ভ্রমণ পোস্টঃ পরিবারকে নিয়ে বাওশা নদী ভ্রমণ।
🌿👰🥀আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম আইয়ান বাবুকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাবো কিন্তু আইয়ানের বাবার তেমন সময় সুযোগ আর অফিস ছুটি না থাকায় সম্ভব হয়ে উঠছিলো না।সব সময় চার দেওয়ালের মাঝে বন্দি থাকতে হয়। আইয়ান অনেক ছোট আর ওর এখন খেলার বয়স কিন্তু ওকেও চার দেওয়ালের ভেতর বন্দী থাকতে হয়। আর এর মূল কারণ হলো আইয়ানের বাবার কর্মব্যস্ততা।যার কারণে আমাদের তেমন একটা বাইরে ঘুরতে যাওয়া হয় না। দুদিন আগে আইয়ানের বাবা একদিনের জন্য ছুটি পেয়েছিল। তখন আমরা সিদ্ধান্ত নিই আমাদের বাসা থেকে কিছুটা দূরে একটি নদী আছে আমরা সেই নদীটি দেখতে যাবো।যেমন ভাবনা ঠিক তেমন কাজ। তাই আর দেরি না করে আমরা বিকালে বের হয় নদী দেখার উদ্দেশ্যে।
যেহেতু নদীটা আমার বাসা থেকে বেশি দূর না মাত্র ছয় কিলো পথ।তাই আমরা কিছুক্ষণের ভিতরে নির্দিষ্ট স্থানে পৌঁছে যাই এবং নদীর খুব সুন্দর একটি দৃশ্য উপভোগ করি।এই নদীটির নাম বাওশা নদী। নদীটি অনেক বড় এবং খুবই সুন্দর দেখতে।নদীতে রয়েছে অসংখ্য নৌকা এবং নৌকাগুলোতে মোটর সিস্টেম করা। আমার অনেক নৌকায় উঠতে ইচ্ছে করছিল আইয়ানের বাবা ও উঠতে চেয়েছিল কিন্তু আইয়ানের জন্য সেটা সম্ভব হয়ে ওঠেনি। আইয়ান দূর থেকে বলতেছেন নৌকায় উঠবে। কিন্তু আমরা যখনই নৌকার কাছে যাই তখন আইয়ান বাবু ভয় পাচ্ছিল এবং কান্না করছিল। সেজন্য আর নৌকায় উঠতে পারিনি কিন্তু যদি আবার কখনো তেমন সময় সুযোগ পাই তাহলে আবার বাওশা নদী দেখতে যাব এবং নৌকায় উঠবো।বাওশা নদী দেখতে দুই দূরান্ত থেকে অসংখ্য মানুষ এসেছে। নদীর উপর দিয়ে অনেক বড় একটি ব্রিজ চলে গেছে।আর এই ব্রিজের উপর দাঁড়িয়ে আমরা নদীর দুই পাশের দৃশ্যটি অনেক সুন্দর করে উপভোগ করতে পারবো। ব্রিজ এর দুই পাশ দিয়ে অনেক ফাস্টফুড আইটেম এর দোকান রয়েছে। এবং দোকান গুলোতে রয়েছে অসংখ্য মানুষের ভীড়। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছিল নদীর পাশ দিয়ে রয়েছে অসংখ্য গাছ -পালা। সেজন্য আরো নদীর দৃশ্যটি খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।
এরপর আমরা সেখানে বেশকিছু সময় পার করার পর সন্ধা নেমে আসে। এরপর দেখি মাঝ নদীতে একজন জেলে মাছ তুলছে। নদীতে মাছের ঘের করে রেখেছে এবং সেখানে জাল পেতে রাখছে। জেলের মাছ তোলার দৃশ্যটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিলো। আর বিশেষ করে সন্ধা বেলা নদী ও আকাশের দৃশ্যটি দেখতে আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছিল। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমরা আর বেশি দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিই।
পোস্টের বিষয় | ভ্রমণ পোস্ট |
---|---|
পোস্টকারী | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
অনেক ভালো লাগে আপু পরিবারের সবাইকে নিয়ে ঘুরাঘুরি করতে। যেহেতু ছোট বাবু আছেন সে ঘরের ভিতর বেশি দিন থাকতে চাইবে না বাইরে যেতে চাইবে। আপনার বাবুর চেহারা দেখে বোঝা যাচ্ছে সেই অনেক খুশি বের হতে পেরে। আর বাওশা নদী দেখে খুবই ভালো লাগলো অনেক সুন্দর একটি জায়গা। ফটোগ্রাফির মাধ্যমে দৃশ্য গুলো দেখে খুব ভালো লেগেছে।
