ডাই পোস্ট: রঙিন কাগজ কেটে ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ8 months ago (edited)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ০১ জানুয়ারি ২০২৫ ইং: রোজ বুধবার ।

বাংলায় ১৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ ।


হ্যালো বন্ধুরা..........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ডাই পোস্ট শেয়ার করবো। বিভিন্ন ধরনের ডাই প্রজেক্ট তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে।আশা করি আমার তৈরিকৃত ফুলের ডাই প্রজেক্টটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক।

ফাইনাল লুক

IMG_20250101_184824.jpg

IMG_20250101_184703.jpg

IMG_20250101_183716.jpg

প্রয়োজনীয় উপকরণ
রঙিন কাগজ
পেনসিল
কাঁচি


প্রথম ধাপ

IMG_20250101_184252.jpg

প্রথমে আমি একটি যে কোন সাইজের বর্গাকৃতির একটা নীল রঙের কাগজ নিয়েছি। এরপর কাগজের একটি প্রান্ত ধরে অপর একটি প্রান্তের সাথে ধরে একটি ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পর কাগজের একটি প্রান্ত বাড়তি থাকবে। সেই অতিরিক্ত কাগজের অংশটি কেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20250101_182503.jpg

বাড়তি অংশ কেটে নেওয়ার পর কাগজটি দেখতে ত্রিভূজের মতো দেখাবে।

তৃতীয় ধাপ

IMG_20250101_184325.jpg

এরপর আমি আবার সেই ত্রিভুজ আকৃতির কাগজটি একই ভাবে আবারও একটি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর কাগজটি দেখতে আগের থেকে একটি ছোট আকৃতির ত্রিভূজের মতো দেখাবে।

চতুর্থ ধাপ

IMG_20250101_182757.jpg

IMG_20250101_182806.jpg

এরপর আমি কাগজটি অর্ধেক করে ভাঁজ করে নিয়েছি। এরপর কাগজের একটি পাশ একবার ভাঁজ করে নিয়েছি এরপর কাগজের অপর পাশ আরেকটা ভাঁজ করে নিয়েছি।

পঞ্চম ধাপ

IMG_20250101_182933.jpg

এরপর কাগজটি কাঁচি দিয়ে সমান করে মাথার অংশ কেটে নিয়েছি। ছবিতে আপনারা যেমনটি দেখতে পারছেন।

ষষ্ঠ ধাপ

IMG_20250101_183152.jpg

এরপর আমি পেনসিল দিয়ে কাগজের উপর একটি ফুল এঁকে নিয়েছি।

সপ্তম ধাপ

IMG_20250101_184507.jpg

IMG_20250101_184531.jpg

কাঁচি দিয়ে ফুলটি খুব সাবধানে কেটে নিয়েছি। কাটার পর ফুলটি একের পর এক ভাঁজে ভাঁজে খুলে নিয়েছি।

অষ্টম ধাপ

IMG_20250101_183634.jpg

IMG_20250101_183636.jpg

আর এভাবেই আমি রঙিন কাগজ দিয়ে একটা ফুল তৈরি করে নিয়েছি।

পোস্টের ধরনডাই পোস্ট
তৈরিকারকতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

20250101_161239.jpg

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo11x8ittnXZjCxVzeXe6EcY2LhnYATvoVg9pQWkha9i6dGRh5MNMnu17RgRnajr7iRuLnFnKojVVLT2Uc6.png

Sort:  
 8 months ago 

ওয়াও রঙিন কাগজ ব্যবহার করে অসাধারণ একটি ফুল তৈরি করছেন আপু।রঙিন কাগজের তৈরি করা ফুল গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 8 months ago 

আপনার প্রশংসা মুখরিত মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 8 months ago 

Screenshot_2025-01-01-19-44-53-882_com.android.chrome.jpg

Screenshot_2025-01-01-19-43-18-479_com.twitter.android.jpg

Screenshot_2025-01-01-19-32-52-917_com.android.chrome.jpg

Screenshot_2025-01-01-19-32-13-644_com.android.chrome.jpg

Screenshot_2025-01-01-19-31-25-004_com.android.chrome.jpg

Screenshot_2025-01-01-19-29-57-752_com.android.chrome.jpg

Screenshot_2024-12-31-22-43-47-336_com.peak.jpg

 8 months ago 

রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে ও তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে অনেক দিন হলো রঙিন কাগজ নিয়ে বসা হয় না। আপনি অনেক সুন্দর একটা ফুল তৈরি করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করতে আপনার কাছে অনেক ভালো লাগে জেনে খুবই খুশি হলাম আপু।

রঙিন কাগজের চেষ্টায় চাইলে অনেক কিছু বানানো সম্ভব! আজকে আপনি সিম্পল একটা ফুলের নকশা বানিয়েছেন।আসলে সাধারন হলেও এসব দেখতেও অনেক কিউট লাগে।ধন্যবাদ আপু এই ফুল আমাদের সাথে শেয়াদ করার জন্য।

 8 months ago 

আপনার মূল্যবান মতামত শেয়ার করে পাশে থেকে উৎসাহিত দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 8 months ago 

খুবই সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন তৈরি করেছেন। এরকম পেপার কাটিং ডিজাইন গুলি তৈরি করতে একটু বেশি ভালো লাগে কারণ এগুলোতে নিজের ইচ্ছা মত করে ডিজাইন তৈরি করা যায়। আপনার পেপার কাটিং ডিজাইনটি আমার ভীষণ ভালো লেগেছে। সুন্দর করে ধাপে ধাপে শেয়ার করেছেন। আশা করছি আগামীতে আরো চমৎকার এবং ইউনিক পেপার কাটিং ডিজাইন আপনার থেকে দেখতে পারবো। ধন্যবাদ এটি শেয়ার করার জন্য।

 8 months ago 

আমার তৈরি করা ফুলের ডিজাইন এর প্রতিটি ধাপ আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

 8 months ago 

রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আজ আপনি রঙিন কাগজ দিয়ে দারুন একটি ফুল তৈরি করেছেন। আর আপনার তৈরি করা ফুলের সুন্দর বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 8 months ago 

জি আপু আপনি ঠিকই বলেছেন, রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করা যায় আর সেগুলো দেখতে খুবই চমৎকার লাগে। আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 8 months ago 

রঙিন কাগজ কেটে সুন্দর ডিজাইনের একটি ফুল তৈরি করেছেন দেখে ভালো লাগলো আপু। আপনার তৈরি করা ফুলের ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে। আর এই ধরনের কাগজের নকশা গুলো দেখতে অনেক ভালো লাগে।

 8 months ago 

আমার তৈরি করা ফুলের ডিজাইনটি ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

রঙিন কাগজ কেটে আপনি খুবই সুন্দর একটি ডাই তৈরি করেছেন৷ আজকে আপনার কাছ থেকে এই রঙিন কাগজ দিয়ে কাটা এই ফুল দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ যেভাবে আপনি এই ফুল তৈরি করেছেন ধাপে ধাপে আপনি সবকিছু খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 8 months ago 

আমার রঙিন কাগজের তৈরি করা ফুলের প্রতিটি ধাপ আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই।

 8 months ago 

আপনি তো রঙিন কাগজ কেটে খুব সুন্দর করে ফুল তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে ভালো লাগে। আগে বিভিন্ন অনুষ্ঠানে কাগজের এই নকশাগুলো খুব দেখা যেত। ধন্যবাদ ধৈর্য ধরে সুন্দর করে রঙিন কাগজ কেটে ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111391.51
ETH 4339.37
SBD 0.84