেখার ও জানার ছিল। চেষ্টা করব আপু হয়ে নাটকের অংশগুলো দেখার জন্য।

 4 days ago 

নাটকটি দেখবেন আশা করি অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 4 days ago 

আপু আজ আপনি নাটকটির ১২ তম পর্ব আমাদের সাথে শেয়ার করেছেন। প্রত্যেকটি পর্ব যদিও আমার পড়া হয়নি তবে এই পর্বটি পড়ে বেশ ভালো লাগলো। এক সময় এ ধরনের নাটক অনেক দেখা হতো কিন্তু এখন সময়ের অভাবে এই নাটকগুলো দেখা হয় না। তবে নাটকগুলো রিভিউ পড়তে বেশ ভালো লাগে। সময় পেলে অবশ্যই নাটকটি দেখবো।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ভাবে নাটকটির রিভিউ করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 days ago 

আপনার মূল্যবান অভিমত প্রকাশের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 4 days ago 

আপনি অনেক সুন্দর করে ধনী গরিবের লড়াই নাটকের ১২ তম পর্বের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। এই নাটকটা আমার কাছে অনেক সুন্দর লাগে। আপনি অনেক সুন্দর করে রিভিউ টা শেয়ার করেছেন। সবাই নাটকটা না দেখলেও কাহিনীটা ভালোভাবে জেনে নিতে পারবে এই পোস্ট পড়ে। অপেক্ষায় থাকলাম এই নাটকের পরবর্তী পর্বের রিভিউ পড়ার জন্য।

 4 days ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।পরবর্তী পর্ব খুব শীঘ্রই আমি আপনাদের মাঝে শেয়ার করব।

 4 days ago 

বেশ সুন্দর নাটক রিভিউ করছেন আপনি আপু। নাটকের কয়েকটি পর্ব আমি দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে। ধনী গরিবের লড়াই নাটকটি গ্রামীন বাস্তবতায় তৈরি। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর নাটকের আজকের পর্বে শেয়ার করার জন্য।

 3 days ago 

ঈগল টিমের নাটকগুলো খুবই সুন্দর সামাজিক এবং শিক্ষনীয়। বাকি পর্বগুলো দেখবে আশা করি অনেক ভালো লাগবে।

 4 days ago 

নাটকটি আমি দেখেছি আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে সব পর্ব দেখা হয়নি, আজকের পর্বটি আপনি খুবই সুন্দরভাবে রিভিউ করেছেন। পড়ে ভালো লাগলো।

 3 days ago 

আপনি নাটকটি দেখেছেন শুনে খুবই ভালো লাগলো ভাই। ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

দেখতে দেখতে আপনি আজকে ১২ তম পর্ব আমাদের মাঝে শেয়ার করে ফেললেন। যদিও এই পর্ব গুলো আমার দেখা হয়নি কিন্তু আপনার পোস্টের মাধ্যমে কিছু পর্ব পড়া হয়েছে। ঈগল টিমের প্রতিটা নাটক কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে।ধন্যবাদ আপু পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 days ago 

আপনি এই নাটকের আগের পর্বগুলো আমার পোষ্টের মাধ্যমে পড়েছেন জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.17
JST 0.030
BTC 72635.47
ETH 2644.55
USDT 1.00
SBD 2.59