বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানোঃ পর্ব -৫ (London O2)

in আমার বাংলা ব্লগlast year
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_6334.jpeg

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বাচ্চাদের স্কুল হলিডে উপলক্ষে বেড়ানোর চতুর্থ পর্ব নিয়ে।গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম লন্ডন O2 এর ৩য় পর্ব। খুবই চমৎকার একটি জায়গা, বিশাল এলাকা নিয়ে গঠিত।ছোট বড় সকলেরই অনেক পছন্দের। পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর উপযুক্ত একটি স্থান।অনেক কিছুই আছে এখানে।নিরিবিলি খোলা পরিবেশ।Thames নদীতে বড় বড় লঞ্চে উঠে চারিদিক পর্যবেক্ষণ করতে কতই না ভালো লাগে। আর নদীর উপর দিয়ে ক‍্যাবল কারে ঘুরে বেড়ানো যে কত আনন্দের তা আর বলে বোঝাতে পারবো না। হ্যাঁ বন্ধুরা লন্ডন O2 তে যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত অনেকগুলো ফটোগ্রাফি করেছি, যা এক দিনে শেষ করা সম্ভব নয়।আমি চাই প্রতিটি ফটোগ্রাফি আপনারা খুব সুন্দর ভাবে উপভোগ করুন। তাই এই পর্ব কে আমি কতগুলো ভাগে ভাগ করেছি। আজকে তার চতুর্থ পর্ব।আমার এই পর্বগুলোকে মোটামুটি ফটোগ্রাফি হিসেবেই ধরা হবে, কারণ এখানে বেশিরভাগই ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব।আজকেও অনেকগুলো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

গত পর্বে লন্ডন O2 এর চারিপাশের চমৎকার কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বোট এ উপভোগ করা কিছু ফটোগ্রাফি। আজকের পর্বের ফটোগ্রাফিগুলো হচ্ছে নর্থ-গ্রিন উইচ থেকে Millwall পর্যন্ত। অর্থাৎ লঞ্চ থেকে নেমে মিলওয়ালে আমরা ১০-১৫ মিনিট অপেক্ষা করেছি।সেখানকার পরিবেশটাও অনেক সুন্দর। আগামী পর্বে আপনাদের সাথে সেই ফটোগ্রাফি গুলো শেয়ার করব। বোট টি অনেক বড় ছিল এবং এর ভিতরের পরিবেশটাও চমৎকার ছিল।এখানে খাওয়া-দাওয়ার ব্যবস্থাও ছিল।খাবারের জন্য একটি শপ ও ছিল। ভালোভাবে পরিবেশটি উপভোগ করার জন্য এবং ফটোগ্রাফি নেওয়ার জন্য আমি জানালার পাশে গিয়ে বসলাম। খুবই চমৎকার লাগছিল, টলমল পানি,নীল আকাশের মাঝে সাদা মেঘ আর চারিপাশের সুন্দর সুন্দর বিল্ডিং গুলো। চলুন তাহলে আজকের ফটোগ্রাফি গুলো উপভোগ করা যাক।

IMG_5616.jpeg

IMG_5622.jpeg

IMG_5626.jpeg

IMG_5627.jpeg

বোটের ভিতরের পরিবেশ। বসার জন্য বিমানের মত তিনটি সাড়ি রয়েছে এখানে।

IMG_5629.jpeg

IMG_5630.jpeg

IMG_5633.jpeg

IMG_5636.jpeg

IMG_5637.jpeg

IMG_5642.jpeg

IMG_5645.jpeg

IMG_5646.jpeg

আরো অনেকগুলো বোট চলছিল নদীতে।

IMG_5649.jpeg

IMG_5650.jpeg

IMG_5652.jpeg

IMG_5653.jpeg

IMG_5654.jpeg

IMG_5655.jpeg

IMG_5656.jpeg

IMG_5657.jpeg

IMG_5651.jpeg

IMG_5664.jpeg

IMG_5665.jpeg

IMG_5666.jpeg

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max
Location

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

উন্নত দেশের সব কিছুই উন্নত। লঞ্চে উঠার রাস্তা,লঞ্চের সীট,চার পাশের পরিবেশ খুবই সুন্দর। তাছাড়া টেমস নদীর পানিও খুব পরিষ্কার। চার পাশের ভবন গুলো দেখার মত ছিল। সব মিলিয়ে সব কিছু দারুন লেগেছে। ধন্যবাদ আপু।

 last year 

এই টেমস নদীর নাম শুনেছিলাম।আর আজকে আপনার পোস্টে দেখতে পেলাম আপু।চমৎকার পরিবেশ।এজন্যই তো মানুষ ফরেইন কান্ট্রিতে থাকতে বেশি পছন্দ করে।বাচ্চাদের নিয়ে বেশ সুন্দর সময় কাটিয়েছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

বাচ্চাদের হলিডে উপলক্ষে বেড়ানো পর্ব ৫ আমার দেখা হয়নি।আজ দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো।আপনার ফটোগ্রাফি গুলো দারুন লাগলো আপু। বিশেষ করে আকাশের ফটোগ্রাফি গুলো ও দারুন লাগছে।আপনারা সবাই খুব আনন্দ করেছেন জেনে ভালো লাগলো।নদীর নামটি আগে শুনেছি।নদীর পানি বেশ টলটলে।আজ আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59824.84
ETH 2666.86
USDT 1.00
SBD 2.48