জেনারেল রাইটিংঃ "অমূল্য বন্ধন" ❤️❤️

in আমার বাংলা ব্লগ18 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ০৪ নভেম্বর রোজ সোমবার ২০২৪ ইং:।

বাংলায় ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ।

হ্যালো আমার বাংলা ব্লগবাসি......

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার নতুন পোস্টে ভিজিট করার জন্য স্বাগতম জানাচ্ছি। লেখালেখি করতে বরাবরই আমার অনেক ভালো লাগে আমি আগেও বলেছি। আমি সপ্তাহে সাতটি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। তার মধ্যে প্রতি সপ্তাহে একটি করে জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করে থাকি।আজও সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে একটি জেনারেল রাইটিং পোস্ট লিখে শেয়ার করলাম।আশাকরি আমার লেখা জেনারেল রাইটিং পোস্ট আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।

sunset-1807524_1280.jpg
Source

জীবনে চলার পথে অনেক চড়াই-উৎরাই আসে। কখনো আমাদের হাতে প্রচুর টাকা থাকে, কখনো আবার হাত একদম ফাঁকা। এই টাকার ওঠানামার মধ্যেই আমরা বুঝতে পারি, কারা আসল বন্ধু এবং কারা শুধুমাত্র স্বার্থের জন্য আসে। টাকার পরিমাণ কমলে অনেকেই আমাদের থেকে দূরে সরে যায়। অথচ যারা সত্যিকারের বন্ধু তারা অর্থের দিকে তাকায় না, বরং ভালোবাসা আর সম্মানটাকেই বড় করে দেখে। তাই জীবনে যখন কষ্ট আসে, তখন আমরা আমাদের চারপাশের মানুষদের আসল রূপটাও দেখতে পাই।এটা মনে রাখতে হবে যে টাকা সবকিছু নয়। কিছু সম্পর্ক আছে যেগুলো টাকার মাপকাঠিতে মাপা যায় না। যারা টাকা না থাকা সত্ত্বেও পাশে থাকে, তারাই জীবনের আসল সম্পদ।জীবনের প্রতিটি মোড়েই মানুষ চেনার নতুন নতুন অভিজ্ঞতা হয়। কখনো বন্ধুদের নিয়ে আনন্দে মেতে থাকি, কখনো আবার নিঃসঙ্গতার মধ্যে ডুবে যাই। তবে একটা সময় জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হলে আমরা আমাদের আশেপাশের মানুষদের প্রকৃত রূপ চিনতে শিখি। টাকার অভাব বা অর্থনৈতিক অসচ্ছলতা তখন অনেক কিছুই শেখায়। এমন সময়েই স্পষ্ট হয়ে যায় যে কারা সত্যিকারের আপন, আর কারা শুধুমাত্র স্বার্থের জন্য কাছে ছিল।

আমরা দেখেছি যখন কারো হাতে টাকা থাকে তখন চারপাশে অনেক মানুষ জড়ো হয়। সবাই ভালোবাসা দেখায় বন্ধু বলে পরিচয় দেয়, এমনকি অনেকেই নিজেদের খুব কাছের বলে দাবী করে। কিন্তু যখন এই টাকা ফুরিয়ে যায় বা কোনো কারণে অভাব দেখা দেয়, তখনই অনেক মানুষ ধীরে ধীরে দূরে সরে যায়। আমাদের সমাজে এই ঘটনা খুবই সাধারণ, যেখানে মানুষ কেবল নিজের লাভের দিকে তাকিয়ে সম্পর্ক তৈরি করে।

অর্থ বা সম্পদের অভাব জীবনে আসলেই কিছু সম্পর্কের টানাপোড়েন বোঝা যায়। স্বার্থপর মানুষগুলো তখনই মুখ ফিরিয়ে নেয়। অথচ যারা প্রকৃত বন্ধু তারা কখনো অর্থের মাপকাঠিতে সম্পর্ক মাপে না। তাদের কাছে ভালোবাসা, সম্মান আর বন্ধুত্বের মুল্যই বড়। টাকা থাকুক বা না থাকুক তারা সবসময় পাশে থাকে। এই ধরনের সম্পর্কই জীবনকে অর্থপূর্ণ করে তোলে জীবনকে আনন্দে ভরিয়ে রাখে। আমাদের আশেপাশে হয়তো এমন কিছু মানুষ আছে যারা আমাদের পাশে টিকে থাকে শুধুমাত্র ভালোবাসা আর বন্ধুত্বের টানে। তারা টাকার প্রয়োজনীয়তা বুঝলেও, কখনোই টাকার জন্য সম্পর্ক নষ্ট করতে চায় না।

