কিছু রেনডম ফটোগ্রাফি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রেনডম কিছু ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফির পোস্ট করতে আমার খুবই ভালো লাগে । কিন্তু ফটোগ্রাফি গুলো মনের মতন না হলে আর পোস্ট করতে মন চায় না। আজকে যে ফটোগ্রাফিগুলো শেয়ার করতে যাচ্ছি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে ।

আমার এই ফটোগ্রাফির পোষ্ট সাজিয়েছি আকাশ, রাস্তাঘাট, যানবাহন দিয়ে। কিছু কিছু ফটোগ্রাফি লন্ডন থেকে নেয়া, কিছু কিছু হর্লি টাউন সেন্টার থেকে, আর কিছু আমার এলাকা থেকে। এখনো ইংল্যান্ডে প্রচুর ঠান্ডা পড়ছে, তাপমাত্রা ২-৩ ডিগ্রীর মধ্যে রয়েছে। ঘর থেকে বের হতে মন চায়না কিন্তু কাজের তারনায় বেরতে তো হতেই হবে। চার পাঁচ দিন আগে যখন ঘর থেকে বের হয়েছিলাম তখন এই ফটোগ্রাফি গুলো ধারণ করেছিলাম, আশা করি একটু হলেও আপনাদের ভালো লাগবে।

A07CC271-AABD-4666-B0E9-0CB05AE213FC.jpeg

D874C551-9E42-4CAF-AF2D-F181ACDCD0A7.jpeg

16A2006F-6493-42C7-B48F-0724B5C38C13.jpeg

উপরের তিনটি ফটোগ্রাফি হর্লি টাউন সেন্টার থেকে নেয়া হয়েছে।

DF5839D7-78FA-48DC-8C5A-AB6DDE983B09.jpeg

25DD9A69-9412-403D-92FC-EC6BBE51E200.jpeg

4BD1BAAE-99BE-4B6D-8C13-9DF9E64DBBC5.jpeg

F8F87820-E0E9-4141-B58C-FC0C768A376D.jpeg

31F69329-1D24-4C05-B396-A12A3E6DABAB.jpeg

উপরের পাঁচটি ফটোগ্রাফি আমার এলাকা থেকে নেয়া হয়েছে।

4453340F-8271-4E9A-AE9E-43959F17DD6C.jpeg

13F16658-7071-4F7D-8325-EC77E79C8F51.jpeg

D52DB72F-07A8-42B4-8533-8FB40445162E.jpeg

উপরের তিনটি ফটোগ্রাফি লন্ডন আন্ডার গ্রাউন্ড থেকে নেয়া হয়েছে, আর মাঝের ফটোগ্রাফি টি ট্রেনের ভিতরের দৃশ্য।

A54FE042-D13D-4211-8F27-404436F2DE55.jpeg

267CF647-3424-41B8-AB59-A4C8A56DE51D.jpeg

উপরের ফটোগ্রাফি দুটি ট্রেন স্টেশনের, লন্ডন বউ চার্চ হতে নেয়া হয়েছে। এই ট্রেনগুলোকে বলে ডি এল আর, ড্রাইভার ছাড়া ট্রেন।

373B6E42-84A7-444D-8A7B-2DDDA7AB06CB.jpeg

এটিও লন্ডন থেকে নেয়া, বউ চার্চ এলাকা থেকে।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  

জাস্ট ওয়াও ফটোগ্রাফি 💯🥰। প্রতিটি ফটোগ্রাফি অনেক অনেক পছন্দ হয়েছে আমার। ইংল‍্যান্ডের ছবি গুলো দেখেই বুঝা যাচ্ছে কতো সুন্দর দেশটি। কোনটি রেখে কোনটার প্রশংসা করবো বুঝতেই পারছি নাহ। ধন্যবাদ আপনাকে মুগ্ধ করা ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন‍্য। শুভেচ্ছা রইল প্রিয় আপু।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। কারণ ঘরে বসেই ইংল্যান্ড দর্শন হয়ে যায়। আপনার ছবিগুলোর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারি। আমাদের বাংলাদেশে শীতের সময় তাপমাত্রা থাকে 15 থেকে 20 ডিগ্রি সেখানে 2/3 ডিগ্রি তাপমাত্রা কি রকম ঠান্ডা হতে পারে অনুমান করতেই ভয় লাগে।

 2 years ago 

জেনে খুব ভালো লাগলো ভাইয়া আমার ফটোগ্রাফি গুলো আপনার ভাল লাগে, অনেক ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও কি চমৎকার চমৎকার ফটোগ্রাফি করলেন। প্রত্যেকটা ফটোগ্রাফি কি অসাধারণ না দেখাচ্ছে। আপনার তোলা সুন্দর ফটোগ্রাফি কারণে আমরা অনেক জায়গা দেখতে পারলাম। খুবই ভালো লাগলো এই সুন্দর ফটোগ্রাফি গুলো আর বিভিন্ন রকম জায়গা দেখে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রতিটি ফটোগ্রাফি ছিল হৃদয় ছুয়ে যাওয়ার মত। আমাদের বাংলাদেশের তুলনায় ইউরোপের দেশগুলোর পরিবেশ হাজার গুণ বেশি সুন্দর। আপনার ধারন কৃত ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে এক একটা মোবাইলের ওয়ালমেট এর মত সত্যি অসাধারন ছিল। আর আমাদের সাথে এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কমেন্টস থেকে অনুপ্রেরণা পেলাম, অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার ফটোগ্রাফি করার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুবই চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফির মাঝে নীল আকাশের যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সেগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। দারুন সব ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু। আপু আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার সবগুলো ফটোগ্রাফি প্রশংসার দাবিদার।
আসলে অনেকে ফটোগ্রাফি করেন তবে ফটোগ্রাফির যে কোয়ালিটি সেটা মেইন্টিং করাটা খুবই কঠিন। আপনার ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগলো আমার। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আমার কাছে তো আপনার এলাকার ছবি গুলোই বেশি সুন্দর লেগেছে।আকাশটা জাস্ট দারুণ।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি অত্যন্ত সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। প্রথম ধাপে আমাদের সামনে যেমন কংক্রিটের রাস্তা পাশে বিশাল বিলাসবহুল বাড়ির ছবিগুলো দেখিয়েছেন ।ঠিক একই সাথে আপনি খোলা নীল আকাশ এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে দেখিয়েছেন। সেই সাথে আপনি আপনার পোষ্টের প্রথম দিকে বর্ণনা করেছেন ইংল্যান্ডের ঠান্ডার কথা ।অনেক সময় ঠাণ্ডা সহ্য করার মতো নয় তারপরও আমাদেরকে কাজের তাড়নাই বাসা থেকে বের হতে হয় এটাই হয়তো বা বাস্তবতা।

 2 years ago 

আপু আপনার শেয়ার করা আজকের রেনডম ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে। কত সুন্দর আকাশ এবং রাস্তাঘাট গুলো দেখতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আপনার ফটোগ্রাফি গুলো দারুন লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে আজকে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম ।লন্ডনের বাড়ির দৃশ্য পটভূমি আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে খুবই ভালো লাগলো ।বিশেষ করে আকাশে সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এত সুন্দর ভাবে ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74