মজাদার চিকেন এবং শীপ (sheep) এর কাবাব রেসিপি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মজাদার চিকেন এবং শীপ এর কাবাব রেসিপি নিয়ে। খুবই মজাদার সুস্বাদু একটি রেসিপি, ছোট-বড় সকলেই খুব পছন্দ করে, আমারও অনেক পছন্দের। রোজার সময় ইফতার পার্টিতে এই রেসিপিটি বানিয়েছিলাম। পোষ্ট করবো করবো বলে আর করা হয়নি, তাই আজকে ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, ভাল লাগলে একবার ট্রাই করে দেখবেন। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

72DB32D5-6E21-45C8-A02D-D69D943F5D8C.jpeg

চলুন দেখে নেয়া যাক রেসিপিটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবে।

উপকরণপরিমাণ
কিমা৪০০ গ্রাম
টমেটো, পিয়াজ , কাঁচা মরিচ, ক্যাপসিকাম কুচিহাফ কাপ
গরম মসলার গুঁড়াএক টেবিল চামচ
হলুদ গুঁড়াএক চা চামচ
জিরা গুড়া এক চা চামচ
লেবুর রসএক টেবিল চামচ
সরিষার তেলএক টেবিল চামচ
মরিচের গুঁড়াহাফ চা চামচ
আদা রসুন পেস্টদেড় চা চামচ
ডিমএকটি
সয়াবিন তেলভাঁজার জন্য
কাশ্মীরি পেস্টএক চা চামচ
গরম মসলার গুঁড়াহাফ চামচ
কারিপাউডারএক চা চামচ
লবনপরিমান মত

কার্যপদ্ধতিঃ

1BC7BDD0-342E-4637-9C4F-8DBA97F6251C.jpeg

6E0F6336-D775-4F62-8052-58F792EB4676.jpeg

1CAE662A-A383-4B73-94DF-EAD8B3E80922.jpeg

800C91AA-93A3-49F1-AE35-3E108B2F8899.jpeg

21E11459-55A9-4142-9697-6AFF6B1140F0.jpeg

AA16233C-AC99-470E-A49E-DE47A08222BA.jpeg

প্রথমেই চিকেন কিমার সাথে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিয়েছি। এরপর এক ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছি।

21FFA645-4384-4CC3-957E-33284E1BABE5.jpeg

ঠিক একই পদ্ধতিতে sheep এর কিমা গুলো মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি।

53B40AD3-74C0-456E-8A54-634E509CC30F.jpeg

এরপর এক ঘন্টা পরে হাতের সাহায্যে এভাবে লম্বা করে নিয়েছি।

20F1B527-0FAF-4D09-9A1D-37AFCFB2DB6D.jpeg

এভাবে সবগুলো বানিয়ে অভেন এর ট্রেতে রেখেছি।

31FE15C4-5AA4-4388-B102-29A9AF8A7553.jpeg

এরপর ১৮০ ডিগ্রীতে ৪৫ মিনিটের জন্য রেখে দিয়েছি। মাঝে একবার উল্টিয়ে দিয়েছি

838F5061-C74C-48D4-B769-52C6A4EF587F.jpeg

৪৫ মিনিট পরে বের করেছি, হয়ে গেল আমার মজাদার চিকেন এবং শীপ এর কাবাব রেসিপি।

95D228DF-6C16-4929-B064-0CD05591510B.jpeg

পরিবেশনের জন্য এনেছি।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

চিকেন শীপ কাবাব দেখে আপু
জিভে এলো জল,,
কে কে যাবে আপুর বাসায়
সঙ্গে আমার চল।

দারুন রেসিপি করেছো আপু
দেখে লাগে লোভ,,
খেতে না পেয়ে মনের ভেতর
জেগে ওঠে ক্ষোভ।

দারুন হয়েছে রেসিপি তোমার
জুড়ি মেলা ভার,,
প্রিয় আপু কেমনে যেন প্রেমে
পড়লাম তোমার।♥♥

