ঢাকার রমনা পার্কে কিছুক্ষণ এবং সাথে রয়েছে কিছু ফটোগ্রাফি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ।আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ঢাকার রমনা পার্কে। বৃহৎ একটি পার্ক, রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত যা ঢাকার অন্যতম সুন্দর একটি এলাকা। অন্যতম আকর্ষণ সুন্দর একটি পুকুর রয়েছে এখানে। পরিবারের সাথে অথবা নিজের প্রিয় মানুষটির সাথে সময় কাটানোর জন্য অসাধারন একটি জায়গা। এখানে রয়েছে সেই ঐতিহ্যবাহী বটমুল যা রমনার বটমূল নামে সকলেই চিনে। পহেলা বৈশাখের অনুষ্ঠান যেন এখানে ছাড়া আর জমে না।

প্রায় ১০/১২ বছর আগে একবার গিয়েছিলাম এই পার্কে, কিন্তু তখন এতটা ভালো লাগেনি। এখন গিয়ে মনটা একেবারে ভরে গেল, অনেক সুন্দর পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি করে রাখা হয়েছে পার্কটিকে। একটি জিনিস আমার কাছে খুবই ভাল লেগেছে, পার্কটিতে ডাস্টবিন রাখা আছে। সবাই নিয়ম কানুন মেনে চলছে, কেউ নোংরা করছে না পার্কটি। পার্কের বাইরে ও যদি সবাই এভাবে নিয়মকানুন মেনে চলতো, তাহলে আমাদের ঢাকা শহর টিও আসলে অনেক সুন্দর ও পরিষ্কার ঝকঝকে লাগতো। প্রশাসন ইচ্ছে করলে এই কাজটি করতে পারে। এখন আমি আসছি ইউরোপ আমেরিকার কান্ট্রি গুলোতে, এই কান্ট্রি গুলো কেন এত সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন? কারণ ঐ সকল কান্ট্রিগুলোর প্রতিটি নাগরিক নিয়মকানুন মেনে চলে এবং তাদের প্রশাসনও অনেক জোরদার এ বিষয়ে। এ কারণেই এ দেশগুলো এত সুন্দর লাগে। জানিনা আমাদের প্রিয় জন্মভূমি কবে এমনটি হবে?

C19988E0-396A-49A7-A11D-49F3EB692405.jpeg

0101EB80-71CA-49E5-A3B5-181EF75FDD16.jpeg

85CC8C07-F82C-4FB1-92FD-EDF2700BD0BC.jpeg

831C7B34-B315-4128-9CAF-9C577C164FFD.jpeg

B97286D7-B0FA-4A9D-AFF9-1310FC9CC280.jpeg

92368412-C88C-477B-AC5C-14FE10402683.jpeg

A82CE4F2-24F9-434E-B545-DFC3A71AF48F.jpeg

0CF2E27B-FBFA-4C38-9019-FEF89AF31C6B.jpeg

94C03BDD-DC06-43CC-B76E-5974A3E35805.jpeg

412AC79F-88F0-44BA-97F4-7EB8F5BB6F06.jpeg

B410EBA0-F19C-47E5-A77A-6B12618FAD5C.jpeg

162D169F-2609-485A-8E16-E6F0EE77E209.jpeg

E85A7290-E6C4-467A-A01E-5738F546A098.jpeg

ADD06971-F652-4CEE-B509-FBBF7406B583.jpeg

8A7BAB55-523E-4E16-B28F-59417C4CB7D6.jpeg

18949665-BC4B-4F14-AEB4-0B9DDC89680F.jpeg

0EB9D1DA-8AD2-4A97-8239-CC12CBC8673A.jpeg

যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন এ পার্কটিতে ভ্রমণ করেছিলাম আমার ফ্যামিলির সাথে। সাথে ছিল আমার এক ভাই ও বোনের পরিবার। দারুণ উপভোগ করেছিলাম, আসতে মন চাচ্ছিল না কিন্তু সময় স্বল্পতার কারণে খুব শীঘ্রই চলে আসতে হয় কারণ ওই দিন রাতে আবার সিলেট ফিরতে হয়। লোকজনের অনেক ভীড় থাকে এখানে, আমরা গিয়েছিলাম সন্ধ্যার একটু আগে এ কারণে ভীড় একটু কম ছিল। কেউ কেউ আসে উপভোগ করতে, কেউ কেউ আসে সময় কাটাতে, কেউ কেউ করে ফটোশুট, কেউ আবার শুটিং করতেও আসে।

