বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানো পর্ব : ১১ ( sea beach)

in আমার বাংলা ব্লগ10 months ago (edited)
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_8039.jpeg

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানোর নতুন সিরিজ এর চতুর্থ পর্ব নিয়ে। হ্যাঁ বন্ধুরা গত তিন পর্বে আপনাদের সাথে Eastbourne Sea beach এ পৌঁছানোর পূর্বে এর চারিপাশের চমৎকার এনভাইরণমেন্ট এর কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যাকে কেন্দ্র করে এতদিন আপনাদের সাথে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছিলাম আজকে তার আসল পর্ব শুরু হল।হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত সমুদ্র সৈকতের অপার সৌন্দর্য। সমুদ্র কার না ভালো লাগে বলুন? আমরা সকলেই সমুদ্রের কাছে এলে যেন যত দুঃখ,বেদনা ও কষ্ট ভুলে যাই। তবে ইংল্যান্ডের যতগুলো সমুদ্র সৈকতে গিয়েছি আমার ততবারই শুধু বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের কথাই বেশি মনে পড়েছে।এছাড়াও কুয়াকাটা সমুদ্র সৈকত ও কিন্তু কম ছিল না, সেখানেও গিয়েছিলাম একবার। এছাড়া চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতেও গিয়েছিলাম কয়েকবার।মন শুধু পড়ে আছে ওই কক্সবাজার সমুদ্র সৈকতের কাছেই।যাইহোক কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক Eastbourne সমুদ্র সৈকতে। এখানে মোট ১৭ টি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_6022.jpeg

IMG_6023.jpeg

IMG_6021.jpeg

IMG_6027.jpeg

IMG_6029.jpeg

IMG_6032.jpeg

IMG_6033.jpeg

IMG_6034.jpeg

IMG_6035.jpeg

IMG_6036.jpeg

IMG_6037.jpeg

IMG_6039.jpeg

IMG_6038.jpeg

IMG_6040.jpeg

IMG_6041.jpeg

IMG_6044.jpeg

IMG_6045.jpeg

বন্ধুরা আজ তাহলে এইটুকুই।আশা করি আপনারা উপভোগ করেছেন। আগামী পর্বে সমুদ্র সৈকতের আরও অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

We are here to vote for you, you can vote for me please

 9 months ago 

আসলে সমুদ্র সৈকতে কখনো যাওয়া হয়নি তো তাই এটা সৌন্দর্য কখনো সামনাসামনি উপভোগ করতে পারিনি। তবে ইনশা-আল্লাহ সুযোগ হলে অনেক জায়গায় ঘোরাঘুরি করার চেষ্টা করব। যাইহোক এই সমুদ্র সৈকতের সৌন্দর্য কিন্তু বেশ দারুন লেগেছে আমার কাছে। বিশাল সমুদ্র আর সমুদ্রের পাড়ে শুধু পাথর আর পাথর। আর হ্যাঁ বাংলাদেশের যেহেতু আপনার বাড়ি তাই কক্সবাজারের কথা মনে পড়বে এটাই স্বাভাবিক। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সমুদ্র সৈকতের সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

আপু এটা সত্যি কক্সবাজারের সমুদ্র সৈকতের মতো এতো সুন্দর বিচ আসলে কোথাও নেই।নিজের দেশ বলে কথা, তাই না আপু।আপনি সমুদ্র সৈকতের ফটোগ্রাফি শেয়ার করলেন। দারুনভাবে উপভোগ করলাম।সবাই মিলে কোথাও গেলে যেকোনো জায়গাই অনেক বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু বাচ্চাদের হলিডে তে কাটানো দিনগুলো খুব সুন্দর ভাবে ই উপভোগ করেছেন দেখে খুব ভালো লাগলো।

 9 months ago 

শুনে ভালো লাগল আপু আপনার ইংল‍্যান্ডের এই সমুদ্র সৈকত দেখে আমাদের দেশের কক্সবাজার সমুদ্র সৈকত এর কথা মনে পড়েছে। সমুদ্র যেমন বিশাল তার গর্জন মনমুগ্ধকর। একইভাবে সমুদ্র আমাদের কেউ মহৎ এবং উদার হতে শেখায়। আপনার শেয়ার করে সমুদ্রের ফটোগ্রাফি গুলো এককথায় অসাধারণ ছিল আপু। একেবারে চোখ জুড়িয়ে যাওয়ার মতো।।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আসলেই আপু যতো সুন্দর সমুদ্র সৈকত দেখি না কেনো, কক্সবাজার সমুদ্র সৈকতের নাম ঘুরেফিরে মনে পড়ে যায়। আমিও জীবনে অনেক সমুদ্র দেখেছি, কিন্তু কক্সবাজারের মতো এতো সুন্দর এবং দীর্ঘতম সমুদ্র সৈকত কোথাও দেখিনি। এমন দীর্ঘতম সমুদ্র সৈকত কোথাও আছে বলে মনে হয় না। যাইহোক সমুদ্র আমার ভীষণ পছন্দ। সমুদ্রের সামনে গেলে মনটা একেবারে জুড়িয়ে যায়। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার ফটোগ্রাফির দক্ষতা বেশ ভালো এটা বলতেই হয়। যাইহোক এতো মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আশা করি পরবর্তী পর্ব খুব শীঘ্রই শেয়ার করবেন আমাদের সাথে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66492.65
ETH 3309.61
USDT 1.00
SBD 2.72