ফটোগ্রাফি পোস্টঃ আমার ধারণ করা কিছু এলোমেলো ফটোগ্রাফি 📸❤️

in আমার বাংলা ব্লগyesterday
আসসালামু আলাইকুম/আদাব

🌿🥰👰🥀আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ৩০ সেপ্টেম্বর রোজ সোমবার ২০২৪ ইং:।

হ্যালো আমার বাংলা ব্লগ বাসি........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমার পরিবার পরিজনকে নিয়ে আপনারাও নিশ্চয়ই অনেক ভালো আছেন পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের মাঝে কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করবো।ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। ঠিক তেমনই ফটোগ্রাফি পোস্ট দেখতে ও আমি অনেক পছন্দ করি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

প্রথম ফটোগ্রাফি

IMG_20240929_103919.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

প্রথম ফটোগ্রাফিতে আপনারা যে দৃশ্যটি দেখতে পারছেন এটা একটা বিল। আর এই বিলে রয়েছে বেশ কিছু নৌকা আর জেলেরা সেখানে মাছ ধরছে।আর জেলেরা যখন মাছ ধরছে এই দৃশ্যটি দেখতে আরো অনেক বেশি চমৎকার লাগছে। জেলেরা নদীর মাঝে কিছু বাঁশ দিয়ে জাল পাতার জন্য চৌঙ তৈরি করেছে এবং তার সাথে যাতে তারা ওখানে দাঁড়িয়ে মাছটা ধরতে পারে সেই সিস্টেমে করে রেখেছে। এই বিলের মাঝে ছোট্ট একটা কুঁড়েঘর আছে এজন্য দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছে।এই বিলের চারপাশে গাছ গাছালিতে ভরা আর মাঝখানে পানি আর বেশ কিছু নৌকা। এক কথায় বলতে গেলে অসাধারণ একটা পরিবেশ।

দ্বিতীয় ফটোগ্রাফি

IMG_20240821_000435.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

দ্বিতীয় ফটোগ্রাফিতে আপনারা যে ছবিটি দেখতে পারছেন এটা হলো বাওশা নদীর একটি অংশ। নদীটি দেখতে খুবই সুন্দর এবং নদীতে রয়েছে ইঞ্জিন চালিত অনেক নৌকা। এই নদীর সাথে যে ফসলি জমিগুলো আছে সেই জমি গুলো ও অনেক বৃষ্টি হওয়ার কারনে ডুবে গেছে। আর এই জমিগুলো পানিতে ডুবে যাওয়ার কারণে মানুষের যাতায়াতের পথ ডুবে গেছে। তাই মানুষ এই ইঞ্জিন চালিত নৌকার সাহায্যে যাতায়াত করছে। এই ইঞ্জিন চালিত নৌকাগুলো বেশ বড় বড় এবং নৌকায় একসাথে অনেক মানুষের যাতায়াত করছে।

তৃতীয় ফটোগ্রাফি

IMG_20240929_103843.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

তৃতীয় ফটোগ্রাফিতে আপনারা যে ছবিটি দেখতে পারছেন এটা হল সূর্য অস্তের দৃশ্য। আমি একদিন বিকেলে বাসা থেকে ঘুরতে বের হয়েছিলাম ঠিক সেই মুহূর্তে এই দৃশ্যটি আমার চোখে বাঁধলো তাই আমি সাথে সাথে ক্যামেরায় বন্দি করে নিলাম।সূর্য অস্তের দৃশ্যটি দেখতে খুবই দারুণ লাগছে।

চতুর্থ ফটোগ্রাফি

IMG_20240929_104009.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

চতুর্থ ফটোগ্রাফি তে আপনারা যে পাখি গুলো দেখতে পারছেন এ হলো বাজিগার পাখি। পাখি গুলো দেখতে অনেক সুন্দর। পাখিগুলোর গায়ের রং ও অনেক দারুন। আমি পাখি অনেক পছন্দ করি। পাখিগুলো দেখলে যেন মন ভরে যাচ্ছে। পাখির কিসির মিসির ডাক শুনতে কার না ভালো লাগে বলুন। একসাথে পাখিগুলো বসে যখন ডাকছে দেখতে এবং তাদের ডাক শুনতে অসাধারণ লাগছে।এই খাঁচার মধ্যে মোট চারজোড়া বাজিগার পাখি আছে। তার মধ্যে তিন জোড়া হলুদ রঙের আর এক জোড়া সাদা রংয়ের বাজরার পাখি। এদের ঠোঁট অনেক ধারালো কিন্তু গায়ের পালকগুলো খুবই নরম।

পঞ্চম ফটোগ্রাফি

IMG_20240929_104055.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location
পঞ্চম ফটোগ্রাফি তে আপনারা যে পাখি দেখতে পারছেন এই পাখিটার নাম ঠিক আমি বলতে পারছি না। কিন্তু পাখি দুইটা দেখতে খুবই সুন্দর। এই পাখি দুইটার গায়ের রং ছিল সাদা ও কালোর মিশ্রণে মিশ্রিত। এই পাখি এর ঠোঁটের কালার ছিল লাল। এই পাখিগুলা চিনা খেতে অনেক পছন্দ করে। এই পাখিগুলো খুবই অল্প বয়সে ডিম দেই এবং বাচ্চা ফুটাই। পাখিগুলো আহামরি বড় বড় হয় না একেবারে ছোট না মিডিয়াম সাইজের হয়।
ষষ্ঠ ফটোগ্রাফি

