একটি মেহেদি ডিজাইন এর আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার অনেক সুন্দর একটি ফুলের মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম।হাতে পড়লে অনেক ভালো লাগবে দেখতে। আপনাদের বোঝার সুবিধার্থে আর্ট টি ধাপে ধাপে সম্পন্ন করেছি, চেষ্টা করলে অবশ্যই আপনারা সহজেই এটি করে ফেলতে পারবেন।আশা করি আর্ট টি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

14DEEC9C-B742-4282-B645-CF7F876E93FF.jpeg

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে কার্যপদ্ধতি গুলো দেখানো হলোঃ

39B6C0DD-124B-4038-B88B-5DDF38FCB234.jpeg

FA940F5C-2BC8-4054-B804-E0A06707E999.jpeg

768E1E23-F1DC-4CCD-8952-6F63181D56BB.jpeg

8C99D18C-FAA2-45DB-AF5A-153621E410BB.jpeg

প্রথমেই এভাবে একটির পর একটি ধাপ সম্পূর্ণ করে একটি ফুল এঁকে নিয়েছি।

5429D63B-2F6E-45CF-8C23-D2B1C66E8704.jpeg

এরপর ফুলটির ডান পাশে একটি পাতা এঁকে নিয়েছি।

15E2A391-5C7D-4172-9F1E-19550D5597BA.jpeg

এরপর ফুলটির নিচের দিকে ওই রকম আরও একটি ফুল এঁকে নিয়েছি।

537BC80C-ACBE-44B6-9CD7-695847293BA6.jpeg

এরপর নিচের দিকে এভাবে কতগুলো পাতা এঁকে নিয়েছি।

B334D0DF-68C0-4F13-9D25-A6E0E084F44F.jpeg

623CC303-6B4D-4383-AEEA-C3AB0D8E7029.jpeg

9735E769-ACAF-4697-98CE-2D98907086E3.jpeg

42225094-CC03-46A3-863F-D28FA1B6F509.jpeg

এরপর নিচের দিকে ঠিক একইভাবে আরো দুটি ফুল এঁকে নিয়েছি

1D8D6C52-EF1F-4DF3-8D69-B405129B6441.jpeg

FA350420-83C0-4D41-B9ED-78FDD94258AC.jpeg

এরপর ফুল দুটিতে আরো কতগুলো পাতা এঁকে নিয়েছি নিয়েছি।

80766DD7-270B-4883-820F-9615062E8F1E.jpeg

F81FDAB7-93D9-4327-B828-F16301CDEBA1.jpeg

হয়ে গেল একটি মেহেদি ডিজাইন এর আর্ট।

আজকে আবার আমার আর্টের সাথে আমার ছোট মেয়ের প্লেডো দিয়ে তৈরি কিছু কর্ম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কারণ ও পছন্দ করে ওর তৈরি করা কোনো কিছু শেয়ার করতে। আমি ওকে বলেছিলাম যেদিন আর্ট এর পোস্ট করব সেদিন শেয়ার করতে পারবে। তাই বলার সাথে সাথেই তার কাজকর্ম শুরু করে দিয়েছিল।

01EA8C9D-2B53-4AE5-81E5-6F75DC8DDA18.jpeg

আমার ছোট মেয়ের প্লেডো দিয়ে বানানো কিছু কর্মঃ

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 
এবার আপনার থেকে অসাধারণ একটি মেহেদি ডিজাইন দেখতে পেলাম। আসলে এ ধরনের মেহেদি ডিজাইন হাতে পরলে খুবই সুন্দর লাগবে।সচরাচর মেহেদি ডিজাইন কোন উপলক্ষ বা অনুষ্ঠানে ছাড়া খুব একটা দেখা যায় না।অবশ্য এটা মেয়েদের একটা অলংকার স্বরুপ।আর এই চমৎকার মেহেদি ডিজাইনটি আপনি যেভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন তা দেখে অনেকেই অতি সহজেই ব্যবহার করতে পারবে।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর একটি মেহেদি ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 2 years ago 

