বাচ্চাদের সাথে পার্কে কাটানোর কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদের সাথে পার্কে কাটানোর কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।ফটোগ্রাফি গুলো নেয়া হয়েছিল কয়েক সপ্তাহ আগে যখন স্কুল বন্ধ ছিল। এখন স্কুল খুলে গিয়েছে, ঠান্ডাও আস্তে আস্তে পড়তে শুরু করেছে, তাই এই মুহূর্তে কোথাও বের হওয়া খুবই মুশকিল। আর সারাদিন স্কুলেই কেটে যায় কারণ সকাল সাড়ে আটটায় বাসা থেকে বের হয় আর সাড়ে তিন টার দিকে বাসায় ফিরে। আসলে এই দেশে স্কুলে বাচ্চাদের লং টাইম কাটাতে হয়। এ কারণে প্রতি দুই মাস পর পর স্কুল বন্ধ থাকে।কখনো কখনো ১০ দিন, কখনো দুসপ্তাহ বা কখনো কখনো তিন সপ্তাহ স্কুল বন্ধ থাকে। তিন সপ্তাহ খুব কমই বন্ধ হয় বিশেষ কোন উৎসব ছাড়া। যাইহোক চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

পার্কটি খুব বেশি দূরে নয় আমাদের বাসা থেকে। যখন শপিং করতে গিয়েছিলাম তখন এই সুযোগটি কাজে লাগালাম, কারণ শপিং মলের পাশেই ছিল পার্ক। যদিও খুব বড় এলাকা নিয়ে পার্কটি গঠিত নয়, তবে অনেক ছোটও নয়। মোটামুটি ভালোই উপভোগ করতে পারে বাচ্চারাএখানে। প্রচন্ড গরম ছিল ঐদিন, তাই বেশিক্ষন থাকতে পারেনি, আধা ঘন্টার মত সময় কাটিয়েছিলম সেখানে। এরপর পার্কে কিছুক্ষণ সময় কাটানোর পর কিছু শপিং করে বাসায় ফিরলাম। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফটোগ্রাফি গুলো।

5D6B2BDC-E27B-4F61-B59E-C934A91B2287.jpeg

E569E024-5B8F-446B-AD82-FBDFA470F8BE.jpeg

10D12044-7B88-4D27-B5D7-C508BD999BDC.jpeg

4930FB1B-FE36-4700-8D8D-3900A3B01436.jpeg

2F561DCB-0D0A-4CDD-A390-29730AF15DA9.jpeg

63C2F415-D9E0-4903-B115-2AD4659CE1B5.jpeg

D8DB89A3-9481-451F-A2EA-16816FE64AC4.jpeg

CDA2CF5D-87DC-4761-B6B4-4D9E4097838D.jpeg

63C9B326-FCEA-4864-928C-2BA6FA0E7FFD.jpeg

7DAC288C-C6CD-425E-BD40-A64017C22755.jpeg

C2010728-4714-43D0-93B8-9C023EEB5E50.jpeg

291BEED0-806B-4246-A978-E826A0F928D7.jpeg

E90E28B3-438C-4588-AB7C-7FB7BFD25190.jpeg

65CA929C-B02A-4F7E-9A0F-CF093E145B8E.jpeg

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

মাঝে মাঝে বাচ্চাদের জন্য এরকম মনোরঞ্জনের আয়োজন করলে বাচ্চাদের মন প্রফুল্ল থাকে। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য আপনি যথেষ্ট সময় ব্যয় করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে পার্ক টি অসাধারণ ছিল। আপনি পার্কটির ফটোগ্রাফি গুলো খুব চমৎকার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

যদিও বাচ্চাদের ক্লাস বেশি সময় ধরে হয়,তার পরেও অনেক ভালো। কারণ দুই মাস পরে লম্বা একটা ৮/১০ দিন ছুটি থাকে। আমাদের দেশে পুরোটাই ভিন্ন। পার্কে সল্প সময়ের মধ্যে আপনার বাচ্চার অনেক আনন্দে সময় টুকু কাটিয়েছে।আপনাদের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বাহহ পারক্টির চার পাশ দেখতে অসাধারন লাগছে।মনে হচ্ছে বেশ যাক যমক করে করা পার্ক টি।ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

বিদেশের পড়ালেখার সিস্টেমগুলো আসলেই অন্যরকম। ওরা মাঝে মাঝে বাচ্চাদের জন্য ছুটির ব্যবস্থা করে। ছুটির সময় বাচ্চারা পার্কে অনেক মজা করেছে মনে হচ্ছে। যদিও গরমের কারণে বেশিক্ষণ থাকতে পারেনি। ওরা তো গরমে তেমন একটা অভ্যস্ত না। যাইহোক তারপরও ওদের লাফালাফি দেখে মনে হচ্ছে খুব মজা পেয়েছিল।

 2 years ago 

ওখানকার স্কুলগুলোর ছুটির সিস্টেমটা আমার ভালো লাগল। বাচ্চারা কয়েক মাস অন্তর অন্তর ভালো একটা অবকাশ পাই। পার্কটা দেখতে তো ছোট মনে হচ্ছে কিন্তু বেশ সুন্দর। আপনার দুই মেয়ে দেখছি খেলায় একেবারেই ব‍্যস্ত আপু।।

 2 years ago 

সেখানকার সিস্টেমগুলো দেখে মনে হয় আমাদের দেশে বাচ্চাদের উপর এক প্রকার জুলুম করে।আপনার দুই মেয়ে একসাথে বেশ ভালোই মিলেমিশে থাকে, দেখতেও ভাল্লাগে মাশাল্লাহ।

 2 years ago 

উন্নত দেশের উন্নত শিক্ষা ব্যবসহা। প্রতিদিন ক্লাস করতে একঘেয়েমি লাগে, এজন্য ছুটি দেয় মনে হয়।মাঝে মাঝে বাচ্চাদেরকে এভাবে পার্কে নিয়ে গেলে বাচ্চা অনেক আনন্দ পায়।পার্কের বাচ্চারা অনেক সুন্দর মুহুর্ত কাটিয়েছে, দেখে বুঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে বিদেশে পড়াশোনা সিস্টেম আমার দেশের পড়াশোনা সিস্টেম অনেক তফাৎ।ছুটির ব্যবস্থা করে বাচ্চাদের ঘোরাফেরা ব্যবস্থাপক জন্য খুবই ভালো লাগলো।আর পার্কের ফটোগ্রাফি গুলো অসাধারণ, একদম পরিষ্কার-পরিচ্ছন্ন খুবই সুন্দর ছিলো।

 2 years ago 

লোকেশন টা আমার কাছে বেশ ভালো লেগেছে। রুদ্রময় সময়ের ফটোগ্রাফি টাইপ ছবিগুলো অসাধারণ। আসলে মাঝেমধ্যে বাবুদের সাথে কোন পার্কের সময় কাটালে বাচ্চারা আনন্দিত হয় নিজেরও ভালো লাগে। খুবই ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট দেখতে পেরে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.14
JST 0.028
BTC 59511.68
ETH 2613.19
USDT 1.00
SBD 2.39