আলু দিয়ে খাসির মাংসের তরকারি(10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার একটি পছন্দের খাবারের রেসিপি নিয়ে। আলু দিয়ে খাসির মাংসের তরকারির। আসলে আলু দিয়ে রান্না যে কোন তরকারিই আমার কাছে ভালো লাগে।সাধারণত আমাদের এখানে খাসি বা গরুর মাংস এতোটা খাওয়া হয়না, ল্যাম বা ভেড়ার মাংশই এখানে বেশি চলে। মাঝে মাঝে গরু বা খাসির মাংস খাওয়া হয়। চলুন চলে যাই মূল পর্বে।

22C0E642-2120-485F-A2C8-5718E2388288.jpeg

চলুন দেখা যাক খাবারটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে?

উপকরণপরিমাণ
খাসির মাংস২কেজি
পেঁয়াজ কুচি২কাপ
আলুবড় সাইজের ৪ টি
আদা বাটাদেড় টেঃচাঃ
রসুন বাটাদেড় টেঃচাঃ
হলুদ গুড়া১ চাঃচাঃ
ধনিয়া গুড়া১ চাঃচাঃ
মরিচ গুঁড়া১ চাঃচাঃ
জিরা গুঁড়া১ চাঃচাঃ
গরম মসলা১চাঃচাঃ
লবণস্বাদমতো
এলাচ৫টি
লবঙ্গ৫টি
দারচিনি৩পিস
কাঁচা মরিচ৩টি
টমেটো কুচি১ টি

কার্যপ্রণালী :

ধাপ : ১

প্রথমেই পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ কেটে নিয়েছি, তারপর আলুগুলো ছুলে বড় বড় কয়েক টুকরো করে নিয়েছি। মাংস গুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।

9ABAE445-61BF-44F7-94C1-BAD6BF971B08.jpeg

614936F4-6E2A-4916-AAC0-4F074F915D63.jpeg

BD26EBC6-4317-4E76-AD5F-AB55BAE0497D.jpeg

ধাপ: ২

প্রথমে একটি হাঁড়িতে তেল গরম করে আদা রসুন দিয়ে তার মধ্যে পেঁয়াজ ,কাঁচামরিচ ,টমেটো, লবন দিয়ে ভালভাবে মাখিয়ে নিয়েছি, এরপর মাংসগুলো দিয়ে এলাচ, দারচিনি ,লবঙ্গ ও তেজপাতা দিয়ে মাখিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি ১৫ মিনিট । সিদ্ধ হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে সব মসলা দিয়ে ভালোভাবে নেড়ে ২/ ৩ মিনিট কোষিয়ে নিতে হবে। এরপর ৪/৫কাপ গরম পানি যোগ করে ৫/৬ মিনিট আরো জাল দিত হবে, এ সময় চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে।পাঁচ মিনিট পরে আমার রান্না শেষ করতে হবে।

ধাপ গুলো দেখানো হলো:

5663428D-28E6-405B-B5AB-9F35DB5A0777.jpeg

75768AB0-D465-499E-BF84-8D5431EEE05B.jpeg

7951D36E-2081-4D4C-A31A-0B1EFC5EA037.jpeg

2D5D647F-97A0-4137-86DC-94FBB535F40D.jpeg

1DB00135-598F-4952-A7F9-1BB9D896AC2C.jpeg

7F0B74FB-066E-4C6F-B62C-E85AF4A5F982.jpeg

B0022DA2-804A-4A0F-8EE0-FAD9FE2E0AAB.jpeg

D734D85B-7596-49D5-B2C9-BEA58F533F1F.jpeg

458904B2-B040-4FF8-B626-02907A8D068F.jpeg

পাঁচ মিনিট পরে হয়ে গেল আমার মজাদার আলু দিয়ে মাংসের তরকারি।

50F69BF5-D93B-4F34-8BD2-E45BD9E35C3D.jpeg

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স

আশা করি আমার এই আজকের আয়োজন আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

Cc: @rme

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Sort:  
 3 years ago 

অসাধারণ ভাবে রেখেছেন দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে। আমি এভাবে আলু দিয়ে খাসির মাংস খেতে অনেক ভালোবাসি।

 3 years ago 

আলু দিয়ে খাসির মাংস খেতে অত্যন্ত ভালো লাগে এবং বিশেষ করে আমার আম্মু মাঝে মাঝে রান্না কে করে। আপনি অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছেন এবং রান্না ধরনটি আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আলু দিয়ে খাসির মাংস..! 😱😱আহ কি যে মজা লাগে, খুবই সুস্বাদু একটি খাবার। অবশ্য খাসির মাংস এমনিতেই অনেক সুস্বাদু। অন্যান্য মাংসের থেকে আমার খাসির মাংস বেশি পছন্দের।
আপনার রেসিপি টা দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। অনেক সুন্দর সাবলীলভাবে উপস্থাপন করেছেন। আমাদের সাথে আপনার রেসিপি টা শেয়ার করার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ আপু। আপনারা জন্য শুভকামনা রইলো

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আলু দিয়ে খাসির মাংস, সাথে রুটি। আমার কাছে জাস্ট অসাম লাগে। আমি অনেকদিন পর বাড়িতে আসলে আম্মু আমার জন্য এই মাংস + রুটি বানায়। কারণ ছোটবেলা থেকেই অনেক পছন্দ করি।

 3 years ago 

আলু দিয়ে খাসির মাংস আমারও খুব পছন্দ, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

চমৎকার রেধেছেন।শুভ কামনা রইলো 😍🥰

 3 years ago 

ধন্যবাদ আপনাকে.

 3 years ago 

আপনার রেসিপি আমার অনেক পছন্দ হয়েছে আপু আমি আপনার রেসিপি দেখে চেষ্টা করবো আজকে খাশির মাংস রান্না রেসিপি তৈরী করার। আপনার জন্য শুভকামনা রইলো 🥀

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে, শুভকামনা আপনার জন্যও রইলো।

 3 years ago 

ওয়াও অসাধারন। আলু দিয়ে খাশির মাংশ আমি এই প্রথম নতুন ভাবে রেসিপিটা দেখলাম অত্যান্ত সুন্দর একতি রেসিপি ছিল এবং ইউনিক একটা কাজ।শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসাধারণ ভাবে রান্না করেছেন। দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে। আমি এভাবে আলু দিয়ে খাসির মাংস খেতে অনেক ভালোবাসি।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর রান্না করেছেন আপনি। তরকারির রং দেখে তো আমার জিভে পানি চলে আসলো। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মাংসের রংটা খুব সুন্দর হয়েছে। দেখেই খেতে ইচ্ছে করছে। রেসিপিটি ভালো হয়েছে। অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ তোমাকে .

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62678.63
ETH 3015.27
USDT 1.00
SBD 2.49