৫ দিয়ে ভাগের মজার জাদু

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি মজার একটি অংক নিয়ে।আসলে অংক আমার খুব ভালো লাগে।আমার মেয়েদেরকে অংক করাই আর ছোট বেলার সেই দিন গুলো চোখের সামনে ভেসে উঠে।ওদের অংক শিখানোর মাধ্যমে আমার ভলোই হচ্ছে, মোটামুটি এখনও চর্চার মধ্যেই আছি।তা না হলে ভুলেই যেতাম।আজকের অংকটা একে বারেই ম্যাজিক, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হয়তো আপনারা অনেকেই এই নিয়মটি জানেন। যারা জানেন না তাদের জন্য এই নিয়মটি।চলুন চলে যাই তাহলে মূল পর্বে।

B342FE50-0903-4674-A092-26748148CBA5.jpeg

polish দিয়ে করা।

এবার ম্যাজিক অংকটি আপনাদেরকে বলছি।অংকটি হচ্ছে সংখ্যা ৫ এর ম্যাজিক।অর্থাৎ ৫ দিয়ে যে কোন সংখ্যাকে অনায়াসে ভাগ করা যায় শুধু একটা ট্রিক্স জানা থাকলে।এ ক্ষেত্রে কোন নামতা জানতে হবেনা, শুধু সহজ একটি যোগ করলেই হবে।তাহলে শুরু করা যাক।

১৬ ÷ ৫ = ?

এক্ষেত্রে, যাকে ৫ দ্বারা ভাগ করব তাকে শুধু ডাবল করতে হবে, এরপর ডানসাইড হতে এক সংখ্যা রেখে একটি দশমিক দিতে হবে।

১৬+১৬ = ৩২ (এখানে ১৬ এর ডাবল হবে ৩২)

১৬ + ১৬ = ৩.২

(এরপর ডানসাইড হতে এক সংখ্যা রেখে একটি দশমিক দিয়েছি।)

সুতরাং, ১৬ ÷ ৫ = ৩.২

আবার আরেকটি দেখাচ্ছি।

১৩৯ ÷ ৫ = ?

১৩৯+১৩৯ = ২৭৮ (১৩৯ এর ডবল করেছি)

১৩৯+১৩৯ = ২৭.৮ ( এরপর ডানসাইড হতে এক সংখ্যা রেখে একটি দশমিক দিয়েছি।)

সুতরাং ১৩৯ ÷ ৫ = ২৭.৮

এবার একটি কমন দিচ্ছি যা সকলেই চোখ বন্ধ করে বলে ফেলতে পারি।

১০ ÷ ৫ =?

১০ + ১০ = ২০ (১০ এর ডাবল করেছি)

১০ + ১০ = ২.০ (ডানসাইড হতে এক সংখ্যা রেখে একটি দশমিক দিয়েছি।)

সুতরাং, ১০ ÷ ৫ = ২.০

এভাবে যে কোন বড় সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করা সম্ভব।মজার ব্যাপার হচ্ছে আমার বড় মেয়েকে যখন শেখালাম তখন ওতো খুব খুশি।বলছিল সব ভাগই কি এভাবে করতে পারব? তখন আমি তাকে বললাম, না শুধু ৫ দিয়ে ভাগ করার ক্ষেত্রেই এই ফর্মূলা ব্যবহার করা যাবে।ও হ্যাঁ আরেকটি কথা, এটি কিন্তু আমার নিজের আবিষ্কার না।কারও কাছ থেকে শিখেছি।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

পাঁচ দিয়ে ভাগ করার দারুণ একটি পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এই পদ্ধতি অবলম্বন করলে ৫ দিয়ে ভাগ করা খুবই সহজ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে পাঁচ দিয়ে ভাগ করার এই সহজ কৌশলটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ম্যাথ করতে আমিও খুবই পছন্দ করি এই ধরনের টেকনিক জব প্রিপারেশন এর ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। বিভিন্ন জব প্রিপারেশন বইয়ে বিভিন্ন ধরনের টেকনিক দেয়া থাকে। অনেক ভালো কিছু শেখাচ্ছেন আপু যেটা অনেক কাজে দিবে।

 2 years ago 

পদ্ধতিটি বেশ মজার। বাচ্চারা সহজেই বুঝতে পারবে। পদ্ধতিটি জানা ছিল না। ধন্যবাদ আপু মজার একটি অংকের পদ্ধতি আমাদের শেখানোর জন্য।

 2 years ago 

আসলেই দারুন আইডিয়া তো।
আপনার এই পোষ্টের মাধ্যমে নতুন একটি শর্টকাট আইডিয়া শিখলাম। আগে থেকেই আমি ম্যাথ অনেক পছন্দ করি তাই আরো বেশি মজা লাগলো।

 2 years ago 

আসসালামু আলাইকুম আপু। আশাকরি ভাল আছেন। আপনার এই ম্যাজিক খুব ভাল লাগলো আমার। 🥰 ছেলেকে এভাবে করাতে পারব।আসলে ম্যাথ করার পাশাপাশি কিছু ম্যাজিক জানলে কিন্তু মন্দ হয় না।আপনার ম্যাজিকটি অসাধারণ লাগলো। অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 2 years ago 

বাহ্ সুন্দর তো আপু। পাচঁ দিয়ে ভাগ করার এত সুন্দর আইডিয়া আগে তো জানতাম না। আজকে আপনার পোস্টটির মাধ্যমে বিষয়টি অনেক সুন্দর ভাবে জেনে এবং শিখে নিলাম। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 2 years ago 

অও,দারুণ একটি ট্রিক্স শিখিয়ে দিয়েছেন আপনার মেয়েদেরকে আপু।মজার ছিল অংকটি,ভবিষ্যতে 5 সংখ্যা নিয়ে আর কারো বিভ্রান্তিতে পড়তে হবে না বলে আশা করি।আমি ও বেশ মজার সঙ্গে শিখলাম ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59972.21
ETH 2389.55
USDT 1.00
SBD 2.42