IMG_20240929_104030.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

ষষ্ঠ ফটোগ্রাফিতে আপনারা যে পাখি গুলো দেখতে পারছেন না হলো ককটেল পাখি। পাখিগুলো আমি যখন প্রথম দেখেছিলাম তখন পাখিগুলো দেখে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। পাখি গুলো অনেক বড় বড় হয় এবং তাদের গায়ের রং অনেক সুন্দর। পাখিগুলোর মাথার উপরে সুন্দর ঝুট আছে এজন্য আরো দেখতে অনেক বেশি সুন্দর লাগে।আপনারা এখানে যে পাখিগুলা দেখতে পারছেন সব গুলাই ট্রেনিংপ্রাপ্ত পাখি কারণ পাখি গুলো কথা বলতে পারে।এই পাখির লেজ ও অনেক বড় বড় হয়ে।

সপ্তম ফটোগ্রাফি

IMG_20240929_104201.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

সপ্তম ফটোগ্রাফিতে আপনারা যে পাখিগুলো দেখতে পারছেন এটা হল অস্ট্রেলিয়ান ঘুঘু। ঘুঘু গুলো অন্যান্য ঘুঘু পাখির চেয়ে অনেক বড় বড় হয়।পাখি গুলো খুব অল্প দিনের মধ্যে ডিম দিয়ে থাকে এবং এবং খুব অল্প কিছু দিনের ভেতর বাচ্চা ও ফুটায়।একাকটা ঘুঘু পাখি কবুতরের মতো বড় বড়।

পোস্টের ধরনফটোগ্রাফি পোস্ট
ফটোগ্রাফারতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzjjykmKNTLoJP77ivQzD4PuPvBE59ajgn569aqbQ6EhViSzEiCCcvdZ2Dvj8hgbfXdEMo2YxH2GcL4qka.png

Sort:  
 yesterday 

খুব সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আসলে এলোমেলো ফটোগ্রাফি দেখতে অনেক ভালো লাগে। আর এই ফটোগ্রাফির বর্ণনাও ছিল অসাধারণ।

 yesterday 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 yesterday 

খুব চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 21 hours ago 

ফটোগ্রাফি গুলো ভালো লাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 yesterday 

আপু আপনার ধারন করা ফটো্গ্রাফি গুলো কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। প্রকৃতি আর পাখির দারুন সমন্বয় ঘটিয়েছেন আপনি আপনার ফটোগ্রাফি পো্স্টে। আমার কাছে আপনার পোস্টটি অসাধারণ মনে হয়েছে। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 21 hours ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।

 yesterday 

ওয়াও আপনি আজকে আমাদের মাঝে চমৎকার কিছু ফটোগ্রাফি ধারণ করে শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। প্রত্যেকটি ফটোগ্রাফির আপনি বেশ সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে প্রথম শেয়ার করা ফটোগ্রাফিটি। ধন্যবাদ এত সুন্দর ভাবে ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 21 hours ago 

আমার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 yesterday 

বিভিন্ন রকমের ফটোগ্রাফি নিয়ে আজকের ফটোগ্রাফি পোস্ট সাজিয়ে তুলেছেন আপু।আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মতো।বিশেষ করে সূর্যাস্তের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।

 21 hours ago 

চেষ্টা করেছি সুন্দর করে ফটোগ্রাফি গুলো করার। সূর্যাস্তের ফটোগ্রাফি টা ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ।

 yesterday 

আজ আমার কাছে প্রথম এবং তৃতীয় ছবিটি অনেক বেশি ভালো লেগেছে। আসলে আপনার এই ছবিগুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এছাড়া অন্যান্য ছবিগুলো অনেক বেশি ভালো ছিল। আপনি প্রতিটা ছবির বর্ণনা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর কতগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 21 hours ago 

আপনার কাছে প্রথমও তৃতীয় নম্বর ছবিটি ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 yesterday 

নদীর পাড়ের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে আপু। এরকম দৃশ্যগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। পাখি গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আমারও বেশ কিছু পাখি ছিল। এখন আর নেই আপু। দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। অনেক ভালো লাগলো দেখে।

 21 hours ago 

আপু আপনি ঠিকই বলেছেন নদীর পাড়ের দৃশ্যগুলো দেখলে শরীল ও মন দুইটাই অনেক ভালো হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 18 hours ago 

অনেক সুন্দর সুন্দর কিছু ফাটাফাটি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করার ফটোগ্রাফি গুলো দেখে চোখ ফেরানো মুশকিল। বিশেষ করে বিলের ফটোগ্রাফি এবং বাজরিগার পাখির ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে।

 13 hours ago 

আপনার কাছে বিলের ফটোগ্রাফি ও বাজিগার পাখির ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 13 hours ago 

গোধূলির ফটোগ্রাফিটি দুর্দান্ত হয়েছে আপু। আর পাখিগুলো দেখেও অনেক ভালো লাগলো। পাখিগুলো দেখতেও অনেক সুন্দর লাগছে। চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 13 hours ago 

আপনার গঠন মূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 63787.47
ETH 2643.68
USDT 1.00
SBD 2.83