বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানোঃ পর্ব-২১ (London zoo)

in আমার বাংলা ব্লগ6 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_0154.jpeg

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম লন্ডন জু এর ৫ম পর্ব নিয়ে। গত পর্বে আপনাদের কে বলেছিলাম আজকের পর্বের আকর্ষণ হচ্ছে লায়ন ও টাইগার। হ্যাঁ বন্ধুরা আজকের পর্বে উপভোগ করতে পারবেন লায়ন ও টাইগারের ফটোগ্রাফি গুলো। এবার দিয়ে মোট দ্বিতীয়বারের মতো সরাসরি এই প্রাণী দুটিকে সামনে থেকে দেখার সৌভাগ্য হলো।এর আগে লন্ডন সাফারি পার্কে গিয়ে এভাবে সরাসরি দেখতে পেয়েছিলাম লায়ন ও টাইগার। প্রবলেম হচ্ছে অনেক দূরে দূরে রেখেছে এই এনিমেল দুটিকে।দূর থেকে ভালোভাবে দেখা যায় না।কাছ থেকে দেখতে পারলে অনেক ভালো লাগতো। যাইহোক দূরে থাকলেও তো নিজ চোখে দেখে আসতে পারলাম এদেরকে। প্রথমেই তো খুঁজেই পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে অবশেষে তাদের দেখা মিলল। প্রতিটি ফটোই দূর থেকে জুম করে তোলা হয়েছে। লায়ন ও টাইগার ছাড়াও আরও দুটি নাম না জানা কিউট প্রাণী রয়েছে আজকের পর্বে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ফটোগ্রাফি গুলো উপভোগ করা যাক।

bb8feddc-1194-4c3a-bc90-a8ff3d290209.jpeg

5f8bf03b-403f-4106-86f4-0837762adc8e.jpeg

উপরের ফটোগ্রাফি দুটি স্যামসাং মোবাইল দিয়ে তোলা হয়েছিল।

IMG_7158.jpeg

IMG_7160.jpeg

IMG_7159.jpeg

উপরে দেখুন নেট দেয়া হয়েছে। আর বাঘ গুলো শুয়ে আছে কাঠের উপর দিয়ে। বাঘের সংখ্যা খুবই কম মনে হল।তিন থেকে চারটি বাঘ দেখেছি।মনে হয় আশপাশে আরও থাকতে পারে।

IMG_7148.jpeg

এই সেকশনে যাওয়ার আগে ইচ্ছে করলে আপনি টিভি থেকে এখানকার বাঘ ও সিংহ সম্পর্কে বিস্তারিত জেনে তারপরে যেতে পারবেন। এখানে অলটাইম টিভিতে দেখানো হচ্ছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য।

2fbd5678-8c43-4436-a4a9-dc2962e0c4c4.jpeg

2b3038d3-58f7-4680-ae61-7f8329d7905a.jpeg

লাইনগুলোও রয়েছে কাঠের তৈরি বেডের উপর শুয়ে ও বসে। তবে এই প্রাণী দুটিকে দেখে মনে হচ্ছিল খুবই অসহায় কারণ এখানে খুবই অল্প জায়গা তাদের জন্য।বনে থাকলে তারা খুবই শান্তিতে ঘুরে বেড়াতে পারতো।

IMG_7111.jpeg

IMG_7112.jpeg

IMG_7113.jpeg

IMG_7114.jpeg

IMG_7116.jpeg

এবার দেখুন নাম না জানা কিউট প্রাণী দুটি। একটির কালার সাদা,অন্যটির কালার বাদামি।

বন্ধুরা আজ তাহলে এতোটুকুই। আগামী পর্বে লন্ডন জু এর আরও কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max
Location

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

বাঘ এবং লায়নের ফটোগ্রাফি গুলো জুম করে ক্যাপচার করলেও,দেখতে বেশ ক্লিয়ার লাগছে। কতো সুন্দর ভাবে বাঘ এবং লায়নগুলো শুয়ে আছে, দেখে মনে হচ্ছে খুব নিরীহ। কিন্তু জঙ্গলে এই দুটি প্রাণীর উপরে আর কি বা আছে। তবে এটা ঠিক যে,জায়গা স্বল্পতার জন্যই তারা এভাবে শুয়ে আছে অসহায়ের মতো। নাম না জানা সাদা এবং বাদামি কালারের প্রাণী দুটি আসলেই খুব কিউট লাগছে দেখতে। সবমিলিয়ে বেশ উপভোগ করলাম প্রতিটি ফটোগ্রাফি। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম আপু।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপু বাচ্চাদের স্কুল হলি ডে উপলক্ষে London zoo এর লায়ন ও টাইগার কে খুব কাছ থেকে দেখতে পেয়েছেন জেনে ভালো লাগলো। আপনি সুন্দর করে ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করলেন। আমরা ও দেখতে পেলাম আপু।আর নাম না জানা কিউট প্রানী দুটো ও দুই কালারের ভীষণ সুন্দর লেগেছে।চমৎকার অনুভূতি ও দারুন দারুন ফটোগ্রাফিতে খুব ভালো লাগলো।ধন্যবাদ আপু শেয়ার করে দেখার সুযোগ করে দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57899.47
ETH 3134.16
USDT 1.00
SBD 2.39