আপু আপনার ফুলের মেহেদি ডিজাইন বেশ ভালই হয়েছে । সিম্পলের মধ্যে ফুলটি দেখতে কিন্তু চমৎকার । হাতে পড়লে বেশ ভালই লাগবে। এ ধরনের ডিজাইন আমার কাছে বেশ ভালো লাগে । আর আপনার ছোট মেয়ের প্লেডো দিয়ে তৈরি কর্মগুলো সত্যি চমৎকার ছিল । ভালো লেগেছে ভীষণ । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

খুব সুন্দর এঁকেছেন। এমন একটা অসাধারণ মেহেদী আর্ট দেখতেও ভালো লাগে। ভালো লাগলো আপনার প্রতিভা দেখে।

 2 years ago 

আপু মেহেদী ডিজাইনটি সাধারনের মধ্যে অসাধারণ হয়েছে দেখতে। অনেক ভাল লাগলো। আপনি ধাপে ধাপে খুব সুন্দর করে এঁকে দেখালেন, সবাই খুব সহজে করতে পারবে।আপনার ছোট মেয়ের প্লেভো দিয়ে বানানো ডিজাইনগুলো অনেক সুন্দর হয়েছে। আমার পক্ষ থেকে শুভেচ্ছা দিয়ে দেবেন।অনেক আদর রইল মেয়ের জন্য। ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট অঙ্কন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যেটা দেখতে কিছুটা জবা ফুলের গাছের মত লাগছে। আর দেখে মনে হচ্ছে জবা ফুল গাছে যেন জবা ফুলগুলো চেয়ে আছে। এমন সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ আপু প্রতিবারের থেকে আজকের মেহেদির ডিজাইনটা একেবারে ভিন্ন রকম হয়েছে। কিন্তু খুবই সুন্দর হয়েছে ডিজাইনটি। বিশেষ করে ফুলগুলো খুব ভালো লেগেছে আমার কাছে। এভাবে যদি হাতে মেহেদি দেয়া যায় তাহলে খুব ভালো লাগবে দেখতে। ধাপগুলোও খুব সহজভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আজকের আর্ট দেখে মনে হচ্ছে হাতে পড়লে সত্যি ভালো লাগবে। আপনার এরকম আর্ট গুলো দেখতে আমার কাছে ভীষণই ভালো লাগে। বিশেষ করে আজকের ফুলের ডিজাইন টা অনেক সুন্দর হয়েছে। আপনার সাথে সাথে দেখলাম আপনার মেয়ে খুব সুন্দর প্লে ডো দিয়ে কিছু ডিজাইন করেছে। ছোটদের এরকম কাজগুলো আমি একটু বেশি পছন্দ করি। ও কিন্তু ছোট হাতে অনেক কিছুই তৈরি করেছে। আমি মনে করি ছোটরা এ ধরনের কাজগুলো করলে তাদের আরো বেশি মেধাবিকাশ হয়। খুবই ভালো লেগেছে আপু।

 2 years ago 
আপনি বরাবরের মতই খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট করেছেন। আপনার মেহেদীর ডিজাইন গুলো একটু ভিন্ন হয়। এই ডিজাইনগুলো আমার মনে হয় হাতে পড়তে একটু কষ্ট হলেও খুব সুন্দর লাগে। আপনার মেয়ের আর্ট করার অনেক আগ্রহ। সে প্লেডো দিয়ে অনেক সুন্দর কিছু ডিজাইন করেছে। ধন্যবাদ আপু।
 2 years ago 

দিদি এই মেহেন্দীর ডিজাইনটা অসাধারণ হয়েছে। এত ভালোভাবে আপনি স্টেপগুলো দেখিয়েছেন যে যারআ কখনও একা একা মেহেন্দী পরে নি তারাও পরতে পারবে। আপনার এর আগেও হাতের কাজ দেখেছি। বেশ সহজ কিন্তু ইউনিক ডিজাইন দেখান আপনি। ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64041.25
ETH 2762.17
USDT 1.00
SBD 2.66