what3words location:
https://w3w.co/suckle.directors.loose

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

ঢাকা রমনা পার্কে দারুন কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন। সত্যিই অনেক ভালো লাগলো। ওখানকার পরিবেশটা এবং আপনি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন ওখানকার


IMG_20220106_113311.png

@tipu curate

Amazing places

দিনটি আপনি অনেক সুন্দর ভাবে উপভোগ করেছেন। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। ফটোগ্রাফি গুলোতে দেখেই মনে হচ্ছে পরিবেশটা অনেক নম্র-ভদ্র এবং চকচকে। আসলেই বাংলাদেশটা যদি এমন ঝকঝকে হতো তাহলে কতই না সুন্দর হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অতিবাহিত হওয়া সুন্দর একটি সময় এবং সুন্দর একটি জায়গার ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এক সময় প্রতি সপ্তাহে যেতাম এবং বেশ সময় ব্যয় করতাম। কারন তুলনামূলকভাবে অন্যান্য পার্কের তুলনায় রমনা পার্ক অনেকটা নিরাপদ। তবে করোনা পরবর্তী সময়ে ভেতরের উন্নয়ন কাজের জন্য অনেকটা সময় বন্ধ ছিলো, তারপর আর যাওয়া হয় নাই। বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন, যেতে হবে ভেতরটার নতুন রুপ দেখার জন্য। ধন্যবাদ

 3 years ago 

ঘুরতে যেতে আমার খুবই ভালো লাগে। আর আপনিও যে ঘুরতে গিয়েছিলেন রমনা পার্কে আপনার সময় গুলো অনেক ভালো কেটেছে তা কিন্তু আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। জায়গা গুলো সত্যি অনেক সুন্দর আমি অনেকবার গিয়েছিলাম রমনা পার্কে। আপনি আরো সুন্দর করে এর ফটোগ্রাফি গুলো তুলেছেন এজন্য জায়গাগুলো দেখতে আরো বেশি চমৎকার লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 
  • ঢাকা রমনা পার্কে আমি একবার গিয়েছিলাম। তবে আজকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে খুবই সুন্দর ভাবে দেখতে পেলাম। আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো করেছেন। বিশেষ করে পাখিগুলোর ফটোগ্রাফি অসাধারণ লেগেছে আমার কাছে আপনার জন্য শুভকামনা রইল।
 3 years ago 

রমনা পার্কে ঘুরে এসেছি
আমি ও অনেকবার
তোমার পোস্টটি দেখে আপু
মনে পড়ল আবার

ছবিগুলো দেখে আমার
লাগলো ভীষণ ভালো
পরিচ্ছন্ন পার্কটি এখন
স্নিগ্ধতা পেল♥♥

আপনি ঢাকা রমনা পার্কে অসাধারণ সময় কাটিয়েছেন। আপনার চোখ গুলো দেখে মনে হচ্ছে আপনি অনেক মজা ও বিনোদন করেছেন ঢাকা রমনা পার্কে। আপনার প্রতিটি ফটোগ্রাফি হয়েছে অসাধারণ সুন্দর। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার আগামীর জন্য শুভকামনা রইল।

 3 years ago 

বাহ ফটোগুলি খুব সুন্দর, অনেক সুন্দর দৃশ্য। দেখতে সত্যিই একটি খুব আকর্ষণীয় ব্লগ, ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58440.50
ETH 2618.70
USDT 1.00
SBD 2.39