তাই জীবনে যখনই কঠিন সময় আসে, আমরা ধৈর্য ধরে সেই মুহূর্তগুলো পার করার চেষ্টা করি। সেই সঙ্গে নিজের জীবনের সত্যিকারের বন্ধু বা প্রিয়জনদেরও চিনে নেওয়া সহজ হয়ে যায়। কারা আমাদের পাশে দাঁড়াতে পারে, কারা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, তা তখন স্পষ্ট হয়ে যায়। এমন বন্ধুদের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত যারা সব অবস্থাতেই আমাদের পাশে থাকে, টাকার অভাব দেখেও যারা মুখ ফিরিয়ে নেয় না।

সত্যিকারের বন্ধুত্ব বা সম্পর্ক কোনোভাবেই টাকার সঙ্গে তুলনা করা উচিত নয়। যারা অর্থহীন সময়েও আপনাকে ভালোবাসতে পারে, সাহায্যের জন্য হাত বাড়াতে পারে, তারাই জীবনের সেরা সঙ্গী। তাই আমাদের উচিৎ এই মানুষগুলোকে মুল্য দেওয়া এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকা। অর্থের এই অস্থায়ী ব্যবস্থাপনার মধ্যে দিয়ে জীবন কাটিয়ে যাচ্ছি, তাই জীবনের এই চিরন্তন সত্যটাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাই।


পোস্টের বিষয়জেনারেল রাইটিং
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবেন।ধন্যবাদ সবাইকে।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


Logo.png

Banner.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzhaNegdxYknk1uT5VhJBfVGuCpuCXpYcAodjMGpNcjvdjUztoxYcrGuRKnU5gskaKnfFe8MhU9Jtg4C94.png

Sort:  
 18 days ago 

সত্যিকারের বন্ধু চেনা বড় কঠিন ব্যাপার আপু। আসলে যাদের খুব ভালো বন্ধু বলে মনে হয় তারাও কখনো অনেকটা দূরে চলে যায়। আপনি একটা কথা ঠিক বলেছেন। টাকা জীবনে একটা বড় জিনিস। টাকা না থাকলে অনেক মানুষ দূরত্বে চলে যায়। আর যখন সঙ্গে টাকা আসে তখন অনেক মানুষ কাছের বন্ধু হয়ে যায়। আসলে মানুষ চেনার জন্য টাকা একটা বড় মানদণ্ড। কিন্তু যে মানুষ সব সময় সঙ্গে থাকে সেই জীবনে আসল বন্ধু।

 18 days ago 

সুন্দর মন্তব্য করে পাশে থেকে উৎসাহিত দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 18 days ago 

আসলে আপু সত্যিকারের বন্ধু কখনো টাকা না থাকলে দূরে যায় না। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে বিপদে মানুষ চেনা যায়। ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।

 18 days ago 

মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

 17 days ago 

স্বার্থপর মানুষগুলো আমাদের জীবনটাকে শেষ করে দেয়। আসলে এই মানুষগুলোকে চেনা মুশকিল হয়ে যায়। তবুও আমাদের সবকিছু মেনে নিতে হয় এবং মানিয়ে চলতে হয় আপু।

 17 days ago 

আপনি একদম ঠিক কথা বলেছেন আপু।

 13 days ago 

আসলে এখন মানুষ যে পরিমাণে খারাপ হয়ে গিয়েছে শুধুমাত্র তারা তাদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে৷ আর যদি তাদের এই স্বার্থ রক্ষা হয়ে যায় তাহলে তারা সেখান থেকেই চলে যায়৷ আসলে মানুষ এমনভাবে মুখোশ পরে থাকে যে তাদের চেনাও খুবই কষ্টকর হয়ে যায়৷ যাইহোক সবকিছু মেনে নিয়ে এভাবেই চলতে হবে৷ ধন্যবাদ সুন্দর পোস্ট শেয়ার করার জন্য৷

 13 days ago 

আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98129.50
ETH 3322.67
USDT 1.00
SBD 3.05