আর্ট পোস্টঃ বিভিন্ন ধরনের কালার পেন দিয়ে দুটি খরগোশের ছবি অংকন 🐰

in আমার বাংলা ব্লগlast month
আসসালামু আলাইকুম

🌷👰❤️আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ০২ অক্টোবর রোজ বুধবার ২০২৪ ইং:।

বাংলায় ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ।

হ্যালো বন্ধুরা.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হলাম। আর্ট করতে আমার বেশ ভালোই লাগে। যদিও এই বিষয়ে আমি খুবই দুর্বল আগেও বলেছি। যাই হোক এখন যতটুকু পারি ছবি আঁকি আর সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আমার আঁকা ছাবি আপনাদের অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।

ফাইনাল লুক

1727876307092.png

IMG_20241002_150301.jpg

IMG_20241002_150238.jpg

প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
কালার পেন
সিগনেচার

IMG_20241002_145653.jpg


প্রথম ধাপ

IMG_20241002_145715.jpg

প্রথমে আমি কালো কালি দিয়ে দুইটা (S) অক্ষরের মতো করে একে নিয়েছি। এরপর এস এর মাথার উপর ও মাঝখানে দুইটি ছোট দাগ এঁকে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20241002_145845.jpg

এস এর সাথে খরগোশ এর মাথা সহ কান ও পিঠের অংশ এঁকে নিয়েছি।

তৃতীয় ধাপ

IMG_20241002_145929.jpg

একইভাবে আবারো আমি কালো কালি দিয়ে বিপরীত পাশে মাথাসহ কান এবং পিঠের অংশ একে নিয়েছি।

চতুর্থ ধাপ

IMG_20241002_150020.jpg

এবার আমি খরগোশ দুইটির চোখ এবং মুখ একে নিয়েছে। দুইটা খরগোশের দৃষ্টিভঙ্গি আমি দুইভাবে এঁকে নিয়েছি।যেন খরগোশ দুটি দেখতে আলাদা মনে হয়।

পঞ্চম ধাপ

IMG_20241002_150117.jpg

IMG_20241002_150156.jpg

এবার আমি খরগোশ দুইটির কান ও নাকের অংশে লাল জরিপেন দিয়ে কালার করে দিয়েছি।

ষষ্ঠ ধাপ

IMG_20241002_150301.jpg
এরপর আমি তাদের মাথার উপর তিনটি লাভ একে নিয়েছি। এরপর আমার পুরো অংকনটির সম্পূর্ণ হয়ে গেছে।

পোস্টের ধরনআর্ট পোস্ট
চিত্র শিল্পীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUXGaiRn9DX9r5c2DWAQNHNoZ5hrXGJqhtgKLGQAeQr8BdBJSYULPQP4mApk71ony6BgrfSxEYmP4LcLmnTQjzuU.png

Sort:  
 last month 

সুন্দর সুন্দর এই ধরনের আর্ট গুলো অঙ্কন করতে এবং আর্টগুলো দেখতে দুটোই আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনি আজকে একটা আর্ট করেছেন। অনেক সুন্দর করে দুটি খরগোশ এঁকেছেন আপনি। আমার কাছে দেখতে অসম্ভব ভালো লেগেছে। কালার গুলো এত সুন্দর ভাবে করেছেন যে দারুণভাবে ফুটে উঠেছে। যে কারো কাছে ভালো লাগবে আপনার করা এই আর্ট।

 last month 

আমার অংকন করা খরগোশের আর্ট আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ উৎসাহিত দিয়ে পাশে থাকার জন্য।

 last month 

আপু প্রথমে আপনি দুটি এস লিখে দারুন ভাবে খরগোশ এঁকেছেন। কালকে আমি এই ভিডিওটি ইউটিউবে দেখছিলাম। ভাবছিলাম আঁকাবো কিন্তু আর আঁকানো হয়নি। তবে আজকে আপনার পোস্টে দেখতে পেরে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 last month 

জ্বি আপু আমি ও ইউটিউব দেখে এখেছি।খরগোশ দুটির অংকন ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

অনেক সুন্দর হয়েছে আপনার অংকন করা খরগোশের চিত্র। কালার পেইন্ট ব্যবহার করেছেন একাধিক তাই সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। অনেক অনেক ভালো লেগেছে আপনার সুন্দর এই আর্ট করতে দেখে।

 last month 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু। তবে আপনার লেখার ভেতর বাবার ভুল আছে তার আশাকরি ঠিক করে নিবেন।

 last month 

আপনি অনেক সুন্দর করে মনোযোগের সহিত বিভিন্ন ধরনের কালার পেন দিয়ে দুটি খরগোশের ছবি অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। তাছাড়া কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ছিল। আপনাকে অনেক ধন্যবাদ আপু এরকম বিভিন্ন ধরনের কালার পেন দিয়ে সুন্দর দুটি খরগোশের ছবি অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

 last month 

আপু আপনার অংকন করা খরগোশগুলো দেখতে খুবই কিউট লাগছে। এই ধরনের অংকন চিত্রগুলো দেখতে অনেক আকর্ষণীয় লাগে। আর আপনি খুব সুন্দর করে খরগোশ অংকন করেছেন। দারুন হয়েছে দেখতে।

 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার সুন্দর মতামত শেয়ার করে পাশে থেকে উৎসাহিত দেওয়ার জন্য।

 last month (edited)

বিভিন্ন রকমের কালার পেন দিয়ে কিউট দুটি খরগোশ অঙ্কন করেছেন আপু।খরগোশ গুলো দেখতে খুবই কিউট লাগছে। এত কিউট লাগছে যে যা বলার মত না। এরকম পেইন্টিং গুলো আমার অনেক ভালো লাগে।এত সুন্দর ভাবে কালার পেন ব্যবহার করে খরগোশ অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 last month 

আমার অঙ্গন করা খরগোশের আর্টটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

 last month 

চমৎকার একটা ধারণা পেয়ে গেলাম আজকের এই সুন্দর আর্ট দেখে। দুইটা এস এর সমন্বয়ে এত সুন্দর ভাবে দুইটা খরগোশ। সত্যি ভাবতে অবাক লাগছিল। যাইহোক নতুন একটা আইডিয়া সম্মুখীন হলাম আজকের এই পোস্টটা দেখে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

আপনার গঠন মূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

খরগোশ আমার খুবই পছন্দের একটা প্রাণী। চমৎকার লাগছে আপনার আর্ট টা। দুটি খরগোশের আর্ট টা বেশ চমৎকার করেছেন আপু। খুবই সুন্দর লাগছে। পাশাপাশি প্রতিটা ধাপ দারুণ উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last month 

আমার শেয়ার করা আর্ট ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

আজকে আপনি খুব সুন্দর করে খরগোশের আর্ট করেছেন। কালার পেন কলম দিয়ে খরগোশ আর্ট করার কারণে দেখতে বেশ ভালোই লাগতেছে। আসলে এ ধরনের আর্ট গুলো করতে খুব সাবধানে করতে হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে খরগোশের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 69984.84
ETH 2469.68
USDT 1.00
SBD 2.37