জেনারেল রাইটিংঃ " বৃষ্টির অপেক্ষা "
🥰🥀আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো ব্লগ বাসি...........
কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমার নতুন পোস্টে সবাইকে স্বাগতম জানায়ে শুরু করছি।লেখালেখি করতে আমার বেশ ভালই লাগে। তাই যখন সময় সুযোগ পাই কমবেশি লেখালেখির কাজ করতে বসে যাই। আমি প্রতিনিয়ত ও আপনাদের মাঝে নিত্য নতুন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। তবে এর আগে কখনো জেনারেল রাইটিং শেয়ার করা হয়নি। আজ প্রথম আমি আপনাদের মাঝে জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো।জানিনা কতটুকু ভালো হবে তারপরও যথাসাধ্য চেষ্টা করেছি ভালো করে লেখার জন্য।লেখালেখি করতে আমার বরাবরই অনেক ভালো লাগে।বিশেষ করে বৃষ্টির দিনে আরো লেখালেখি করতে অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার লেখা জেনারেল রাইটিং আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
"বৃষ্টির অপেক্ষা"
শীতল একটা সন্ধ্যা। আকাশের মুখ ভার। ছোট্ট একটা শহরের এক কোণে, পুরনো একটা চায়ের দোকানে বসে আছে সায়ন। হাতে ধরা এক কাপ গরম চা। ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে সায়ন ভেবে চলেছে, জীবনের এই পর্বে এসে কেমন যেন সবকিছু থেমে গেছে। কাজ, পরিবার ও বন্ধুত্ব সবকিছুই যেন একটা নিয়মের মধ্যে বন্দী। কোনো নতুনত্ব নেই কোনো উত্তেজনা নেই।হঠাৎ করে বৃষ্টি নামল। ছোট্ট ফোঁটা ফোঁটা জল মাটির সাথে মিশে গিয়ে এক অপূর্ব সৌরভ ছড়াতে লাগল। সায়ন চায়ের কাপ হাতে নিয়ে দোকানের বারান্দায় গিয়ে দাঁড়াল। বৃষ্টির ছন্দময় শব্দ তার মনে কিছু একটা নাড়া দিল। অনেকদিন পর সে যেন কিছু অনুভব করছে।
চায়ের দোকানের সামনে দিয়ে এক মেয়ে হেঁটে যাচ্ছে। মেয়েটির পরনে ছিল একটা লাল শাড়ি, আর মুখে এক চিলতে হাসি। মেয়েটির চোখে সায়ন যেন হারিয়ে গেল। সেই মুহূর্তেই সবকিছু থেমে গেল কেবল সায়ন আর মেয়েটির চোখে চোখ। হঠাৎ মেয়েটি সায়নের দিকে ফিরে তাকাল, আর তার হাসি গভীর হয়ে গেল। সায়ন বুঝতে পারল, জীবনের প্রতিটা মুহূর্তের মতো এই মুহূর্তটাও আসলে সোনার মতো দামি। ছোট ছোট ব্যাপারগুলোই জীবনের বড় সৌন্দর্য নিয়ে আসে।
মেয়েটি হেঁটে চলে গেল, কিন্তু তার সেই হাসি সায়নের মনে গেঁথে গেল। বৃষ্টির সাথে মিশে গেল সায়নের মনের একাকীত্ব। বৃষ্টি থেমে গেল কিন্তু সায়নের মনে রয়ে গেল এক অদ্ভুত প্রশান্তি। এভাবেই এক সন্ধ্যায় বৃষ্টির সাথে মিলে গেল সায়নের একাকীত্ব, আর সে বুঝতে পারল জীবনের প্রতিটি মুহূর্তই অমূল্য।
মূলভাবঃ
গল্পটি জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তগুলোর সৌন্দর্য এবং তা থেকে উদ্ভূত উপলব্ধিকে তুলে ধরে। একঘেয়ে জীবনের মাঝে একটি বৃষ্টির সন্ধ্যা এবং একজন অপরিচিত মেয়ের হাসি প্রধান চরিত্র সায়নের মনে নতুন করে বেঁচে থাকার অনুভূতি জাগিয়ে তোলে। জীবনের ছোট ছোট ঘটনা ও মুহূর্তগুলোই যে আসল আনন্দের উৎস, সেটাই গল্পের মূল বার্তা।
পোস্টের বিষয় | জেনারেল রাইটিং |
---|---|
পোস্টকারী | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |