আর্ট পোস্টঃ বিভিন্ন ধরনের কালার পেন দিয়ে দুটি খরগোশের ছবি অংকন 🐰
🌷👰❤️আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা.........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হলাম। আর্ট করতে আমার বেশ ভালোই লাগে। যদিও এই বিষয়ে আমি খুবই দুর্বল আগেও বলেছি। যাই হোক এখন যতটুকু পারি ছবি আঁকি আর সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আমার আঁকা ছাবি আপনাদের অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।
প্রয়োজনীয় উপকরণ |
---|
সাদা কাগজ |
কালার পেন |
সিগনেচার |
প্রথমে আমি কালো কালি দিয়ে দুইটা (S) অক্ষরের মতো করে একে নিয়েছি। এরপর এস এর মাথার উপর ও মাঝখানে দুইটি ছোট দাগ এঁকে নিয়েছি।
এস এর সাথে খরগোশ এর মাথা সহ কান ও পিঠের অংশ এঁকে নিয়েছি।
একইভাবে আবারো আমি কালো কালি দিয়ে বিপরীত পাশে মাথাসহ কান এবং পিঠের অংশ একে নিয়েছি।
এবার আমি খরগোশ দুইটির চোখ এবং মুখ একে নিয়েছে। দুইটা খরগোশের দৃষ্টিভঙ্গি আমি দুইভাবে এঁকে নিয়েছি।যেন খরগোশ দুটি দেখতে আলাদা মনে হয়।
এবার আমি খরগোশ দুইটির কান ও নাকের অংশে লাল জরিপেন দিয়ে কালার করে দিয়েছি।
এরপর আমি তাদের মাথার উপর তিনটি লাভ একে নিয়েছি। এরপর আমার পুরো অংকনটির সম্পূর্ণ হয়ে গেছে।
পোস্টের ধরন | আর্ট পোস্ট |
---|---|
চিত্র শিল্পী | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
সুন্দর সুন্দর এই ধরনের আর্ট গুলো অঙ্কন করতে এবং আর্টগুলো দেখতে দুটোই আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনি আজকে একটা আর্ট করেছেন। অনেক সুন্দর করে দুটি খরগোশ এঁকেছেন আপনি। আমার কাছে দেখতে অসম্ভব ভালো লেগেছে। কালার গুলো এত সুন্দর ভাবে করেছেন যে দারুণভাবে ফুটে উঠেছে। যে কারো কাছে ভালো লাগবে আপনার করা এই আর্ট।
আমার অংকন করা খরগোশের আর্ট আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ উৎসাহিত দিয়ে পাশে থাকার জন্য।
আপু প্রথমে আপনি দুটি এস লিখে দারুন ভাবে খরগোশ এঁকেছেন। কালকে আমি এই ভিডিওটি ইউটিউবে দেখছিলাম। ভাবছিলাম আঁকাবো কিন্তু আর আঁকানো হয়নি। তবে আজকে আপনার পোস্টে দেখতে পেরে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
জ্বি আপু আমি ও ইউটিউব দেখে এখেছি।খরগোশ দুটির অংকন ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।
অনেক সুন্দর হয়েছে আপনার অংকন করা খরগোশের চিত্র। কালার পেইন্ট ব্যবহার করেছেন একাধিক তাই সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। অনেক অনেক ভালো লেগেছে আপনার সুন্দর এই আর্ট করতে দেখে।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু। তবে আপনার লেখার ভেতর বাবার ভুল আছে তার আশাকরি ঠিক করে নিবেন।
আপনি অনেক সুন্দর করে মনোযোগের সহিত বিভিন্ন ধরনের কালার পেন দিয়ে দুটি খরগোশের ছবি অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। তাছাড়া কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ছিল। আপনাকে অনেক ধন্যবাদ আপু এরকম বিভিন্ন ধরনের কালার পেন দিয়ে সুন্দর দুটি খরগোশের ছবি অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ ভাই।
আপু আপনার অংকন করা খরগোশগুলো দেখতে খুবই কিউট লাগছে। এই ধরনের অংকন চিত্রগুলো দেখতে অনেক আকর্ষণীয় লাগে। আর আপনি খুব সুন্দর করে খরগোশ অংকন করেছেন। দারুন হয়েছে দেখতে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার সুন্দর মতামত শেয়ার করে পাশে থেকে উৎসাহিত দেওয়ার জন্য।
বিভিন্ন রকমের কালার পেন দিয়ে কিউট দুটি খরগোশ অঙ্কন করেছেন আপু।খরগোশ গুলো দেখতে খুবই কিউট লাগছে। এত কিউট লাগছে যে যা বলার মত না। এরকম পেইন্টিং গুলো আমার অনেক ভালো লাগে।এত সুন্দর ভাবে কালার পেন ব্যবহার করে খরগোশ অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
আমার অঙ্গন করা খরগোশের আর্টটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।
চমৎকার একটা ধারণা পেয়ে গেলাম আজকের এই সুন্দর আর্ট দেখে। দুইটা এস এর সমন্বয়ে এত সুন্দর ভাবে দুইটা খরগোশ। সত্যি ভাবতে অবাক লাগছিল। যাইহোক নতুন একটা আইডিয়া সম্মুখীন হলাম আজকের এই পোস্টটা দেখে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
আপনার গঠন মূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
খরগোশ আমার খুবই পছন্দের একটা প্রাণী। চমৎকার লাগছে আপনার আর্ট টা। দুটি খরগোশের আর্ট টা বেশ চমৎকার করেছেন আপু। খুবই সুন্দর লাগছে। পাশাপাশি প্রতিটা ধাপ দারুণ উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
আমার শেয়ার করা আর্ট ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আজকে আপনি খুব সুন্দর করে খরগোশের আর্ট করেছেন। কালার পেন কলম দিয়ে খরগোশ আর্ট করার কারণে দেখতে বেশ ভালোই লাগতেছে। আসলে এ ধরনের আর্ট গুলো করতে খুব সাবধানে করতে হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে খরগোশের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।