 2 years ago 

আমি ধন্য হয়েছি ওগো ধন্য, আপু আপনারি এই মন্তব্যের জন্য।

 2 years ago 

আমি মগ্ন হলাম আপু মগ্ন
তোমার এই রিপ্লের জন্য,,,
♥♥

 2 years ago 

আপু আপনার রেসিপিটা অসাধারণ ছিল । কাবাব সাধারণত রেস্টুরেন্ট থেকেই খাওয়া হয় । তবে আপনার এই রেসিপি অনুসরণ করে এখন থেকে বাড়িতে চেষ্টা করা যাবে । ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে উপস্থাপনার জন্য ।

 2 years ago 

জি ভাইয়া একবার তৈরি করে দেখবেন, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

আপু বরাবরের মতো আপনার আজকের রেসিপিটি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর সুন্দর রেসিপি করেন এবং খুব চমৎকার করে সেগুলো উপস্থাপন করেন। যাই হোক আপনার চিকেন ও শিপ এর কাবাব রেসিপির প্রত্যেকটি ধাপ দেখে আমরা অনায়াসেই বাসায় ট্রাই করতে পারব। মজাদার রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মন্তব্যটি পেয়ে খুবই অনুপ্রাণিত হলাম, অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

মজাদার চিকেন এবং শীপ কাবাব রেসিপি দেখতে খুবই লোভনীয় হয়েছে আপু। আপু আপনি সব সময় মজার মজার রেসিপি তৈরি করেন। আপনি একজন সেরা রাঁধুনি। আপনার রন্ধনশিল্পের দক্ষতা আমার অনেক ভালো লাগে। আপনি রমজান মাসে এই রেসিপি তৈরি করেছিলেন জেনে অনেক ভালো লাগলো। এই রেসিপি দেখতে এতটাই লোভনীয় হয়েছে যে মন চাচ্ছে বাসায় তৈরি করে ফেলি। অনেক সুন্দর ভাবে আপনি আপনার রেসিপি তৈরির প্রসেস উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া, কিন্তু আমি সেরা রাঁধুনি নই, জাস্ট একটু চেষ্টা করি।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

শীপের কিমা ওয়াও কখনো খাওয়া হয়নি।খুব সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন আপু।ছবি দেখে বেশ লোভনীয় লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি চিকেন এবং শীপ রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

খাবারের নামটা যেমন প্রথম শুনলাম তেমন দেখলামও আজ প্রথম। সত্যি আপু মারাত্মক ছিল রেসিপিটা। এত কিছু করে আয়োজন করে খাওয়া আমার জন্য এখন দুঃস্বপ্ন বটে,, ইস গিয়ে যদি খেয়ে আসতে পারতাম 😊😊

 2 years ago 

খাওয়াতে পারলে তো আমিও ধন্য হতাম ভাইয়া।অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

কাবাব আমার এতো বেশি পছন্দ যে কি আর বলবো!আহা মুখে পানি চলে আসছে গো আপু।

 2 years ago 

আহা বড় কষ্ট লাগলো গো আপু, যদি খাওয়াতে পারতাম!

 2 years ago 

আপু মজাদার চিকেন কাবাব রেসিপি দেখতে পেরে জিভে জল চলে এলো। আপনি বরাবরের মতো আজকেও অনেক মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি চিকেন এবং শীপ এর কাবাব রেসিপি প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার কাবাব রেসিপি দেখে জিভে জল চলে আসল। আপনি খুব সুন্দর ভাবে কাবাব বানিয়েছেন। ধাপগুলি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনি ঠিক বলেছেন আপু এই কাবাব ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে।ইফতার পার্টিতে এই রেসিপিটি বানিয়েছেন যেহেতু মনে হচ্ছে ঐ দিন খুব ভালো ইফতার করেছেন।আমিও আপনার এই রেসিপি দেখে বাসায় চেষ্টা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

চেষ্টা করে দেখবেন আপু। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 99331.95
ETH 3298.98
USDT 1.00
SBD 3.05