আমার ঈদ উদযাপন : পর্ব ২

in আমার বাংলা ব্লগlast year
আসসালামুআলাইকুম

ঈদ মোবারক।বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মানে আনন্দ, হাসিখুশি, ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া। খুবই আনন্দের সাথে পরিবারকে নিয়ে কেটে গিয়েছে ঈদের দিনটি। আজকে বাংলাদেশে ঈদ উদযাপিত হয়েছে, আমাদের গতকাল শেষ হয়েছে। জানতে পেরেছি ঈদের দিন বাংলাদেশের কোন কোন স্থানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে।আমাদের এখানের ওয়েদার খুব ভালো ছিল ঈদের দিন।গরম ও না আবার ঠান্ডাও না।তবে আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে। আশা করছি সকলেই পরিবারের সাথে ভালোভাবেই ঈদ উদযাপন করেছেন।এবার চলে যাচ্ছি আমার ঈদ উদযাপনের ২য় পর্বতে। আজকের পর্বে Tilgate পার্কের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_4023.jpeg

IMG_4011.jpeg

IMG_4019.jpeg

IMG_4017.jpeg

IMG_4020.jpeg

IMG_4021.jpeg

IMG_4025.jpeg

IMG_4027.jpeg

ভাসুরের বাসা থেকে বিকাল চারটার সময় বের হয়ে যাই সকলে মিলে টিলগেট পার্কে। এই পার্কে যাওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল boat এ একটু উঠা। বোট আমার খুবই ভালো লাগে।আর এই পার্কে সুন্দর একটি লেক রয়েছে।এখানে বোট ভাড়া পাওয়া যায় ঘন্টা হিসেবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এ সময় বোটের সার্ভিস বন্ধ ছিল। যখন স্কুল হলিডে হয় তখন এই সার্ভিসগুলো খোলা থাকে। এর আগে একবার আমরা এখানে এসেছিলাম তখন অনেক এনজয় করেছিলাম বোট এ উঠে। তার কিছু ফটোগ্রাফিও শেয়ার করেছিলাম প্রায় দু'বছর আগে। লেকের মধ্যে ডাক গুলো দেখতে খুবই চমৎকার লাগছে।পুরো লেক জুড়ে ডাকগুলো বিচরণ করছে।আর লেকের পানি দেখুন কি চমৎকার, স্বচ্ছ ও নীল। শুধু লেক নয়, বিশাল এলাকা নিয়ে এই পার্কটি গঠিত।এখানে অনেক বড় মাঠ রয়েছে যেখানে অনেক ফ্যামিলি এসেছে বারবিকিউ পার্টি করতে। এছাড়া বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড। এই পার্কের অন্য সাইডে রয়েছে ফরেস্ট এরিয়া, বিশাল এলাকা নিয়ে এই এরিয়াটি গঠিত। বহু বছরের পুরনো বৃক্ষ গুলো এখানে দেখা যাচ্ছে। খুবই মোটা ও বড় বড় এই বৃক্ষগুলো। গতবার যখন এসেছিলাম তখন পুরো ফরেস্ট এলাকা ছিল ফুলে ফুলে ভরা। কিন্তু এবার আমরা যখন এসেছি তখন সব ফুল শুকিয়ে গিয়েছে।

IMG_4031.jpeg

IMG_4033.jpeg

IMG_4035.jpeg

IMG_4038.jpeg

IMG_4041.jpeg

IMG_4063.jpeg

IMG_4066.jpeg

IMG_4067.jpeg

IMG_4072.jpeg

IMG_4071.jpeg

IMG_4073.jpeg

এই পার্কে এনিমেল সেকশনও আছে, এ কারণে অবশ্যই টিকেট বুকিং দিতে হবে আগে থেকেই। গতবার যখন এসেছিলাম তখন টিকেট বুকিং দিয়ে এসেছিলাম।দারুন ইনজয় করেছিলাম আমরা সকলে মিলে। প্রায় দু'ঘণ্টা কাটানোর পর এরপর আমরা বাচ্চাদেরকে নিয়ে যাই Hollywood bowl, এরপর McDonald’s এ। আগামী পর্বে এখানকার ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করব।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max
Location

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

আপু ঢাকায় প্রচুর বৃষ্টি হয়েছে কাল।আজ একটু রোদের মুখ দেখা যাচ্ছে।বৃষ্টির কারনে আম্মুর বাসায় ও যাইনি। রান্না করে বোরিং লাগছিলো।কিন্তু হ্যাং আউটে খুব ইনজয় করেছি কাল।খুব ভালো লেগেছিল।
আপনি আপনার ভাসুরের বাসা থেকে বিকেল ৪ টায় গেলেন টিলগেট পার্কে।পার্কের সৌন্দর্যে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম।কি সুন্দর প্রকৃতি আর কি সুন্দর ই না আকাশ।আপনি বোটে উঠতে চেয়েছিলেন কিন্তু বোটের সার্ভিস তখন বন্ধ ছিল।যাক তারপরেও এতো সুন্দর প্রকৃতির কাছে গেলে মন এম্নিতেই ভালো হয়ে যায়। সবাই খুব আনন্দে সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য। পরের পর্ব দেখার অপেক্ষায় রইলাম। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

আপু ওইখানে লেকের পানি দেখতে কত সুন্দর ও স্বচ্ছ লাগছে। আমাদের দেশে হলে পানির মধ্যে রাজহাঁসের পরিবর্তে প্লাস্টিক আর পলিথিন ভেসে বেড়াতো। আর গাছগুলো কেটে ফুটবল খেলার মাঠ বানিয়ে ফেলতো। যাইহোক আপনার ঈদের আনন্দটা খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

আপনি ঠিকই জেনেছেন আপু ঈদের দিন বাংলাদেশের অনেক স্থানে হালকা এবং ভারী বৃষ্টিপাত হয়েছে। আপু আপনারা সবাই টিলগেট পার্কে গিয়েছিলেন এবং সেখানে যেসব ফটোগ্রাফি গুলো তুলেছেন দেখতে দারুণ লাগছে। এই পার্ক দেখে বোঝা যাচ্ছে বিশাল এলাকা নিয়ে গঠিত। তবে পার্কের ভিতরে পরিবেশটা খুবই মনোরম এবং খুবই সৌন্দর্য এ চারপাশে।

 last year (edited)

আপু ঈদের দিন আমাদের এখানেও অনেক বৃষ্টি হয়েছে। তাই ঈদের আনন্দ অনেকটা মাটি হয়ে গিয়েছে। যাইহোক টিল গেট পার্কের অপরুপ সৌন্দর্য দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গেল আপু। লেকের এবং ফরেস্ট এর ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। পরিবার নিয়ে এমন জায়গায় ঘুরতে গেলে মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়। তবে বোটে উঠতে পারলে আরো বেশি এনজয় করতে পারতেন। কারণ লেকটা এতো সুন্দর যা বলার মতো নয়। যাইহোক এমন চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56560.74
ETH 2390.02
USDT 1.00
SBD 2.34