আপু একদম ঠিক কথা বলেছেন, ছোট বাচ্চা তো সব সময় রুমের ভিতর একা একা থাকতে কেমন একটা লাগে।এখন ওর খেলার বয়স কিন্তু খেলার কোন সঙ্গী না থাকায় একা একাই খেলা করে ও সারাদিন। আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
পরিবারের সবাইকে নিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন আপু। এরকম পরিবেশে সময় কাটাতে ভালো লাগে। নদীর পাড়ের অপরূপ সৌন্দর্য দেখে খুবই ভালো লাগলো। দারুন হয়েছে আপনার পোস্ট। অনেক ভালো লেগেছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থেকে অনেক উৎসাহিত করার জন্য।
অনেক অনেক ভালো লাগলো আপনাদের নদী ভ্রমন পোস্ট দেখে। মাঝেমধ্যে পরিবারকে সময় দেওয়া এবং পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার মধ্যে অন্যরকম ভালোলাগা ও আনন্দ থাকে। ঠিক তেমনি এক আনন্দঘন মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আমার মেয়ে ও ঘরের ভিতরে থাকে বাইরে বের হলে ভীষণ খুশি হয়। পরিবারকে নিয়ে বাওশা নদী ভ্রমণ করতে গিয়ে সুন্দর সময় উপভোগ করেছেন। নদীর পাড়ে গেলে মনের প্রশান্তি খুঁজে পাওয়া যায়। আপনাদের সবাইকে একসাথে দেখে ভীষণ ভালো লাগলো। শুভ কামনা রইল ভালো থাকবেন।
সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
মাঝে মাঝে পরিবারের সাথে এমন ঘোরাফেরা করতে ভীষণ ভালো লাগে। আপনাদের বাসা থেকে একটু দূরেই সুন্দর একটি নদী আছে সেখানে বিকেল বেলা তিনজন মিলে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। বিকেলবেলা এরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে। আইয়ান বাবু কে দেখে মনে হচ্ছে ঘুরতে গিয়ে সে ভীষণ খুশি। ধন্যবাদ আপু সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
জি আপু আপনি ঠিকই বলেছেন, আইয়ান বাবু ঘুরতে যেতে পারায় অনেক খুশি ছিল। আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমারও পরিবারের সবাইকে নিয়ে ঘোরাঘুরি করতে অনেক বালো লাগে। আমরা বড়রাই ঘরে থাকলে অস্থির হয়ে যাই বাহিরে যাওয়ার জন্য। আর আপনার ছেলেতো ছোট। আজ আপনার পরিবার নিয়ে ঘোরাঘুরির অনুভূতি পড়ে ভালোই লাগলো।আর সন্ধায় জেলে মাঝ নদীতে জ্বাল পেতেছে দৃ্শ্যটি সত্যিই অপূর্ব ছিল।
আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
মাঝেমধ্যে পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে গেলে বা ভ্রমণ করতে গেলে এমনিতে ভালো লাগে। আপনি দেখতেছি আমাদের ভাই কে নিয়ে এবং আইয়ান বাবুকে নিয়ে ঘুরতে গেলেন। তবে বিকেলবেলা নদীর এবং আকাশের সৌন্দর্য উপভোগ করা যায় একসাথে। যাইহোক আপনাদের বাসা থেকে 6 কিলোমিটার দূরে নদীর ধারে ঘুরতে গিয়ে ভালো সময় কাটিয়েছেন। এবং অনেক সুন্দর করে ভ্রমণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।
জি ভাই আমরা সবাই মিলে অনেক সুন্দর একটি সময় উপভোগ করেছি। আইয়ান বাবু তো অনেক খুশি ছিল। মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।