ক্রিয়েটিভ রাইটিংঃ সময় থাকতে মূল্য দিতে শেখো।
👰🥀আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি আমার পরিবারের সবাই কে নিয়ে।আপনারাও নিশ্চয়ই অনেক ভালো আছেন আপনাদের পরিবার পরিজনদেরকে নিয়ে।এ দুইদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে পরিবেশটা অনেক ঠান্ডা।প্রতিদিনের মতো আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয় উপস্থাপন করার চেষ্টা করবো। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে এবং শিখতে পারি। যেগুলা হয়তো আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে। আশা করি আপনাদের কাছে আমার লেখাকে ক্রিয়েটিভ রাইটিংটি অনেক ভালো লাগবে।
একটা ছোট্ট শহরে রূপক নামের এক যুবক বসবাস করতো। রূপক খুবই প্রতিভাবান ও উদ্যমী ছিল, কিন্তু তার একটাই সমস্যা ছিল সে কখনোই সময়মত কোন কাজ করতে পারতো না। সবকিছুতেই দেরি করা তার অভ্যাসে পরিণত হয়েছিল।
একদিন, রূপক একটি চাকরির ইন্টারভিউতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এটি ছিল তার স্বপ্নের চাকরি কিন্তু সে যথারীতি দেরি করলো। ইন্টারভিউয়ের জন্য নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারায় চাকরিটি অন্য একজন প্রার্থীকে দিয়ে দেওয়া হয়। রূপক হতাশ হলো কিন্তু বুঝতে পারলো না যে এটি তার সময় ব্যবস্থাপনার সমস্যার ফল।একদিন রূপক তার দাদুর সাথে বাগানে কাজ করছিল। দাদু তাকে একটি গল্প বললেন, বৃক্ষ যেমন সময়মতো পানি পেলে বড় হয়, তেমনি সময়মতো কাজ করলে জীবন সফল হয়। সময় থাকতে মূল্য দিতে শেখো, নাহলে জীবনের মূল্যবান সময়গুলো হাতছাড়া হয়ে যাবে।
রূপক দাদুর কথা মনে প্রাণে গ্রহণ করলো। সে বুঝলো যে, যদি সে সময়মত কাজ করতে পারে, তবে তার জীবন আরও সুন্দর ও সফল হতে পারে। রূপক নিজের অভ্যাস পরিবর্তন করার সিদ্ধান্ত নিলো।
প্রথমে সে প্রতিদিনের কাজগুলো একটি তালিকায় লিখতে শুরু করলো এবং প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিলো। সময়মত কাজ করার জন্য সে একটি অ্যালার্ম সেট করতো এবং তা অনুসরণ করতো। ধীরে ধীরে তার সময় ব্যবস্থাপনা উন্নত হলো এবং সে তার কাজগুলো সময়মতো শেষ করতে শিখলো।
একদিন রূপক আবারো একটি বড় সুযোগ পেলো। এইবার সে সময়মতো প্রস্তুতি নিয়ে ইন্টারভিউতে গেলো। তার দক্ষতা ও সময়ানুবর্তিতার কারণে সে চাকরিটি পেলো। তার এই সফলতার পিছনে ছিল তার দাদুর উপদেশ সময় থাকতে মূল্য দিতে শেখো।
রূপকের জীবন বদলে গেলো। সে এখন আর দেরি করে না এবং সময়ের গুরুত্ব বুঝে। তার জীবনযাত্রা উন্নত হলো এবং সে একজন সফল ও সম্মানিত ব্যক্তি হয়ে উঠলো। রূপকের এই পরিবর্তনের গল্পটা শহরের প্রতিটি মানুষের জন্য একটি শিক্ষা হয়ে রইলো। সবাই রূপকের মতোই সময়ের মূল্য বুঝে কাজ করতে শিখলো এবং তাদের জীবনেও সফলতা এলো।
মূলভাবঃ
গল্পটি রূপক নামের এক যুবকের জীবনের পরিবর্তনের কাহিনী। রূপক তার জীবনে সবকিছুতেই দেরি করতো, যার কারণে সে গুরুত্বপূর্ণ সুযোগগুলো হাতছাড়া করতো। দাদুর উপদেশে অনুপ্রাণিত হয়ে সে সময়মত কাজ করার গুরুত্ব উপলব্ধি করে এবং তার অভ্যাস পরিবর্তন করে। এর ফলে সে জীবনে সফলতা অর্জন করে এবং সময়ের গুরুত্বের মর্মার্থ বুঝতে শেখে। এইভাবেই রূপক শিখেছিলো, "সময় থাকতে মূল্য দিতে শেখো" এই মন্ত্রটি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। তার জীবনের এই শিক্ষাটি শুধু তার নিজের নয় বরং সবার জন্যই একটি উদাহরণ হয়ে রইলো।
পোস্টের বিষয় | ক্রিয়েটিভ রাইটিং |
---|---|
পোস্টকারী | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
আসলে আমাদের জীবনে সময়ের মূল্য খুবই অপরিসীম। যে ব্যক্তি সময় মূল্য দিতে পেরেছে সে নিশ্চয় সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। বলা হয়ে থাকে সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই সময়ের কাজ সময়ে করা উত্তম। এতো সুন্দর চমৎকার বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার করা সুন্দর মতামত পেয়ে সত্যি অনেক খুশি হলাম ভাইয়া। সময় কারো জন্য অপেক্ষা করে না তাই আমাদের উচিত সময়ের কাজ সময়ে করা।সময়ের কাজ সময়ে করলে জীবনে সফলতা আসবেই।
খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি।আসলে আমরা যদি সময়ের মূল্য দিতে না শিখি তাহলে আমরা কখনোই সফলতার কাছে পৌঁছাতে পারবো না৷ যদি আমরা কোন কাজ করতে চাই তাহলে আমাদেরকে সময় মত কাজ করতে হবে৷ আমরা যদি সময়ের কাজ সময়ে শেষ করতে পারি তাহলে আমাদের জীবনের সফলতা আসবে৷ আর যদি কোন ভাবে আমরা সময়ের গুরুত্ব দিতে না পারি তাহলে আমাদের জীবনে শুধু ব্যর্থতাই আসতে থাকবে৷ ধন্যবাদ এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান অভিমত প্রকাশ করার জন্য। আপনি ঠিকই বলেছেন ভাই আমাদের সময়ের কাজ সময়ে করতে হবে। কারণ সময়ের কাজ সময়ে না করলে আমরা কখনোই সাফল্যের মুখ চোখে দেখতে পারবো না।