বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানোঃ পর্ব-২৫ (London zoo)

in আমার বাংলা ব্লগ5 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_0818.jpeg

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানোর ২৫ তম পর্ব নিয়ে, আর লন্ডন জু এর সপ্তম ৯ম পর্ব নিয়ে। দেখতে দেখতে প্রায় শেষের পথে লন্ডন জু-এর এপিসোড টি। আর মাত্র ১ টি পর্ব রয়েছে যা আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব।ঐ পর্বের মধ্য দিয়েই বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানোর ফটোগ্রাফিগুলোর সমাপ্তি ঘটবে। যাইহোক আজকের পর্বে আর কোন এনিমেল থাকছে না, সবগুলোই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। এই লাস্ট দুটি পর্বে শুধু লন্ডন জু এর প্রাকৃতিক কিছু ফটোগ্রাফি এবং আমাদের ফেরার পথের কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আজকের পর্বের প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো উপভোগ করা যাক।

IMG_7238.jpeg

IMG_7239.jpeg

IMG_7237.jpeg

IMG_7240.jpeg

IMG_7241.jpeg

IMG_7242.jpeg

উপরের ফটোগ্রাফি গুলো লন্ডন জু এর ভেতরের লেকের দৃশ্য। লন্ডন জু এর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই লেকটি। অনেকেই বোট ভাড়া করে বেশ উপভোগ করছে। বোট আমার খুবই ভালো লাগে।বোট দেখলে না উঠে পারি না, কিন্তু ঐদিন আমাদের হাতে মোটেও সময় ছিল না, তাই সময়ের অভাবে আর বোটে উঠা হয়ে উঠেনি। বাচ্চাদের খুব ইচ্ছে ছিল কিন্তু কি আর করা? আবার যখন যাব তখন সকলের ইচ্ছেটা পূর্ণ করে আসব।

IMG_7284.jpeg

IMG_7260.jpeg

IMG_7261.jpeg

IMG_7263.jpeg

IMG_7282.jpeg

দেখুন কত সুন্দর করে ডিজাইন করে রেখেছে। প্রথমে ভেবেছিলাম গাছ, পরে দেখি ডিজাইন করা। দেখতে খুবই চমৎকার লাগছিল।

IMG_7283.jpeg

IMG_7286.jpeg

এই গাছটি দেখুন, কত মসৃণ। দেখতে কত সুন্দর লাগছে। অনেক উঁচু এই গাছটি।

IMG_7287.jpeg

সুন্দর ঘরের মত বানিয়ে রেখেছে।

IMG_7285.jpeg

সবুজ যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ট্যাটু হাউস। এখানে যারা ট্যাটু পরতে পছন্দ করে তারা ট্যাটু পরে নিচ্ছে।

বন্ধুরা আজ তাহলে এতোটুকুই। আগামী পর্বে লন্ডন জু এর শেষ পর্ব নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max
Location

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 5 months ago 

ওয়াও মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি প্রথমত বলতে চাই লেকের ফটোগ্রাফি সত্যি দেখার মতো ৷ তবে যদি বোডে উঠতেন আরও দারুন লাগতো ৷ আর সত্যি বলতে আপনার পোষ্টের মাধ্যমে আমরা দারুন কিছু ফটোগ্রাফি দেখতে পারি জানতে পারি ৷
যা হোক বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানো মূহুর্ত গুলো ও ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ ছিল ৷

 5 months ago 

আপু বাচ্চাদের হলিডে নিয়ে আপনি এ যাবৎ বেশ দারুন দারুন কিছু পোস্ট এবং ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফিই ছিল চোখে পড়ার মত। আজও বেশ সুন্দর করে পুরো পর্বটিই আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আশা করবো আগামী পর্বটিও বেশ দারুন হবে। ধন্যবাদ আপু এত সুুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

আসলে ভ্রমণের এই ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আর বোট ভাড়া করে সবাই আনন্দময় মুহূর্ত উপভোগ করেছে, এই দৃশ্যটি দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। আসলে আপনার বোটে ওটারও খুবই ইচ্ছা এবং আপনি খুবই পছন্দ করে। তবে সময়ের অভাবে আপনি উঠতে পারেননি, আসলে এরকম বোটে ভ্রমণের মুহূর্তগুলো অনেক আনন্দ হয়ে থাকে। ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 5 months ago 

বাচ্চাদের হলিডে উপলক্ষে আপনি বাইরের পরিবেশে বেড়াতে যান, আর সেই সুযোগ সাপেক্ষে কিন্তু আমাদেরও দেখার একটা অন্যরকম সুযোগ হয়ে যায় লন্ডনের বিশেষ বিশেষ স্থানের দৃশ্য। আমি চাইবো আপনি প্রত্যেকটা পোস্টে একটু বেশি করে ফটোগ্রাফি শেয়ার করবেন। এতে কিন্তু আরও অনেক কিছু দেখার সুযোগ হবে আমাদের।

 5 months ago 

আপু এই সিরিজের প্রায় সবগুলো পর্ব বেশ উপভোগ করেছি। দেখতে দেখতে এই সিরিজের প্রায় সবগুলো পর্ব শেয়ার করে ফেলেছেন আমাদের সাথে। যাইহোক প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। বিশেষ করে লন্ডন জু এর ভিতরের লেকের দৃশ্য দেখতে দারুণ লাগছে। বোটে চড়তে আমারও ভীষণ ভালো লাগে। তবে হাতে সময় না থাকলে বোটে চড়া যায় না। আশা করি পরবর্তী পর্ব খুব শীঘ্রই শেয়ার করবেন আমাদের সাথে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57305.83
ETH 3076.79
USDT 1.00
SBD 2.40