জেনারেল রাইটিংঃ আজকের জীবনে প্রযুক্তির প্রভাব।

in আমার বাংলা ব্লগ17 hours ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ০৩ অক্টোবর রোজ বৃহস্পতিবার ২০২৪ ইং:।

বাংলায় ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ।

হ্যালো আমার বাংলা ব্লগবাসি.............

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি পরিবার-পরিজন নিয়ে। আশা করি আপনারাও নিশ্চয়ই সবাই ভালো আছেন পরিবার পরিজন নিয়ে। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার বাংলা কমিউনিটির সকল ভাই ও বোনদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের নতুন ব্লগটি শুরু করছি।আমি সপ্তাহে সাতটি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি।আজ সেই ধারাবাহিকতা বজায় রেখে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করলাম।আশাকরি আমার লেখা জেনারেল রাইটিংটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।

telework-6795505_1280.jpg

Source

আজকের জীবনে প্রযুক্তির প্রভাব

প্রযুক্তির অগ্রগতি আজকের জীবনকে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন কাজ থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, বিনোদন সবকিছুতেই প্রযুক্তির ছোঁয়া রয়েছে। ইন্টারনেট, মোবাইল ফোন, কম্পিউটার এই সবকিছুই এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

প্রযুক্তি আমাদের কাজগুলোকে অনেক সহজ করেছে। অফিসের কাজ থেকে শুরু করে কেনাকাটা, বিল পরিশোধ এবং সবকিছু এখন ঘরে বসেই করা যায়। ই-কমার্স সাইটগুলো আমাদের জীবনকে সহজতর করেছে, যেখানে আমরা কয়েক ক্লিকেই প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাই।

তবে প্রযুক্তির এই সুবিধার সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে। মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ কমে আসছে, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আমরা অনেক সময় বেশি সময় ব্যয় করি, যা বাস্তব জীবনের সম্পর্কগুলোকে প্রভাবিত করে। তাছাড়া প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে।

তবে, সঠিকভাবে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা এর সব সুবিধা নিতে পারি। সবকিছুই নির্ভর করে প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর। প্রযুক্তি আমাদের জীবনকে উন্নত করেছে, তবে এর ব্যবহারে সংযম ও সচেতনতা থাকা জরুরি, যাতে আমরা এর নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে পারি।

এইভাবে প্রযুক্তি আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে, যা আমাদের সামনে উন্মুক্ত করে দিয়েছে অসীম সম্ভাবনার জগৎ।


মূলভাব:

প্রযুক্তির অগ্রগতি আধুনিক জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছে। এটি যেমন আমাদের দৈনন্দিন কাজগুলো সহজ করেছে, তেমনি এর অতিরিক্ত ব্যবহার মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ কমিয়ে দিচ্ছে এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তবে সঠিকভাবে এবং সংযমের সঙ্গে প্রযুক্তির ব্যবহার করলে এর ইতিবাচক দিকগুলো কাজে লাগানো সম্ভব।


পোস্টের বিষয়জেনারেল রাইটিং
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনকালীগঞ্জ


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার মধ্যে ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


Logo.png

Banner.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzjjykmKNTLoJP77ivQzD4PuPvBE59ajgn569aqbQ6EhViSzEiCCcvdZ2Dvj8hgbfXdEMo2YxH2GcL4qka.png

Sort:  
 14 hours ago 

প্রযুক্তি আমাদের জন্য যত কল্যাণ বয়ে এনেছে তার পাশাপাশি কিন্তু অকল্যাণ রয়েছে। তবে আমাদের বুঝেশুনে ব্যবহার করতে হবে মাত্রায় অতিরিক্ত কোন জিনিস ঠিক নয়, তাই প্রযুক্তি সেভাবেই গ্রহণ করতে হবে যেন মাথায় অতিরিক্ত না হয়ে যায়।

 4 hours ago 

জ্বি আপু আপনি ঠিক বলেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61224.26
ETH 2383.35
USDT 1.00
SBD 2.55