আমার আজকের কিছু আলোকচিত্র, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু ফল এবং কতগুলো ফুলের আলোকচিত্র নিয়ে । আগে প্রায়ই আপনাদের সাথে আমার বাগানের ফুল ও ফলের ছবি শেয়ার করতাম, প্রায় এক মাসের বেশি হয়ে গিয়েছে আপনাদের সাথে কোন ফুলের বা ফলের আলোকচিত্র শেয়ার করা হয়নি । আজকে আবার চলে এলাম কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যদিও এদের বেশির ভাগই আমার বাগানের নয় । আজকে যখন শপিং এর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলাম তখন রাস্তার পাশ থেকে ফটোগ্রাফি গুলো ধারণ করেছি।

ইংল্যান্ডে এখন শীতের আগমন ঘটেছে, যদিও অতটা ঠান্ডা পড়া শুরু হয়নি এখনো, তাপমাত্রা প্রায় ১০ থেকে ১৫ ডিগ্রীর মধ্যে ওঠানামা করছে। যখন খুব বেশি ঠান্ডা পড়ে তখন ৫ ডিগ্রী থেকে -3 ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করে। আজকের ওয়েদার অনেকটা অদ্ভূদ ছিল মেঘলা, রৌদ্রজ্জল আবার সাথে অনেক দমকা হাওয়াও ছিল। যদিও এই দুই তিন দিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল ,তাই আজকে বাসা হতে একটু বের হতে পেরেছিলাম । যখন বের হয়েছিলাম তখন রাস্তার পাশ থেকে কিছু জানা-অজানা ফুল-ফলের ফটোগ্রাফি গুলো ধারণ করেছিলাম। যদিও এখন ফুলের সিজন না তারপরও রাস্তার আশপাশে রংবেরঙের ফুলের প্রাদুর্ভাব দেখা গিয়েছে।আর কিছু ফটোগ্রাফি আমার বাগান থেকে নিয়েছিলাম। এখন চলে যাওয়া যাক আমার মূল পর্বে, আশা করি আপনাদের ভালো লাগবে।

FECC66A2-F43A-4566-8AFA-0A53C61D4C41.jpeg

B8DDCCBD-0BAB-4211-A7AA-B6BED8DB1BC4.jpeg

এই ফুলটির নাম Eriocapitella, দেখতে অনেক চমৎকার লেগেছিল।

3907B118-2E4D-4788-B03C-011DD3895AE2.jpeg

এটি আরেকটি চমৎকার ফুল, ফুলটির নাম লিলি।

FD14755F-863D-4B73-A30F-96195738B434.jpeg

0507D2BE-7ACA-4744-811C-DF2B3EF26F49.jpeg

উপরের দুটি ফুল আমার বাগানের, জেরানিয়াম।

A420BCD2-8F1F-4CAE-A3D3-7B2D46169386.jpeg

এই ফুলটি আমার বাগানের, নাম বেগুনিয়া।

8ACD839C-94D5-46D5-B4E3-FDD8AE4A9316.jpeg

B87545D8-655A-43D7-BD21-F68BE3F76283.jpeg

উপরের দুটি ফুল আমার বাগানের নয়, রাস্তার পাশ থেকে নেওয়া হয়েছে, নাম হাইড্রেঞ্জিয়া।

270BBBD6-539A-4770-AC5A-68B7C71EB049.jpeg

এই ফলের ফটোগ্রাফিটি রাস্তার পাশ থেকে নেওয়া হয়েছে, এর নামটি অজানাআমার জানা নেই।

65918243-FE9A-4FE1-B512-DC1CC7E84DF1.jpeg

এটি ব্লুবেরি আমার বাগানের নয়।

372AB8A7-2926-4319-A4DA-81DD5B737C45.jpeg

এই ফলটির নাম অজানা, রাস্তার পাশ থেকে নেয়া হয়েছে দেখতে আপেলের মতো মনে হচ্ছে কিন্তু আপেল থেকে অনেক গুন ছোট।

9F0AFC95-CB86-4056-BBFF-7161F2C7F1BA.jpeg

ED848821-A192-4DC1-86E1-80AF53255491.jpeg

এটি নীল রঙের হাইড্রেঞ্জিয়া আমার বাগানের।

691278CB-D218-4DFD-93D6-ADB65FC32641.jpeg

এটি সবার পরিচিত গোলাপ ফুল আমার বাগানের নয়।

A069254B-B93F-47CD-ADE5-18E0C61CEF59.jpeg

এটি গোলাপি জেরানিয়াম আমার বাগানের।

C1750FDF-0E46-4548-A2CB-358E4994C6BE.jpeg

এটি আমার বাগানের গোলাপ ফুল।

what3words location:
https://w3w.co/fuzzy.crops.spins

Photographer@tangera
DeviceI phone 10 X max

72B3B4A3-8D0F-46D5-9243-6BD0691C4F05.gif

এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

আপু আপনার প্রতিটি ফুলের ছবি খুব সুন্দর হয়েছে। একদম জীবন্ত মনে হচ্ছে। আপনার বাগানের ফুলগুলো খুব সুন্দর। বিশেষ করে গোলাপ ফুলটি ।তাছাড়া ব্লুবেরি টি খুব টসটসে লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু অসম্ভব সুন্দর ফোটোগ্রাফিগুলি।আসলে আমি জাস্ট মুগ্ধ হয়ে দেখছিলাম।ভীষণ ভালো লাগলো।
আর লিলি ফুলটি আমার কাছে কিছুটা পেঁয়াজ ফুলের মতো লেগেছে।ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু তোমার মন্তব্যের জন্য।

 3 years ago 

আলোকচিত্র গুলো তো সুন্দর ছিল । একেবারে প্রানবন্ত হয়েছে।এত সুন্দর ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপু, আপনার বাগানের ফুলগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। ছবি দেখেই বুঝা যাবে বোঝা যাচ্ছে আপনি আপনার বাগানের বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়েছেন। আপনি ফুল প্রিয় মানুষ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনার ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

ফুল গুলোর খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখছি। প্রতিটি ফুলের সৌন্দর্য উপভোগ করার মতো ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

কী বলেন আপু আমাদের দেশে তো ১০° হলেই তো আমাদের কাজ হয়ে যায়। আর ওখানে -৩° পযর্ন্ত হয়।
ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে বেগুনীয়া এবং গোলাপ ফুলের আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার আলোকচিত্রগুলো সত্যিই অনেক অসাধারণ সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার ধন্যবাদ মন্তব্যের জন্য।আপনার জন্যও শুভকামনা রইল।

 3 years ago 

বাহ কী সুন্দর সুন্দর ফুলের ছবি। অনেক ভালো ফটোগ্রাফি করেন তো। প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আজকের আলোকচিত্র গুলো অনেক সুন্দর হয়েছে আপু।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনার ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি যে ফুলটি দেখান তা খুব সুন্দর

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66533.06
ETH 3491.29
USDT 1.00
SBD 2.71