"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -০৪ ( আমার শেষ উৎসবের স্মৃতি) || "Amar Bangla Blog" Contest - 04 (my Last Festival Memories)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

52A88A5A-D818-4A25-AFB9-B5310F65966E.jpeg

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি এই প্রথম আমার বাংলা ব্লগ কমিউনিটি তে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি । প্রতিযোগিতার বিষয়বস্তু হচ্ছে শেষ উৎসবের স্মৃতি ।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার শেষ উৎসবের স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতে, আশা করি আপনাদের ভালো লাগবে।

উৎসব মানেই আনন্দ, পরিবারের সকলকে নিয়ে আনন্দে মেতে ওঠা। কিন্তু সেই আনন্দ পরিবার ছাড়া অসম্ভব। যখনই কোন উৎসব আসে তখন খুব বাংলাদেশের কথা মনে পড়ে কারণ বাংলাদেশ আর এখানকার উৎসব একরকম নয় ।বাংলাদেশে আমার বাবা-মা ভাই-বোন আত্মীয়-স্বজন আরো অনেকেই আছেন কিন্তু এদেশে তাদেরকে মিস করি।যদিও এখানে কিছু কিছু আত্মীয়-স্বজন আছেন তাদেরকে নিয়ে সকল ধরনের উৎসব পালন করে থাকি।

গত মাসে আমাদের শেষ উৎসব ছিল কোরবানির ঈদ। কিন্তু সেই ঈদ ততটা আনন্দমুখর হয়নি লকডাউন এর কারণে ।লকডাউন এর কারণে পরপর তিনটি ঈদে আমরা আনন্দ থেকে বঞ্চিত হয়েছি। তাই আজকের এই প্রতিযোগিতায় সবচেয়ে আনন্দের সাথে যেই ঈদটি উদযাপন করেছি সেই দিনটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আনুমানিক তিন বছর আগে হবে। আমার একজন বড় ভাসুর তার পরিবার নিয়ে লন্ডনে থাকেন , আর আমরা লন্ডন থেকে একটু দূরে থাকি যেখানে আমার আরেক জন ভাসুর তার পরিবার নিয়ে থাকেন।সাধারণত ঈদের একদিন আগেই আমরা সকলেই আমাদের বড় ভাসুরের বাসায় চলে যেতাম।পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দ করতাম।

চলুন দেখা যাক, আমাদের আনন্দমুখর দিনটি কিভাবে উদযাপন করেছিলাম। ঈদের দিন সকাল বেলায় শুরু হয়ে যায় পুরুষদের হইচই কারন নামাজে যাওয়ার জন্য তৈরি হতে হবে।মোট আটজন পুরুষ আমাদের এই পরিবারে। যাইহোক সবাই কিছু নাস্তা করে নামাজের জন্য বের হয়ে যায় আর আমরা মহিলা ও বাচ্চাকাচ্চারা সবাই ঈদের কাপড় চোপড় পরে রেডি হয়ে যায়। এরপর নামাজ পড়া শেষ হলে সবাই বাসায় ফিরলে শুরু হয় ঈদের সালাম করা আর সালামি দেওয়াএবং নেওয়ার প্রতিযোগিতা যা ঈদের অন্যতম আকর্ষণ।

61592C51-717F-484E-91CD-7F17B7E0B3C7.png

D9F82DA5-7566-46FA-949B-17A446D2C22E.png

FA28A4D3-D34F-4545-A663-1FB0AE9B87A5.png

what3words address.
https://w3w.co/spent.sleeps.wedge

কিছু ফ্যামিলি ফটোগ্রাফ নিয়ে আমরা বের হয়ে গেলাম ঘুরার উদ্দেশ্যে প্রথমে আমার কয়েকজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই । এরপর বাসায় এসে দুপুরের খাওয়া-দাওয়া করে বের হয়ে গেলাম ইংল্যান্ডের এক ঐতিহ্যবাহী স্থান লন্ডন টাওয়ার ব্রিজ এলাকায় ,খুবই চমৎকার একটি স্থান যেখানে সব সময় লোকজনের আনাগোনা থাকে ভিজিট করার জন্য।

44800FB3-0DAD-4E66-AF12-B4326B5D7696.jpeg

E95D4A8A-60D6-4BF0-9B1A-907C771ECD50.jpeg

E56D46B5-15C6-42C9-8BE1-B8F6C9B4CC80.jpeg

2132F53D-6813-476E-B399-F400D4FDD4EE.jpeg

8DDC2E50-3238-4A99-B404-33D7CAE2B58B.jpeg

31FA7CB1-B16D-4F60-B92B-4B66BE4FEEDB.png

what3words address.
https://w3w.co/fortunate.rather.asset

অবশেষে সন্ধ্যা নেমে এলো , সকল আনন্দ শেষে আমরা আমাদের নিজ গন্তব্য স্থানে আবার পৌঁছে গেলাম। বন্ধুরা এটাই ছিল আমার আজকের আয়োজন আশাকরি আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

ধন্যবাদ আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ।

 3 years ago 

আপনার ঈদের উৎসব আমাদের মাঝে ভাগ করার জন্যে ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago (edited)

খুব সুন্দর লিখেছেন আপু।আপনার ঈদ উৎসব অনুভূতি শুনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।আমার উৎসব স্মৃতি দেখার আমন্ত্রণ রইলো আপু 😊

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, নিশ্চয়ই দেখব।

 3 years ago 

বেশ উপভোগ করেছেন দিনটি, ফটোগ্রাফিগুলো দেখে তাই মনে হচ্ছে। হ্যা, আমরাও তাই করি কিন্তু লকডাউনের কারনে এবার সেই সুযোগটা ছিলো না আমাদের। শুভ কামনা রইল আপনার এন্ট্রির জন্য।

 3 years ago (edited)

অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় ব্যয় করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.027
BTC 60654.57
ETH 2343.25
USDT 1.00
SBD 2.48