রঙিন কাগজ দিয়ে জামা তৈরিকরণঃ 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি অনেকদিন পর আবার আপনাদের মাঝে হাজির হয়েছি একটি DIY প্রজেক্ট নিয়ে।আমার প্রজেক্টটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে জামা তেরি। রঙিন কাগজ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের প্রজেক্ট দেখতে ভালই লাগে, যদিও কাগজ দিয়ে প্রজেক্ট আমি বেশি তৈরি করিনি, শুধু উপভোগ করে যাচ্ছি নানা ধরনের রঙ বেরঙের প্রজেক্ট। তাই আজকে আমিও হাজির হয়ে গেলাম একটি প্রজেক্ট নিয়ে আশা করি আপনাদের ভাল লাগবে।

7962350E-8E20-4151-9C36-823A5651F592.jpeg

আমার এই জামাটি তেরি করতে একটি হলুদ রঙের A4 সাইজের কাগজ নিয়েছি।

নিম্নে কার্যপদ্ধতি গুলো দেখানো হলো:

149DAFEF-3E51-40C5-97AC-5B85BF5B276E.jpeg

8D644DDE-1FE1-4EEE-997B-F9A725FADFCC.jpeg

প্রথমেই কাগজটি এভাবে কোনা করে ভাঁজ করে নিয়েছি, এরপর বাকী অংশটুকু ফেটে ফেলেছি।

A2557764-81EB-4DBF-A9B2-CFA9C53840E7.jpeg

এরপর কাগজটি লম্বালম্বিভাবে ভাঁজ করে নিয়েছি।

0592BDA1-1731-415E-8D99-DC7B0EDC628E.jpeg

914482E1-6DE3-46EF-B9F8-85A389463541.jpeg

5752A437-03A2-48C3-B376-3120233C5690.jpeg

এরপর ভাঁজ খুলে পর্যায়ক্রমে এভাবে ভাঁজ করে নিয়েছি।

1ABD56D0-5D0B-435C-A451-9449E099276B.jpeg

এরপর কাগজটি উল্টিয়ে নিয়েছি।

6D7EF9F4-CD22-472D-9E43-A35B63F88FEF.jpeg

এরপর পর্যায়ক্রমে এভাবে ভাঁজ করে ধাপে ধাপে আমার রঙিন কাগজের জামাটি সম্পূর্ণ করেছিঃ

E9D5DDB5-B426-459D-A5F9-87F0D5CC9528.jpeg

78FF70EC-EDCD-4526-85F6-FBCE21BE985C.jpeg

C08DF5E0-4577-48D7-89D9-BDC9EE859ACB.jpeg

52981D40-1529-4716-AC27-F96AAFB138D2.jpeg

75EFE10E-CDF1-4E59-88B2-169DEC436E28.jpeg

3B813B42-DE15-4750-9AE0-7A7C510100D3.jpeg

2B069106-811B-4990-A290-5BB81F3A067B.jpeg

82CCC4F2-F606-4771-9B34-6A223020A7AC.jpeg

A4780DD6-F229-4FAF-A2B5-A02B634C63E0.jpeg

ADC90411-20A2-480B-A0C4-F3720B12F8B0.jpeg

2979B9C3-E3AD-4DA8-BE86-1B8CC5C060AD.jpeg

3BABB192-63A9-4DFB-97D5-C9561A3D3E70.jpeg

021C959A-169D-49BA-98BB-82DE7D9DF8CD.jpeg

F6AB1215-CBE8-4375-91D8-9B6ACD29BF9E.jpeg

হয়ে গেল আমার রঙিন কাগজ দিয়ে একটি মেয়ের সুন্দর জামা তৈরি।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WSFayCtwhzR8p5ww6cvzC5qt9UM85FqFkUemheHo4oevgjKFfiSW2uSKEFLufMsHGtBtAjeidYyWo5fEh69L.png

রঙিন কাগজ দিয়ে জামা তৈরীর উপকরণ আপনি দারুন ভাবে তৈরি করেছেন আপু। খুবই ভালো লাগলো। প্রতিটি তা খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল। দারুন ছিল।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WSFayCtwhzR8p5ww6cvzC5qt9UM85FqFkUemheHo4oevgjKFfiSW2uSKEFLufMsHGtBtAjeidYyWo5fEh69L.png

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে জামা তৈরি সত্যিই অসাধারণ ছিল। বিশেষ করে রঙিন কাগজের হলুদ রঙের কালারটি ফুটে উঠেছে ।আপনি খুব সুন্দর ভাবে জামাটি তৈরি এবং উপস্থাপনা করেছেন। যেটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এত সুন্দর করে তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও আপু জামাটি দেখতে খুবই সুন্দর লাগছে। জামাটি যদি পরতে পারতাম🤗🤗

আপনি অনেক সুন্দর ভাবে ক্রমান্বয়ে জামা তৈরির পদ্ধতি টি দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটি কাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক শুভকামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 
আপু রঙিন কাগজ দিয়ে জামা তৈরি এই পদ্ধতিটি খুবই চমৎকার এবং ইউনিক লেগেছে আমার কাছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে জামা তৈরির এই পদ্ধতিগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপনি এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 
  • রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর জামা তৈরি করেছেন। এটা দেখেই বোঝা যাচ্ছে না যে কাগজের তৈরি। আমি প্রথমে ভেবেছি এটা কোন ফটোগ্রাফি। সত্যি অসাধারণ হয়েছে। বিশেষ করে হলুদ রঙের জন্য আরও বেশি ভালো লাগছে। আপনার জন্য রইল শুভকামনা।
 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68244.61
ETH 2640.30
USDT 1.00
SBD 2.69