বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানোঃ পর্ব -৭ (London O2 শেষ পর্ব )

in আমার বাংলা ব্লগ11 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_7365.jpeg

আজকে আবার হাজির হয়ে গেলাম বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানোর ষষ্ঠ পর্ব নিয়ে।গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম লন্ডন O2 এর ৫ম পর্ব। খুবই চমৎকার একটি জায়গা, বিশাল এলাকা নিয়ে গঠিত।ছোট বড় সকলেরই অনেক পছন্দের। পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর উপযুক্ত একটি স্থান।অনেক কিছুই আছে এখানে।নিরিবিলি খোলা পরিবেশ।Thames নদীতে বড় বড় লঞ্চে উঠে চারিদিক পর্যবেক্ষণ করতে কতই না ভালো লাগে। আর নদীর উপর দিয়ে কেবল কারে ঘুরে বেড়ানো যে কত আনন্দের তা আর বলে বোঝাতে পারবো না। হ্যাঁ বন্ধুরা লন্ডন O2 তে যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত অনেকগুলো ফটোগ্রাফি করেছিলাম, যা এক দিনে শেষ করা সম্ভব ছিলনা তাই এই পর্ব কে আমি কতগুলো ভাগে ভাগ করেছিলাম যেন সবকিছু আপনারা ভালোভাবে উপভোগ করতে পারেন।ইতিমধ্যেই অনেকগুলো পর্ব শেষ করে ফেলেছি। আজকে তার শেষ পর্ব।আমার এই পর্বগুলো মোটামুটি ফটোগ্রাফি হিসেবেই ধরা হয়েছে, কারণ এখানে বেশিরভাগই ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছি।আজকেও অনেকগুলো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

গত পর্বে Millwall ও বোট এ উপভোগ করা চমৎকার কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এর আগে লন্ডন ও টু তে যাওয়ার আগ মুহূর্ত থেকে ক্যাবল কার এবং বোটে উপভোগ করা চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে সেখান থেকে ফিরে আসার সময় এর চারিপাশের কিছু ফটোগ্রাফি এবং সেখানে চমৎকার একটি শপিং সেন্টার এর (Icon outlet shopping centre) ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। শপিং সেন্টারে চারিপাশের পরিবেশ খুবই সুন্দর ছিল। চারিপাশ খুবই সুন্দর ভাবে ডেকোরেশন করা ছিল। সময় ছিল না তাই ভিতরে আর ঢোকার সময় হয়নি।যাইহোক আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আজকের ফটোগ্রাফি গুলো উপভোগ করা যাক।

IMG_5754.jpeg

IMG_5756.jpeg

IMG_5757.jpeg

IMG_5760.jpeg

IMG_5762.jpeg

IMG_5764.jpeg

IMG_5765.jpeg

IMG_5767.jpeg

IMG_5769.jpeg

IMG_5771.jpeg

IMG_5775.jpeg

IMG_5780.jpeg

IMG_5779.jpeg

IMG_5802.jpeg

IMG_5803.jpeg

IMG_5812.jpeg

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max
Location

আশা করছি আমার লন্ডন ও টু এর পর্ব গুলো আপনাদের ভালো লেগেছে।আগামী পর্বে আপনাদেরকে নিয়ে যাব ইস্ট বর্ন সমুদ্র সৈকতে।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

আপু বেশ সুন্দর করে আপনি আমাদের মাঝে বাচ্চাদের হলিডেতে বেড়ানোর দিনগুলো তুলে ধরেছেন। আজও আপনি বেশ কিছু ফটোগ্রাফি করেছেন। আজকের ফটোগ্রাফিগুলো দেখে তো মনে হচ্ছে পুরো Icon outlet shopping canter দেখা হয়ে গেল। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করে লন্ডন শহরটার কিছু অংশ দেখানোর জন্য।

 11 months ago 

বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানোর শেষ পর্ব আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু।এই পর্বের ফটোগ্রাফি গুলোও অসাধারণ ছিল। আপনার ফটোগ্রাফির মাধ্যমে আমরা বাংলাদেশে বসেও লন্ডন শহরের কিছু কিছু স্থান উপভোগ করতে পারি । আপনার পরিবারের জন্য অনেক শুভকামনা রইল আপু। ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেশ ভালই ঘোরাঘুরি করেছেন আপনারা । চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। জায়গাটাও যেমন সুন্দর আপনার ফটোগ্রাফিতে আরো চমৎকারভাবে ফুটে উঠেছে। সত্যি বেশ উপভোগ করেছেন আপনারা দেখেই বুঝতে পারছি ।ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানোর আজ শেষ পর্বটি শেয়ার করলেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো থেকে অনেক জায়গা দেখার সুযোগ হলো। চারিদিকের সৌন্দর্য উপভোগ করার পর ফিরে আসার পথে সুন্দর একটি শপিং সেন্টার দেখে সেখানকার বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। সময়ের জন্য এই শপিং সেন্টারের ভেতরে যাননি। ফটোগ্রাফিগুলো দারুন লাগলো আপু। পরিবারের সবাইকে নিয়ে খুব চমৎকার ভাবে ঘুরে বেরিয়েছেন দেখে খুব ভালো লাগলো। সবাইকে নিয়ে এভাবে হাসি আনন্দে ভরে উঠুক এমনটাই আশাকরি। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 11 months ago 

বাচ্চাদের হলিডে উপলক্ষে আপনারা ঘুরাঘুরি করেছেন এটা জেনে খুবই ভালো লাগলো এবং আগের পর্বগুলো কয়েকটা দেখেছিলাম আজকে আরেকটি পর্ব দেখে খুবই ভালো লাগলো। লন্ডন অনেক সুন্দর একটি জায়গা এটা আমরা সকলেই জানি যদিও বাস্তবিকভাবে আমরা অনেকেই দেখেনি আপনার পোষ্টের মাধ্যমে কিছু কিছু জায়গার দৃশ্য আমরা দেখেছি। বাচ্চাদের সাথে বাবা মায়ের ঘুরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে আপনারাও দেখছি অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছেন অবশ্যই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন বোঝাই যাচ্ছে। বাচ্চাদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

বাচ্চাদের স্কুল বন্ধ ছিল আর এই সুযোগে সবাই মিলে ঘুরাঘুরি করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু। এছাড়া এর আগের পর্বগুলোও আমরা দেখেছি। আজকে নতুন পর্বের মাধ্যমে দারুন সব ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লেগেছে আপু। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো আপু। ♥️♥️

 11 months ago 

বাচ্চাদের হলিডে উপলক্ষ্যে বেড়ানোর শেষ পর্ব পড়ে খুবই ভালো লাগলো আপু।জায়গাটি যেমনি সুন্দর তেমনি চমৎকার লাগছিল আপনার ফটোগ্রাফিতে।শপিং সেন্টারের পরিবেশ আসলেই মনোমুগ্ধকর ।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45