বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানোঃ পর্ব-২০ (London zoo)

in আমার বাংলা ব্লগ7 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_0081.jpeg

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম লন্ডন জু এর চতুর্থ পর্ব নিয়ে। আজকের পর্বটি সাজিয়েছি চারিপাশের পরিবেশসহ কিছু প্রাণী এবং কতগুলো পাখির ডিম দিয়ে। আসলেই বিশাল এরিয়া। এক এক টি সেকশনে একেক ধরনের পশুপাখি ও জীবজন্তু রয়েছে। এরিয়া গুলোকে বিভিন্নভাবে ভাগ করা রয়েছে।একটি এরিয়া দেখলাম লেখা আফ্রিকান জোন,আর একটি দেখলাম লেখা ইন্ডিয়ান জোন। ইন্ডিয়ান জোনের মধ্যে যখন ঢুকলাম তখন দেখলাম উপর দিয়ে ছোট ছোট ইন্ডিয়ান ফ্ল্যাগ ঝুলিয়ে রাখা রয়েছে। তবে সেখানে কোন এনিমেল দেখতে পেলাম না, শুধু গাছপালাই ছিল। যাইহোক আগামী পর্বে আপনাদের জন্য থাকছে চমক লায়ন ও টাইগার।নরমালি অনেক প্রাণী আমরা দেখে থাকি, কিন্তু এদেরকে সহজেই দেখা যায় না। তাই এই প্রাণী দুটির কদর আমাদের সকলের কাছে একটু বেশি। তাই এই আকর্ষণ আগামী পর্বের জন্য রেখে দিলাম।চলুন তাহলে আজকের পর্বটি উপভোগ করা যাক।

IMG_7053.jpeg

সামনে দেখতে পাচ্ছেন লেখা আছে “ল্যান্ড অফ লায়ন”। লায়ন দেখতে হলে এই সেকশনে ঢুকতে হবে।

IMG_7089.jpeg

IMG_7090.jpeg

এই এনিমেল দুটি দেখুন। দেখতে একেবারে বানরের মতো, কিন্তু তাদের লেজটা অনেক বড়।

IMG_7091.jpeg

ইন্ডিয়া জোনের কথা বলেছিলাম। দেখুন উপর দিয়ে ফ্লাগ দেখা যাচ্ছে। পুরো রাস্তা জুড়ে এভাবে ফ্লাগ টানানো রয়েছে।

IMG_7094.jpeg

শুধু গাছপালা আর গাছপালা। মনে হচ্ছিল জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি।

IMG_7103.jpeg

IMG_7101.jpeg

এরপর সেখান থেকে বের হয়ে অন্য একটি সেকশনে গেলাম। এই প্রানীটিকে দেখতে পেলাম।দেখতে অনেকটা সজারুর মত। সম্ভাবত সজারুই হবে।

IMG_7098.jpeg

এরপর যে সেকশন ঢুকলাম সেখানে রয়েছে শুধু নানান জাতের ডিম।

IMG_7097.jpeg

পেঙ্গুইন এবং অস্ট্রিক এর ডিম এ দুটি।

IMG_7096.jpeg

ছোট্ট সাদা যে ডিমটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে হামিংবার্ড পাখির ডিম।

IMG_7104.jpeg

IMG_7105.jpeg

IMG_7107.jpeg

একপাশে বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন ধরনের রাইড এর ব্যবস্থা করা হয়েছে।

IMG_7108.jpeg

IMG_7109.jpeg

IMG_7110.jpeg

এই ডাকগুলোও বাচ্চাদের খেলার জন্য।

বন্ধুরা আজ তাহলে এতোটুকুই। আগামী পর্বে লন্ডন জু এর আরও কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max
Location

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 7 months ago 

বাচ্চাদের হলিডে উপলক্ষে ভালোই সময় কাটাচ্ছেন মনে হচ্ছে ।জায়গাটা বেশ ভালো লাগলো দেখে। গাছপালা জঙ্গলের জায়গাটি বেশ চমৎকার লাগলো। এছাড়া বিভিন্ন পাখির ডিম গুলো দেখতেও ভালো ছিল। বাচ্চারা বেশ উপভোগ করেছে বুঝতে পারছি। পরবর্তী পর্বে লাইন ও টাইগার দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

 7 months ago 

আপু দেখতে দেখতে আপনি আজ বাচ্চাদের হলিডেতে ঘুরতে যাওয়ার লন্ডন জু এর চতুর্থ পর্ব আমাদের সাথে শেয়ার করে নিলেন। আজ আপনি আপনার ফটোগ্রাফিতে মোট ১৬টি ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন। আমার কাছে আজকের ফটোগ্রাফি পর্বের প্রতিটি ফটোগ্রাফি দারুন লেগেছে। সব মিলিয়ে আজকের পর্বটিও বেশ দারুন ছিল।

 7 months ago 

ইন্ডিয়ান জোন পার হয়ে আসার পরে ঘন গাছপালা দেখে বেশি ভালো লাগলো কেননা সেখান দিয়ে যখন ঘুরবো তখন মনের মধ্যে অ্যাডভেঞ্চার টাইপের একটা ফিল আসবে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম আপু।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপু আপনার তোলা ফটোগ্রাফি গুলোর মাধ্যমে নতুন কিছু জিনিস দেখতে পেয়ে ভীষণ খুশি হলাম। বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানোর পোস্ট দেখে ভীষণ ভালো লাগলো। আপনার পরিবারের সবার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 7 months ago 

বাচ্চাদের হলি ডে উপলক্ষে খুব সুন্দর সময় সবাইকে নিয়ে কাটিয়েছেন ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো আপু। সুন্দর মনোরম পরিবেশে ঘুরে বেড়ানোর আনন্দই অন্য রকম। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

বাচ্চাদের হলিডে উপলক্ষে দারুন সময় পার করছেন আর সাথে আমরাও বেশ সুন্দর জিনিস উপভোগ করতে পারছি। আপনার পোস্টের মাধ্যমে অনেক নতুন জিনিস দেখতে পেলাম যার সবগুলোই আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার মেয়েরা এভাবে ঘোরাঘুরি করে নিশ্চয়ই অনেক আনন্দ পাচ্ছে। সবশেষে যে হাঁসের ফটোগ্রাফি শেয়ার করেছেন আমার কাছে সেই জায়গা সবচেয়ে বেশি ভালো লেগেছে। বাচ্চারা এমন জায়গায় খেলাধুলা করে খুব আনন্দ পায়। ধন্যবাদ আপু এত সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে আমাদের সাথে শেয়ার করার জন্য। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 7 months ago 

এমন জায়গায় ঘুরাঘুরি করতে এবং সময় কাটাতে দারুণ লাগে। এককথায় দুর্দান্ত কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। হামিংবার্ড তো পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। পাখির ডিমগুলো দেখতে দারুণ লাগছে। হলিডে উপলক্ষে বেশ ভালোই ঘুরাঘুরি করেছেন আপু। আগামী পর্বে তাহলে সিংহ এবং বাঘের ফটোগ্রাফি দেখতে পাবো। আশা করি চমকটা তাড়াতাড়ি শেয়ার করবেন আমাদের সাথে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58132.39
ETH 3138.08
USDT 1.00
SBD 2.44