রেনডম কিছু ফটোগ্রাফি
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
অনেকদিন পর আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে।পুরো সপ্তাহ জুড়েই ছিল খারাপ ওয়েদার। বৃষ্টি যেন থামছিলই না। আর আমাদের এখানে ঠান্ডা মোটামুটি ভালোই চলে এসেছে।আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি।এ কয়েকদিন বাইরে যাওয়াই হয়নি। আজকের ওয়েদারটা মোটামুটি বেশ ভালই ছিল।ভাবলাম অনেকদিন ফটোগ্রাফি করা হয়নি তাই বাইরে একটু বের হই।বেশ কয়েকদিন গার্ডেনে যেতে পারিনি খারাপ ওয়েদাররের কারণে।তাই ভাবলাম গার্ডেনে গিয়ে দেখি কি অবস্থা।গার্ডেন মোটামুটি এখন মৃত প্রায় অবস্থায় পড়ে রয়েছে।ফুল, ফল সবজি কোন কিছুই এখন নেই বললেই চলে।তাই এখন গার্ডেনে গেলে খুবই খারাপ লাগে।কারণ শীতের সিজনে কোন কিছুই থাকে না।রেনডম ফটোগ্রাফিটি সাজিয়েছি আমার বাগানের অবশিষ্ট কিছু ফুল, ফল, সবজি ও তার চারিপাশের কিছু ফটোগ্রাফি নিয়ে।সবগুলো ফটোগ্রাফিই আজকে করা।আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
প্রথমেই শুরু করে দিলাম আমার প্রতিবেশীর পার্পল বর্ণের হাইড্রেনজিয়া ফুল দিয়ে।কারণ হাইড্রেনজিয়া ফুল আমার খুবই ভালো লাগে। আমার বাগানে যে নীল ও গোলাপি বর্ণের হাইড্রেনজিয়া ছিল তা এখন আর নেই, শুধু গাছগুলো পড়ে রয়েছে। অবশ্য নেইবারেরও ফুলগুলো সব নষ্ট হয়ে গিয়েছে শুধু দু‘একটি তোড়া ছাড়া।
এটি আমার বাগানের নাম না জানা ফুল, এখনো এই গাছটি বেঁচে রয়েছে, তবে আগামী বছর আর তাকে পাওয়া যাবে না।
এটি জেরানিয়াম, অনেকগুলো জেরানিয়াম গাছ ছিল, আপাতত একটি গাছে কয়েকটি ফুল পেলাম।
এটি প্রায়মূলা ফুল ।প্রায় ৩-৪ রকমের প্রায়মূলা ফুল ছিল বাগানে যা ইতি পূর্বেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম।
এটি আমার বাগানের ত্বীন ফল। এই ফল ছাড়া এখন আর বাগানে কোন ফলই নেই।
এটি নাম না জানা একটি ফল। প্রতিবেশীর বাগান থেকে নেয়া হয়েছে। জানিনা খাওয়া যায় কিনা।
আমার বাগানের মরিচ গাছ।দেখুন কতগুলো মরিচ ধরে রয়েছে।সবজির মধ্যে শুধু এই মরিচ গাছ, আর টমেটো গাছ রয়েছে। এছাড়া বর্তমানে আর কোন কিছুই নেই।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[](https://steemitwallet.com/~witnesses
আপু আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী চোখ জুড়ানোর মতো। আপনি আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে খুবই সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আজকে আপনার মাধ্যমে প্রথম ত্বীন ফল দেখতে পারলাম।সব মিলিয়ে প্রতিটি ফটোগ্ৰাফী অসাধারণ হয়েছে।
আপনাদের ওদিকে দেখছি ঠাণ্ডা ভালোই পড়তে শুরু দিয়েছে আপু ।আমাদের এদিকেও ভোরবেলার দিকে অল্প অল্প ঠান্ডা পড়ে। রেনডম ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের সৌন্দর আলোকচিত্র দেখতে পাওয়া যায়। নাম না জানা ফুলটি আসলেই অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু অসাধারণ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে সত্যি বেশ চমৎকার লেগেছে। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফির বর্ণনা খুবই সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে হাইড্রেনজিয়া ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
বেশ দারুন সব ফুলের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মধ্যে শেয়ার করেছেন। অনেক অনেক ভালো লাগলো আপনার এই চমৎকার ফুলের ফটোগ্রাফি দিয়ে পোস্ট করতে দেখে। বেশি দারুণভাবে ক্যামেরাবন্দি করেছেন ফটোগুলো অসাধারণ হয়েছে। এক কথায় বলতে পারি মনোমুগ্ধ হওয়ার একটি পোস্ট শেয়ার করেছেন আপনি।
ভিন্ন ভিন্ন রকমের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনার তোলার প্রত্যেকটা ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে, আমি তো দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। আমার কাছে সব রকমের ফটোগ্রাফি দেখতে খুব ভালো লেগেছে। এরকম সুন্দর ভাবে ফটোগ্রাফি করলে দেখলে অনেক বেশি মুগ্ধ হই। আমি এই ধরনের ফটোগ্রাফি গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি।
আপনার শেয়ার করা এই পোস্টটা দেখে যেন মনে হচ্ছে আপনি একটি ফুলের বাগান নিয়ে হাজির হয়ে গিয়েছেন। আজকে আপনার পোস্টের মাধ্যমে অনেক নাম না জানা সুন্দর সুন্দর ফুলের সাথে পরিচিত হলাম। খুবই ভালো লাগলো আপনার শেয়ার করা এই ফটোগ্রাফি পোস্ট দেখে।
পার্পল বর্ণের হাইড্রেনজিয়া ফুল বোধহয় বাংলাদেশে পাওয়া যায় না। বাংলাদেশ কখনো এই ফুলের দৃশ্য দেখি নি তবে আপনার ছবিতে এই ফুলের দৃশ্যটা দারুন লাগছে বাস্তবে বোধয় দেখতে আরো বেশি সুন্দর লাগে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল আপু স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমাদের এখানেও টানা ৬ দিন বৃষ্টি হলো। তবে আজকে রোদ উঠেছে। যাইহোক ৬ ডিগ্রি তাপমাত্রা যেহেতু, তাহলে তো মোটামুটি শীত পড়ে গিয়েছে। সাবধানে থাকবেন আপু,নয়তো সর্দি লেগে যেতে পারে। ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। বিশেষ করে হাইড্রেনজিয়া ফুল এবং ত্বীন ফলের ফটোগ্রাফি গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপু আপনার তোলা ফটোগ্রাফি গুলো ছিল অনেক বেশি সুন্দর। আর আমার কাছে ফটোগ্রাফি গুলো দেখতেও খুব ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে দেখতে অনেক ভালো লাগছে। আমার কাছে ফুলের ফটোগ্রাফি গুলো অনেক বেশি ভালো লেগেছে দেখতে। খুব সুন্দরভাবে ক্যামেরা বন্দি করেছেন এগুলো।
দারুন লাগলো আপু আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে। প্রতিটি ফটোগ্রাফি চমৎকার লেগেছে আমার কাছে। আপনার বাগানের আর প্রতিবেশীর লাগানো গাছের ফুল ও ফলের ফটোগ্রাফি সবটাই দারুন লেগেছে আপু।আপনার বাগানের ত্বীন ফল তো অনেক ভালো লেগেছে।আর আপনার কাঁচা মরিচ গাছে কতই না ফুল এসেছে।আবার দারুনভাবে মরিচ ও ধরে আছে।অনেক ভালো লাগলো আপু।অসংখ্য ধন্যবাদ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।