একটি মেহেদি ডিজাইন এর আর্ট
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার অনেক সুন্দর একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম।হাতে পড়লে অনেক ভালো লাগবে দেখতে। আপনাদের বোঝার সুবিধার্থে আর্ট টি ধাপে ধাপে সম্পন্ন করেছি, চেষ্টা করলে অবশ্যই আপনারা সহজেই এটি করে ফেলতে পারবেন।আশা করি আর্ট টি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?
- একটি সাদা পেপার
- দু টি পেন্সিল
- একটি রাবার
- একটি পেন্সিল কাটার
নিম্নে কার্যপদ্ধতি গুলো দেখানো হলোঃ
প্রথমেই প্যাঁচিয়ে এভাবে ডিজাইন করে নিয়েছি।
এরপর ডিজাইনের চারিপাশের ছোট ছোট কতগুলো পাপড়ি এঁকে নিয়েছি।
এরপর ছোট পাপড়িগুলোর চারিদিকে বড় করে আরও কতগুলো পাপড়ি এঁকে একটি ফুলের শেপ এঁকে নিয়েছি।
এরপর ফুলটির নিচের দিকে এভাবে ক্রমান্বয়ে একটির পর একটি ধাপ সম্পন্ন করে আমার অংকন শেষ করেছি।
হয়ে গেল একটি মেহেদি ডিজাইন এর আর্ট।
আমার আর্ট করা দেখে আমার ছোট মেয়ে কতগুলো আর্ট করে আমাকে দিয়ে বলছে এগুলো পোস্ট করে দাও। আমি বলেছি এগুলো কিভাবে করবো? ও বলেছে তোমার আর্ট পোস্ট করতে পারো, আমারটা কেন করতে পারবেনা? তাই ওকে খুশি করার জন্য ওর কিছু আর্ট একটি ফ্রেমে শেয়ার করে দিলাম।
আমার ছোট মেয়ের আর্ট
Photographer | @tangera |
---|---|
Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

নিশ্চয়ই আপনার হাতে জাদু আছে, না হলে আপনার হাতে করা মেহেদি ডিজাইনগুলো এত ভালো লাগে কেন। নজর কাড়ার মত মেহেদির ডিজাইনগুলো করেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।
আপনার মেহেদির ডিজাইন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ডিজাইন মেহেদি দিয়ে হাতে পরলে আরও বেশি সুন্দর লাগবে।আমার কাজ আপনার এই ডিজাইন অনেক ভালো লেগেছে। এই ধরনের ডিজাইন আর্ট করতে আমার অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর মেহেদি ডিজাইন শেয়ার করার জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর একটি মেহেদির ডিজাইন এর আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আমার কাছে মনে হয় মেহেদির ডিজাইন এর আর্ট সাদা পৃষ্ঠায় তৈরি থেকেও হাতে যদি দেওয়া যায় তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগে। আপু আপনার মেয়ের আর্ট গুলো সত্যি আমার কাছে দারুন লেগেছে।আপনি যে মেয়ের ইচ্ছা মতো এখানে পোস্ট করেছেন সত্যি আমার কাছে আপু দারুন লেগেছে মেয়ের ইশারা পূরণ করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
সত্যি বলতে এই মেহেদি ডিজাইন এর আর্টটি দেখতে বেশ চমৎকার লাগছে। আসলে এটি হাতে পড়লে আরো বেশি ফুটে উঠবে। তবে এটি ভালো লাগলো আপনার মেয়ের রিকোয়েস্ট রেখেছেন এবং তার আর্ট গুলো একটি ফ্রেমে আবদ্ধ করে আমাদের মাঝে তুলে ধরেছেন, অনেক অনেক ধন্যবাদ।
দাদা সাদা পেপার পেন্সিল দিয়ে আপনি মেহেদির যে ডিজাইনটি ধাপে ধাপে তুলে ধরেছেন অত্যন্ত সুন্দর হয়েছে। এই ডিজাইনটি দেখে যে কেউ তার হাতে সুন্দরভাবে মেহেদি লাগাতে পারবে। আমার বেশ ভালই লাগলো।
আপু, আপনার মেহেদী ডিজাইনটা আমার খুব ভাল লাগলো। হাতে দিলে অনেক সুন্দর লাগবে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। আপু আপনার ছোট মেয়ে চেষ্টা করে যে আঁকছে এটাই বড় ব্যাপার। তবে চেষ্টাটাকে সাধুবাদ জানাই।অনেক সুন্দর হয়েছে আপু।ধন্যবাদ আপনাকে।
আবারো আপনার মেহেদি ডিজাইন দেখলাম। আপনার মেহেদি ডিজাইন খুবই সুন্দর হয়েছে। এই মেহেদি ডিজাইন চিত্রটি সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করলেন। এই ডিজাইন হাতে অংকন করলে অনেক ভালো লাগবে।
আপনার মেহেদি ডিজাইন আর্ট আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে দেখিয়েছেন কিভাবে মেহেদি ডিজাইন এর আর্ট তৈরি করা হয়।আপনার বর্ণনা গুলো অনেক সুন্দর ছিল। তবে এত সুন্দর এর মধ্যেও বেশি সুন্দর ছিল আপনার মেয়ের তৈরি করা আর্ট গুলো।ছোট মেয়ে কিন্তু অনেক অসাধারণ কিছু আর্ট তৈরি করেছে।আপনার মেয়ের জন্য দোয়া ও শুভকামনা রইল।
আপনি খুবই দক্ষতার সাথে মেহেদি ডিজাইন এর চিত্র অঙ্কন করেছেন।এই মেহেদি ডিজাইন হাতে যখন অঙ্কন করা হবে তখন আরও বেশী ভালো লাগবে। আপনার ডিজাইনটি আমার বেশি ভালো লেগেছে।